জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার

Dangerous Bridge: রুটি-রুজির টানে জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার

পুরুলিয়া: নিত্য যাতায়াত সেতুর উপর দিয়ে।‌ জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে হয় কয়েক হাজার মানুষকে। প্রতিমুহূর্তেই থাকে জীবন সংশয়ের ঝুঁকি।‌ সামান্য বৃষ্টিতে সেতুর অবস্থা অনেকখানি বিপজ্জনক হয়ে পড়ে। পুরুলিয়া-২ ব্লকের রাঘবপুর গ্রাম পঞ্চায়েতের সুরুলিয়া মিনি জু সংলগ্ন যমুনা জোড় সেতুর বেহাল দশা। দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। অল্প বৃষ্টিতেই সেতুর উপর জল জমে চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয় পথচারীদের। এই সেতুর উপর দিয়ে কার্যত বাধ্য হয়ে প্রতিদিন বিপজ্জনকভাবে পারাপার করছেন কয়েক হাজার পথচারী।

এই বিপজ্জনক সেতুর উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন পুরুলিয়া-২ ব্লক এলাকার উপর পিঁড়রা, কুদলুং, বালিগাড়া, পলাশকলা, গোপালপুর, ডুবকি নডিহা সহ বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার বা তারও বেশি পথচারী পুরুলিয়া শহরে কাজের সূত্রে যাতায়াত করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, সেতুটি দ্রুততার সঙ্গে সংস্কার করা হোক। তাঁদের অভিযোগ, বারবার আবেদন জানানো সত্ত্বেও স্থানীয় প্রশাসন এই বিষয়ে উদাসীনতা দেখিয়েছে। এই নিয়ে এলাকাবাসীদের ক্ষোভ রয়েছে দীর্ঘদিনের। তাঁরা বললেন, সেতুটি অতি সত্বর মেরামত করা হোক। তা নাহলে‌ এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করা বড়ই মুশকিলের হয়ে উঠবে।

আরও পড়ুন: ফার্স্ট ফ্ল্যাশের উৎপাদনে ধাক্কা, টানা বৃষ্টিতে সেকেন্ড ফ্ল্যাশ’ও ক্ষতির মুখে! সঙ্কটে চা শিল্প

এই বিষয়ে পুরুলিয়া-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কৃত্তিবাস মাহাত বলেন, তিনি নিজেও এই সেতুর উপর দিয়ে প্রতিদিন পারাপার করেন। এটি যত দ্রুত সম্ভব মেরামতের উদ্যোগ গ্রহণ করা হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন পত্র পাঠানো হয়েছে, আবেদন মঞ্জুর হলেই কাজ শুরু হবে। এই বিষয়ে স্থানীয় বিডিও বলেন, সেতুর সংস্কারের দাবি পেয়েছি। যেহেতু সেতু সংস্কার করতে খরচের পরিমাণ বেশি, তাই ব্লক বা গ্রাম পঞ্চায়েত স্তরে সেই কাজ করা সম্ভব নয়। সে জন্য বিষয়টি পুরুলিয়া জেলা পরিষদে জানানো হয়েছে। আশাকরি সেতুটির সংস্কার দ্রুত হবে।

শমিষ্ঠা ব্যানার্জি