England vs Denmark: ‘ধন্যবাদ ইংল্যান্ড, অসাধারণ সমর্থনের জন্য…’ ডেনমার্ককে হারিয়ে ফাইনালে ওঠার পর বললেন হ্যারি কেন

ইংল্যান্ড- ২ (সাইমন-আত্মঘাতী গোল-৩৯’, হ্যারি কেন-১০৪’)

ডেনমার্ক- ১ (মাইকেল ড্যামসগার্ড-৩০’)

লন্ডন: ডেনমার্ককে হারিয়ে ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড ৷ ম্যাচের অতিরিক্ত সময়ে হ্যারি কেনের গোলেই বুধবার ঘরের মাঠে ড্যানিশদের ২-১ গোলে হারাল ইংরেজরা ৷ এবার ফাইনালে কেনদের লড়াই ইতালির বিরুদ্ধে ৷ যারা গত ৩৩ ম্যাচ ধরে অপরাজিত ৷

৩০ মিনিটে মাইকেল ড্যামসগার্ডের ফ্রিকিক থেকে করা গোলে এগিয়ে যায় ডেনমার্ক। ২০ গজ দূর থেকে নেওয়া শট জালে ঢোকাতে কোনও সমস্যা হয়নি ড্যামসগার্ডের ৷ তবে খুব বেশিক্ষণ এই গোলের লিড ধরে রাখতে পারেনি ডেনমার্ক ৷ কেনের বাড়ানো বল সাকা রহিম স্টার্লিংয়ের উদ্দেশে মারার আগেই নিজেদের গোলে বল ঢুকিয়ে দেন ডেনমার্কের সাইমন কায়ের ৷

প্রথমার্ধে ১-১ থাকার পর দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়া পর্যন্ত কোনও গোল হয়নি ৷ শেষপর্যন্ত ম্যাচের অতিরিক্ত সময়ে ১০৪ মিনিটে ইংল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি আসে সেই হ্যারি কেনের পা থেকেই ৷ পেনাল্টিতে গোল করেন তিনি ৷ এবারের ইউরোয় প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড ৷ ওয়েম্বলির মাঠে এই বিপুল সমর্থনের জন্য ইংল্যান্ড সমর্থকদের ম্যাচ শেষে ধন্যবাদ জানিয়েছেন হ্যারি কেন ৷

ডেনমার্কও ম্যাচে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ৷ কিন্তু তা থেকে গোল করতে ব্যর্থ তারা ৷