Purba Bardhaman News: জলের তলায় আস্ত সেতু! ব্যাহত জনজীবন, ঝুঁকিপূর্ণ ভাবেই চলছে যাতায়াত 

পূর্ব বর্ধমান: একটানা বৃষ্টিতে জলের তলায় চলে গেল নদীর উপর অবস্থিত আস্ত একটা সেতু। কার্যত ব্যাহত জনজীবন। ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। বৃহস্পতিবার থেকে একটানা বৃষ্টির ফলে জলমগ্ন পূর্ব বর্ধমানের একাধিক জায়গা। কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল। কোথাও আবার জল ঢুকছে বাড়ির ভিতরে। আর এবার অতি বৃষ্টির জেরে ডুবে গেল নদীর ব্রিজ। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট বিধানসভা এলাকার গাফুলিয়া গ্রামের। গাফুলিয়া গ্রামের এই ব্রিজটি ডুবে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হয়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের।

বৃহস্পতিবার থেকে একটানা বৃষ্টির কারণে সেতুর উপর দিয়ে হুহু করে বইছে জল। প্রয়োজনের ঝুঁকি নিয়ে সেই জল পেরিয়েই যাতায়াত করছেন স্থানীয় এবং পথচলতি মানুষেরা।এই হারে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় তাঁদের মুখে চোখে আতঙ্কের ছাপ। মঙ্গলকোটের গাফুলিয়া গ্রামের এক বাসিন্দা মুর্শিদ মণ্ডল বলেন, “এই বর্ষার সময় আমাদের এভাবে জল পার করেই আসতে হচ্ছে। বর্ষার জলের কারণে বাস, ভ্যান কোনও যানবাহন আসছে না। এভাবে জলে ভিজেই আমাদের যাতায়াত করতে হচ্ছে। ব্রিজের অবস্থাও ভাল না। এখন সেটিও ডুবে আছে। এক কোমর জল।”

প্রসঙ্গত, পূর্ব বর্ধমানের গাফুলিয়া এবং পঞ্চাননতলার মাঝ দিয়ে বয়ে গিয়েছে ফড়ে নদী। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গিয়েছে, শেষ ২০০০ সালে ফড়ে নদীর জল এই ব্রিজের উপর উঠেছিল। তার পর এত বছরে আর সেই রকম পরিস্থিতির সৃষ্টি হয়নি। কিন্তু বৃহস্পতিবার থেকে এক নাগাড়ে বৃষ্টির ফলে জল উঠে গেছে সেতুর উপর ওই এলাকার এক ব্যবসায়ী মনোজ কুমার দাস জানান, “আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানে জল ঢুকে আলমারি নষ্ট হয়ে গিয়েছে, জিনিসপত্র ভিজে গিয়েছে। ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই জায়গায়।” বর্তমানে কার্যত জলের তলায় এই সেতুটি। প্রায় বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল।

আরও পড়ুন: দুর্যোগে জলমগ্ন বীরভূম! ভাসছে রাস্তা, ডুবছে ব্রিজ, নাজেহাল কয়েক হাজার মানুষ

আরও পড়ুন: কই মাছ ধরতে গিয়ে চরম পরিণতি! অকালে প্রাণ হারালেন যুবক, সন্তানের মুখ দেখা হল না

গাফুলিয়া এবং পঞ্চাননতলার মধ্যে প্রধান সংযোগকারী এই সেতুটি জলমগ্ন হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। ফড়ে নদীর জল উপচে ঢুকে পড়েছে পার্শ্ববর্তী দোকানগুলিতেও। যার ফলে ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ফড়ে নদীর এই ব্রিজ তথা এই রাস্তাটি মঙ্গলকোটের কৈচর থেকে করুই হয়ে কাটোয়া যাওয়ার অন্যতম পথ। ফলে নদীর জল সেতুটির উপর দিয়ে বয়ে যাওয়ায় ব্যাপক নাজেহাল গাফুলিয়া তথা মঙ্গলকোটের বাসিন্দারা।

বনোয়ারীলাল চৌধুরী