Fastest T20I Century: ভেঙে গেল ক্রিস গেইলের নজির, ২৭ বলের সেঞ্চুরিতে হল নতুন বিশ্বরেকর্ড

একদিকে টি-২০ বিশ্বকাপের আনন্দে মত্ত ক্রিকেট বিশ্ব। গ্রুপ পর্বে হাইস্কোরিং ম্যাচ, ব্যাটারদের তাণ্ডব খুব একটা দেখা মেলেনি। তবে সুপার এইট পর্ব থেকে বড় রানের ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। কিন্তু টি-২০ বিশ্বকাপ থেকে ৯৬৯৯ কিলোমিটার দূরে তৈরি হল টি-২০ ক্রিকেটের বিশ্বরেকর্ড। ভেঙে গেল ক্রিস গেইলের রেকর্ড।

টি-২০ ক্রিকেটে সবথেকে দ্রুত সেঞ্চুরির রেকর্ড ছিল ক্রিস গেইলের দখলে। আইপিএলে ৩০ বলে শতরান করেছিলেন ইউনিভার্স বস। আর আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে কম বলে সেঞ্চুরির রেকর্ড ছিল নামিবিয়ার ইয়াটসনের নামে। ৩৩ বলে শকরান করেছিলেন তিনি। অনেকেই ভেবেছিল সেই রেকর্ড আর ভাঙা সম্ভব হবে না। কিন্তু বেশি দিন টিকল না সেই রেকর্ডও।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের পর ১০ তারকার অবসর! তালিকায় দুই টিম ইন্ডিয়ার মহাতারকা! জানুন বিস্তারিত

এবার মাত্র ২৭ বলে সেঞ্চুরি করে ইউনিভার্স বস ক্রিস গেইল ও নামিবিয়ার ইয়াটসনের রেকর্ড ভেঙে দিলেন এস্টোনিয়ার সাহিল চৌহান। এপিস্কোপিতে খেলতে নেমেছিল সাইপ্রাস এবং এস্টোনিয়া। সেখানেই নয়া বিশ্বরেকর্ড গড়েন সাহিল। ৪১ বলে ১৪৪ রানের ইনিংস খেলেন তিনি। সাহিলের ইনিংসের সৌজন্যেই সাইপ্রাসের দেওয়া ১৯২ রানের টার্গেট তাড়া করে ম্যাচ জেতে এস্টোনিয়া।