প্যাঙ্গোলিন 

Animal: গায়ে মাছের মতো আঁশ! চাষের জমিতে হেঁটে চলে বেড়াচ্ছে ওটা কী প্রাণী? বিরাট শোরগোল, শেষমেষ যা জানা গেল…

আলিপুরদুয়ার: চাষের জমি থেকে উদ্ধার হল প্যাঙ্গোলিন। ফালাকাটা ব্লকের কুঞ্জনগর বাজার সংলগ্ন উত্তরপাড়া এলাকায় দেখা যায় এই প্রাণীটিকে। জানা যায় এলাকার বাসিন্দা জয়ন্ত দে সরকার তার চাষের জমিতে দেখতে পান একটি প্যাঙ্গোলিন ঘোরাফেরা করছে।

এরপর তিনি কুঞ্জনগর বিটে খবর দেন। প্যাঙ্গোলিন একটি বিরল প্রজাতির প্রাণী। সচরাচর এই প্রাণীর দেখা মেলেনা, তাই প্রাণীটির হদিশ লোকালয়ে আছে জেনে তা দেখতে চলে আসেন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন: মোবাইল ফোনের নীচে এই ছোট্ট ছিদ্রটি কেন থাকে বলুন তো? মাইক্রোফোন নয় কিন্তু! ৯৯% লোকজনই জানেন না, কাজ জানলে মাথায় হাত পড়বে

যদিও খবর পাওয়ার পর এদিন বন দফতরের কর্মীরা এসে প্যাঙ্গোলিনটিকে উদ্ধার করে নিয়ে যায় l কুঞ্জনগরের বিট অফিসার সনদ সুর বলেন,”বিষয়টি আমি রেঞ্জ অফিসারকে জানাব। এরপর উপর থেকে যা নির্দেশ আসবে, সেই নির্দেশমত এই প্যাঙ্গোলিনটিকে আমরা ছেড়ে দেব। ” কোথা থেকে ওই এলাকায় এল প্যাঙ্গোলিনটি, কীভাবে চাষের জমিতে তার খোঁজ করবে বন দফতর।
Annanya Dey