চলছে বৃত্তিমূলক প্রশিক্ষণ 

South 24 Parganas News: জেলা জুড়ে কমছে কলেজে ভর্তির হার! ভিড় বাড়ছে বৃত্তিমূলক প্রশিক্ষণে

দক্ষিণ ২৪ পরগনা: উচ্চমাধ্যমিক পরীক্ষার পর উচ্চশিক্ষার জন্য ছাত্র-ছাত্রীরা রাজ্যের একাধিক কলেজগুলিতে ভর্তি হয়। কিন্তু এবার সেই চিরপরিচিত ছবির কিছুটা বদল হয়েছে। ছাত্র-ছাত্রীদের কলেজগুলিতে ভর্তির পরিমান অনেকটাই কম। এর কারণ হিসাবে উঠে এসেছে ছাত্র-ছাত্রীদের দ্রুত স্বাবলম্বী হওয়ার চিন্তা। ফলে অনেকেই ঝুঁকছে একাধিক কম সময়ের কোর্সের দিকে। অনেকেই বেছে নিচ্ছেন যোগাসান, ব্যায়াম শেখার মত কোর্সগুলিকেও। অধিকাংশ ছাত্র-ছাত্রী বিভিন্ন আইটিআই কলেজে বৃত্তিমূলক প্রশিক্ষণ নিচ্ছেন। অথবা তাদেরকে দেখা যাচ্ছে নার্সিং করতে যাওয়ার জন্য।

আরও পড়ুন: বাঘের ডেরায় বনবিবির আরাধনা, ভোগে দেওয়া হল জ্যান্ত মোরগ

এরমধ্যে আবার উচ্চমাধ্যমিকের পর  অনেকেই কলকাতায় যাচ্ছেন কাজ খোঁজে। ফলে কলেজগুলিতে ছাত্র-ছাত্রীদের সংখ্যা কমেছে। এই কথা উঠে এসেছে শিক্ষাবীদ তথা রায়দিঘি কলেজের অধ্যক্ষ শশবিন্দু জানার কথাতেও। তিনি জানিয়েছেন কলেজে ছাত্র-ছাত্রীদের সংখ্যা কমছে। যা যথেষ্ট উদ্বেগজনক। তাদের অধিকাংশ জন বৃত্তিমূলক প্রশিক্ষণের দিকে ঝুঁকছে। কম সময়ে অর্থ উপার্জনের রাস্তার দিকে তারা হাঁটছে। ফলে তারা উচ্চশিক্ষার উপর আগ্রহ হারাচ্ছে। এই একই কথা উঠে এসেছে ছাত্র-ছাত্রীদের গলাতেও। তারাও জানাচ্ছে বৃত্তিমূলক শিক্ষার দিকেই ঝুঁকছে অনেকেই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক