প্রতিকী ছবি

South Dinajpur News: ওঝার কাছে যেতেই চরম সর্বনাশ! বালুরঘাটে শেষ রক্ষা হল না সাপে কামড়ানো রোগীর

দক্ষিণ দিনাজপুর: সাপের কামড়ে মৃত্যুর হাত থেকে বাঁচতে ওঝার শরণাপন্ন হতেই মৃত্যু হল রোগীর। দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার লস্কর হাটের জিটিহার এলাকার বাসিন্দা রাম মুর্মুকে সাপে কামড়ায়। এরপর তাঁর পরিবারের লোকজন হাসপাতালের পরিবর্তে নিয়ে যায় স্থানীয় এক ওঝার কাছে। তারপরেই মৃত্যু হয় তাঁর।

অত্যাধুনিক যুগে কম বেশি আমাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন।  কিন্তু আধুনিক যুগে বসবাস করেও হাসপাতালের পরিবর্তে সাপে কামড়ানো রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে ওঝার কাছে। জেলা স্বাস্থ্য দফতর থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঝে মধ্যেই সাপে কামড় দিলে কী কী করা উচিত এই সমস্ত বিষয়গুলো প্রচার করে থাকেন। কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা জনসমক্ষে মাঝেমধ্যেই এসে থাকে।

ঝাড়ফুঁকের পরে তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ওই  রোগীকে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বারাবার সচেতনতার পরেও কেন এমন হল তা নিয়ে প্রশ্ন উঠেছে।