‘সৌরভ যেন না আসে’, বিয়ের নিমন্ত্রণ পত্রে লিখে দিল বর, পড়ে ভিরমি খেলেন অতিথিরা (Photo: Social Media)

‘সৌরভ যেন না আসে’, বিয়ের নিমন্ত্রণ পত্রে লিখে দিল বর, পড়ে ভিরমি খেলেন অতিথিরা !

ইটাহ, উত্তর প্রদেশ: ফের শুরু হয়েছে বিয়ের মরশুম। প্রতিদিনই কোথাও না কোথাও বেজে উঠছে বিসমিল্লার সানাই। সাত পাকে বাঁধা পড়ছেন যুগলরা। এ দেশে বিয়ে মানে উৎসব। হইহই ব্যাপার। মাসখানেক আগে থেকেই শুরু হয় প্রস্তুতি। কেনাকাটা, তত্ত্ব, বিয়ের কার্ড ছাপানো – কত কাজ। তবে নিমন্ত্রণ পত্র বা বিয়ের কার্ড সবসময়ই স্পেশ্যাল। ইদানীং এই নিয়ে নানারকম পরীক্ষানিরীক্ষা চলছে। ভাষা, বিন্যাসে লাগছে নতুনত্বের ছোঁয়া। এরকম একটি বিয়ের কার্ড এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন– পেঙ্গুইন পশু না পাখি? অনেকেই জানেন না এর উত্তর; আপনি বলতে পারবেন?

সোশ্যাল মিডিয়ায় সেই জিনিসই ভাইরাল হয়, যাতে আমোদের সমস্ত উপকরণ মজুত থাকে। রোহিত এবং রজনীর বিয়ের কার্ডেও তাই আছে। কার্ডের লেখা পড়ে ভিরমি খাচ্ছেন নেটিজেনরা। ব্যাপারটা কী? বিয়ের কার্ড ভর্তি শুধু অতিথিদের নাম লেখা। সঙ্গে একটা বার্তা। যা পড়লে হাসি থামবে না কিছুতেই। বিয়ের কার্ডে বর মহাশয় অনেক অতিথির নাম লিখেছেন। সঙ্গে লিখেছেন আরও একটা জিনিস। সেই নিয়েই এখন নেট দুনিয়ায় জোর চর্চা চলছে। এমনটা যে হতে পারে, বিশ্বাস করতে পারছেন না অনেকেই।

আরও পড়ুন- ‘ময়দান’-এ সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অনবদ্য অজয় দেবগন; অথচ ভারতীয় ফুটবলে স্বর্ণযুগ আনা মানুষটির বিষয়ে জানেনই না বহু মানুষ

সৌরভের উপর রাগ: ভাইরাল হওয়া কার্ডে বর মহাশয় বন্ধুদের নিমন্ত্রণ করেছেন। কার্ডে প্রত্যেকের নাম লেখা। ব্যাপারটা এত পর্যন্ত ঠিক ছিল। কিন্তু তারপর যে বার্তা দেওয়া হয়েছে, তাতেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। সেখানে লেখা, তাঁর বিয়েতে সৌরভ যেন না আসেন। আর যদি কোনওভাবে চলেও আসেন, দেখতে পেলেই তাড়িয়ে দেওয়া হবে। ১৫ এপ্রিল বিয়ে ছিল। অন্তত কার্ডে সেই রকমই লেখা। আপাতত সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই কার্ডের ছবি। তবে সৌরভ বিয়েতে এসেছিলেন কি না, জানা যায়নি।

স্বাভাবিকভাবেই এমন কার্ড দেখে আমোদে মেতেছেন নেটিজেনরা। ফ্রেন্ডলিস্টে সৌরভ নামের বন্ধুদের ট্যাগ করে তাঁরা লিখছেন, “তোর আর কোনও মানসম্মান রইল না”। সৌরভ নামের ইউজাররাও পালটা কমেন্ট করছেন। তাঁদের প্রশ্ন, “রোহিত কি প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করল”? আরেকজন লিখেছেন, “ব্যাটা মহা বদমাশ তো”! এই বিয়ের কার্ডের মতোই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু নিমন্ত্রণপত্র ভাইরাল হয়েছে। রাজস্থানের এক বিজেপি-সমর্থক দম্পতি তাঁদের বিয়ের কার্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ছাপিয়েছিলেন। সেই নিয়েও প্রচুর হইচই হয়।