পানিয়া সারদাবার রামকৃষ্ণ শিক্ষা সদন

East Medinipur News: স্কুলের প্রাক্তনীরা বর্তমান ছাত্র-ছাত্রীদের ইচ্ছে পূরণ করল! অনুদানে তৈরি হল স্কুলের তোরণ

 পটাশপুর, পূর্ব মেদিনীপুর : বর্তমান স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের বহুদিনের ইচ্ছে পূরণ হল। তাদের এই বহুদিনের ইচ্ছে পূরণ করল ওই স্কুলের প্রাক্তনীরা।পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকেরমথুরা গ্রাম পঞ্চায়েত এলাকার পানিয়া সারদাবাড় রামকৃষ্ণ শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ‍্যালয়। এই বিদ‍্যালয় ১৯৩৯ সালে স্বাধীনতা সংগ্রামী প্রসন্ন কুমার ত্রিপাঠির প্রচেষ্টায় স্কুলটি প্রতিষ্ঠা হয়। এই স্কুলের বর্তমান বয়স ৮৫ বছর পার করেছে। বহু গুণী ও কৃতি ছাত্র ছাত্রী এ স্কুল থেকেই পড়াশোনা করে প্রতিষ্ঠা লাভ করেছে।

স্কুলের সেই প্রাক্তনীরা স্কুলকেই কিছু ফিরিয়ে দিল। আর তাতে খুশি বর্তমান শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। পানিয়া সারদাবাড় রামকৃষ্ণ শিক্ষা সদন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টিতে ৮৫ বছর পরেও প্রাচীন এই স্কুলের ছিল না কোনওগেট বা তোরণ। তাই স্বাভাবিক ভাবেই স্কুলের শিক্ষক থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের দির্ঘদিনের দাবি ছিল স্কুলের মূল গেট বা তোরণ তৈরি হোক। স্কুল শিক্ষকেরা দীর্ঘদিন সরকারি ফান্ডের আশায় বসে ছিলেন।

আরও পড়ুন : ছোটবেলার শখকেই রোজগারের পথ! আয়ের নতুন দিশা দেখাচ্ছেন কলেজ পড়ুয়া

কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পরও স্কুলের তোরণ বা মূল গেট তৈরির ফান্ড মিল ছিল না। আর তারপরেই এগিয়ে আসেন ওই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তায় তৈরি হয় স্কুলের মূল গেট।বর্তমান ছাত্রছাত্রী ও শিক্ষকদের ইচ্ছা পূরণে ওই স্কুলের ছাত্রছাত্রীরা প্রায় সাড়ে আট লক্ষ টাকা স্কুলকে দান করেন।

দীর্ঘদিনের এই শিক্ষা প্রতিষ্ঠান প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সেই টাকা থেকেই তৈরি করে মূল গেট। প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই কাজে খুশি বর্তমান ছাত্র-ছাত্রীসহ শিক্ষক শিক্ষিকারা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

স্কুলের প্রাক্তনীদের সহযোগিতায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হল ওই স্কুলের। ফলে খুশির হাওয়া স্কুল চত্বরে।

সৈকত শী