Tag Archives: wonder kid

Bankura News: বয়স মাত্র ২ বছর, বাঁকুড়ার এই খুদের কাণ্ড দেখে তাজ্জব সকলে, শুনলে অবাক হবেন আপনিও

বাঁকুড়া: মাত্র দুই বছর বয়স কিন্তু গড় গড় করে আধো আধো গলায় গাইছে জাতীয় সঙ্গীত। আবার “কুমোর পাড়ার গরুর গাড়ি” আবৃত্তি করছে নির্দ্বিধায়। একেবারে প্রান্তিক বাঁকুড়ার গ্রামের এই খুদে সকলকে অবাক করেছে এক পলকে। বাঁকুড়ার মাকুরগ্রামের বাসিন্দা বিদ্যুৎ মাকুর এবং মল্লিকা মাকুরের দুই বছর তিন মাসের সন্তান রিওনা মাকুর এক প্রকার প্রত্যন্ত বাঁকুড়ার “ওয়ান্ডার কিড”।

যে বয়সের বাচ্চাদের পক্ষে জটিল কাজ করা কঠিন, সেই বয়সে রিওনা গাইতে পারে জাতীয় সঙ্গীত। এছাড়াও ১৮ লাইনের কবিতা মুখস্ত গড়গড় করে বলতে পারে, মুখস্ত রয়েছে ৫০ থেকে ৬০টি কবিতা। বলতে পারে শরীরের অংশের নাম। রিওনার বাবা একজন ব্যবসায়ী, রয়েছে ইলেকট্রনিক্স এর দোকান। শহরাঞ্চলের বাইরে থেকে নিজের স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তার যা পরিচয় দেখিয়েছে বাঁকুড়ার এই ক্ষুদে তাতে অবাক সকলেই।

আরও পড়ুন-  ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

বিদ্যুৎ মাকুর বলেন, রিওনা তার মায়ের কাছেই সবটাই শিখেছে। ২ বছরের এই বিস্ময় কন্যার মা মল্লিকা মাকুর বলেন, খুব সহজেই সবকিছু মনে রাখতে পারে রিওনা। এবং একটি একটি করে শিখেছে জাতীয় সঙ্গীত এবং হাট কবিতা। যদিও স্মৃতিশক্তির চরম নিদর্শন দেখেও রিওনাকে বাড়তি চাপ দিতে চাননা মাকুর দম্পতি। “মেয়ে যা চাইবে সেটাই করবে” এমন একটি চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যেতে চায় তারা।

আরও পড়ুন-   মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

শহরাঞ্চলে রয়েছে হাজার সুবিধা। বাচ্চাদের স্মৃতি শক্তি তুখোড় করার জন্য রয়েছে বহু পন্থা। তবে বাঁকুড়ার একটি গ্রাম্য এলাকা থেকে কোনওকিছু বিশেষ প্রস্তুতি ছাড়াই রিওনার ৫০-৬০ টি কবিতা মুখস্থ করে আবৃত্তি করা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত গাওয়া সব কিছুই বলে দিচ্ছে, মেধাকে আটকানো সম্ভব নয়। প্রকৃত মেধা সময়, স্থান এবং প্রযুক্তির কিংবা বয়সের অপেক্ষা করে না।

নীলাঞ্জন ব্যানার্জী

Bankura News: টুথব্রাশের ঢাকনা আর ১০০ টাকার চশমা দিয়ে আশ্চর্য যন্ত্র বানাল বাঁকুড়ার খুদে

বাঁকুড়া: টুথব্রাশের ঢাকনা, কিছু ইলেকট্রিকাল কম্পোনেন্ট এবং ১০০ টাকার প্লাস্টিকের একটি চশমা দিয়ে এক তাজ্জব ডিভাইস বানিয়েছে বাঁকুড়ার খুদে আয়ুষ সেন। জানলে অবাক হবেন, যাঁরা চোখে দেখতে পান না, তাঁদের জীবন পাল্টে দিতে পারে এই আশ্চর্য চশমা। চলার পথে চোখে দেখতে পান না এমন একজনকে দেখেই এই রকম একটি আধুনিক চশমা বানাবার সিধান্ত নেয় ষষ্ঠ শ্রেণির পড়ুয়া আয়ুষ সেন। যারা চোখে দেখতে পাননা তাঁদের জন্য এই চশমা। চশমাটি পরলে সামনে কোনও বাধা বা মানুষ চলে এলে নিজে থেকেই সংকেত দেবে।

আরও পড়ুনঃ স্কুল থেকে উধাও প্রশ্নে প্যাকেট! কাল বাতিল ISC সাইকোলজি পরীক্ষা! নতুন দিন ঘোষণা বোর্ডের

আগাম সংকেত শুনে সময় মত সরে যেতে পারবেন চশমা পরাব্যাক্তি। বাঁকুড়ার ইন্দিরাগোরার বাসিন্দা আয়ুষ সেন নিজেই চশমাটি ডেমোনস্ট্রেট করে দেখায়। প্রায় ১ মিটার রেঞ্জের মধ্যে প্রবেশ করলেই চশমা পাঠাবে সংকেত।মোটামুটি খরচ পড়েছে ৫১০ টাকা। আয়ুষ জানিয়েছে বাবা, মা এবং দাদু দিদার কাছে টাকা নিয়ে সেই টাকা খরচ করে তৈরি করেছে চশমাটি। চশমাটি তৈরি করতে ব্যাবহার করা হয়েছে ট্রান্সমিটার, রিসিভার, টাইমার আইসি, রেসিসটর, ক্যাপাসিটর, লিথিয়াম আয়ন ব্যাটারি, টাইপ ৪৫ সি চার্জার এবং বাজার। প্রায় ২১ দিন লেগেছে চশমাটি পুরোপুরি কার্যকরী করে তুলতে।

শুধুমাত্র এখানেই শেষ নয়,ভবিষ্যতে নিজের ডিজাইন করা এইচশমাতে আরও অনেক ফিচার যোগ করতে চায় এই খুদে। সামনে থেকে চলমান বা স্থির বাধা এলে এ আই চশমা পরেথাকা ব্যক্তিকে বলে দেবে ঠিক কোন দিকে যেতে হবে। ইতিমধ্যেই এই চশমা নজর কেড়েছে অনেকেরই। জনপ্রিয় একটি রিয়ালিটি শো’তে সৌরভ গাঙ্গুলি পর্যন্ত প্রশংসা করেছেন বাঁকুড়ার এই খুদেকে।

পুঁথিগত বিদ্যা এখন অতীত। প্রয়োগ মূলক শিক্ষা, এ আই এবং প্রযুক্তিকে সাদরে গ্রহণ করেছে নতুন প্রজন্ম। বাঁকুড়ার আয়ুষ সেন তারই জ্বলন্ত উদাহরণ। পুঁথিগত বিদ্যা ছাড়াও নিজের শিক্ষা এবং বুদ্ধিমত্তাকে ব্যাবহার করে একটি আশ্চর্য চশমা বানিয়েছে এই ছেলে।

নীলাঞ্জন ব্যানার্জী