Euro Cup 2024: জিতলেও নজর কাড়ল না নেদারল্যান্ডস ও ইংল্যান্ড,এরিকসন গোল পলেও জয় অধরা ডেনমার্কের

মিউনিখ: রবিরার ইউরোতে মাঠে নেমেছিল নেদারল্যান্ডস, ইংল্যান্ডের মত বড় দল। দুই দলই নিজেদের ম্যাচ জিতলেও বড় দলের ফুটবল মন জয় করতে পারল না ফ্যানেদের। নেদারল্যান্ডে পোল্যান্ডের বিরুদ্ধে জয় পেল ২-১ গেল। ইংল্যান্ড হারাল সার্বিয়াকে ১-০ গোলে। অপর ম্যাচে, ১-১ গোলে ড্র করল ডেনমার্ক ও স্লোভেনিয়া।

নেদারল্যান্ডস বনাম পোল্যান্ড:
প্রথম ম্যাচ ছিল পোল্যান্ড বনাম নেদারল্যান্ডসের। লেওনডস্কি হীন পোল্যান্ডকে হারাতে যথেষ্ট বেগ পেতে হয় ডাচদের। ম্যাচ শুরুর ১৬ মিনিটেই অ্যাডাম বুকসার গোলে এগিয়ে যায় পোলিশরা। যদিও লিড বেশি সময় ধরে রাখতে পারেনি। ২৯ মিনিটে গ্যাকপোর গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। আর দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে ওয়েগহর্স্ট জয়সূচক গোল করেন। ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারত নেদারল্যান্ডসের।

ডেনমার্ক বনাম স্লোভেনিয়া:
রাত সাড়ে নটার ম্যাচের মুখোমুখি হয়েছিল ডেনমার্ক ও স্লোভেনিয়া। গত ইউরোতে মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ডেনমার্কের তারকা এরিকসন। সেই এরিকসনও এদিন ড্যানিশদের হয়ে একমাত্র গোলটি করে প্রথমার্ধের ১৭ মিনিটেই লিড এনে দিয়েছিল। ৭৭ মিনিট পর্যন্ত এগিয়ে থাকলেও তারপর স্লোভেনিয়াকে সমতায় ফেরা এরিক জানজা। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: বদলে গেল হিসেব? টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ভারতের ৩ প্রতিপক্ষ কারা? রয়েছে বড় চমক

ইংল্যান্ড বনাম সার্বিয়া:
রাত ১২.৩০-এর মাঠে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে যথেষ্ট বেগ পেতে হল গতবারের রানার্স ইংল্যান্ড। অসংখ্য সুযোগ নষ্ট চিন্তায় রাখল ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটকে। যদিও শেষমেশ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ব্রিটিশ লায়ন্সরা। ম্যাচে ইংল্যান্ডের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন বেলিংহ্যাম। ম্যাচের ১৩ মিনিটে এই গোল ছাড়া ইংল্যান্ডের ফুটবল ও সুযোগ নষ্ট হতাশ করেছে ফ্যানেদের।