শিলিগুড়ি : তীব্র গরমে হাঁসফাঁস করছে উত্তরবঙ্গ। গরম থেকে রেহাই পেতে উত্তরবঙ্গ ছুটে আসে পর্যটকরা। তবে উত্তরবঙ্গেও এবার টানা তাপপ্রবাহ চলছে। উত্তরের যেসব জায়গায় মানুষ ঠান্ডার খোঁজে আসতো চলতি বছর সেই এলাকাগুলিতেও রেকর্ড গরম পড়েছে। মানুষের পাশাপাশি পশুপাখি, জীবজন্তুদের প্রাণ ওষ্ঠাগত এই গরমে। এমনকি বাড়িতে থেকেও স্বস্তি মিলছে না। Photo- Representative

Excessive Heat: জ্বলছে উত্তর, রাস্তায় বেরোতে নাকাল অবস্থা মানুষের, বৃষ্টি কবে আসবে দিন গুনছেন মানুষ

শিলিগুড়ি : তীব্র গরমে হাঁসফাঁস করছে উত্তরবঙ্গ। গরম থেকে রেহাই পেতে উত্তরবঙ্গ ছুটে আসে পর্যটকরা। তবে উত্তরবঙ্গেও এবার টানা তাপপ্রবাহ চলছে। উত্তরের যেসব জায়গায় মানুষ ঠান্ডার খোঁজে আসতো চলতি বছর সেই এলাকাগুলিতেও রেকর্ড গরম পড়েছে। মানুষের পাশাপাশি পশুপাখি, জীবজন্তুদের প্রাণ ওষ্ঠাগত এই গরমে। এমনকি বাড়িতে থেকেও স্বস্তি মিলছে না। Photo- Representative
শিলিগুড়ি : তীব্র গরমে হাঁসফাঁস করছে উত্তরবঙ্গ। গরম থেকে রেহাই পেতে উত্তরবঙ্গ ছুটে আসে পর্যটকরা। তবে উত্তরবঙ্গেও এবার টানা তাপপ্রবাহ চলছে। উত্তরের যেসব জায়গায় মানুষ ঠান্ডার খোঁজে আসতো চলতি বছর সেই এলাকাগুলিতেও রেকর্ড গরম পড়েছে। মানুষের পাশাপাশি পশুপাখি, জীবজন্তুদের প্রাণ ওষ্ঠাগত এই গরমে। এমনকি বাড়িতে থেকেও স্বস্তি মিলছে না। Photo- Representative
গরমে হাঁসফাঁস অবস্থা। নাভিশ্বাস ওঠার যোগাড়। ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। শিলিগুড়ি সহ বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে । শিলিগুড়িতে এখন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি। Photo- Representative
গরমে হাঁসফাঁস অবস্থা। নাভিশ্বাস ওঠার যোগাড়। ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। শিলিগুড়ি সহ বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে । শিলিগুড়িতে এখন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি। Photo- Representative
ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই তাপপ্রবাহ থেকে রেহাই কবে মিলবে সেই ভাবনাতেই চাতক পাখির মতো দিন গুনছে সাধারণ মানুষ ৷ বৃষ্টি কবে হবে কেউ জানে না। Photo- Representative
ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই তাপপ্রবাহ থেকে রেহাই কবে মিলবে সেই ভাবনাতেই চাতক পাখির মতো দিন গুনছে সাধারণ মানুষ ৷ বৃষ্টি কবে হবে কেউ জানে না। Photo- Representative
এ বিষয়ে পথ চলতি মানুষদের অবস্থা ভারী কাহিল, গরম থাকলেও নানা ধরনের কাজ করার জন্য বাইরে বেরোতে হচ্ছে। এই গরমের কারণ গাছ কাটা । সাধারণ মানুষ মনে করছেন এই মুহূ্র্তে নিজেদের নগরায়ণের ভুল না শোধরালে আবহাওয়ার চরমভাব আরও বাড়তে থাকবে৷ Photo- Representative
এ বিষয়ে পথ চলতি মানুষদের অবস্থা ভারী কাহিল, গরম থাকলেও নানা ধরনের কাজ করার জন্য বাইরে বেরোতে হচ্ছে। এই গরমের কারণ গাছ কাটা । সাধারণ মানুষ মনে করছেন এই মুহূ্র্তে নিজেদের নগরায়ণের ভুল না শোধরালে আবহাওয়ার চরমভাব আরও বাড়তে থাকবে৷ Photo- Representative
সাধারণ মানুষ টোটকাও জানাচ্ছেন  শরীরকে ঠিক রাখতে প্রতিনিয়ত জল খাচ্ছেন পাশাপশি  ডাবের জল, মুসম্বির রস এসবও খাচ্ছেন৷ Photo- Representative
সাধারণ মানুষ টোটকাও জানাচ্ছেন  শরীরকে ঠিক রাখতে প্রতিনিয়ত জল খাচ্ছেন পাশাপশি  ডাবের জল, মুসম্বির রস এসবও খাচ্ছেন৷ Photo- Representative
শিলিগুড়ির এক বাসিন্দা বিমল রায় বলেন, 'দিন দিন যা গরম পড়ছে তাতে আর বাড়ি থেকে বের হওয়ার মত পরিস্থিতি নেই। এরপরে হয়তো এমন একটা দিন আসবে যখন দিনের বেলা মানুষ ঘুমাবে এবং রাতে কাজ করবে।' অন্যদিকে কাকলি রায় বলেন, ' প্রচন্ড অস্বস্তিতে ভুগছি তবে বাইরে না বেরোলে তো পয়সা আসবে না। কাজের তাগিদে বাইরে বেরোতেই হচ্ছে। সঙ্গে জলের বোতল নিয়ে বেরোচ্ছি। ওতেই রক্ষা।' Photo- Representative  Input- Anirban Roy
শিলিগুড়ির এক বাসিন্দা বিমল রায় বলেন, ‘দিন দিন যা গরম পড়ছে তাতে আর বাড়ি থেকে বের হওয়ার মত পরিস্থিতি নেই। এরপরে হয়তো এমন একটা দিন আসবে যখন দিনের বেলা মানুষ ঘুমাবে এবং রাতে কাজ করবে।’ অন্যদিকে কাকলি রায় বলেন, ‘ প্রচন্ড অস্বস্তিতে ভুগছি তবে বাইরে না বেরোলে তো পয়সা আসবে না। কাজের তাগিদে বাইরে বেরোতেই হচ্ছে। সঙ্গে জলের বোতল নিয়ে বেরোচ্ছি। ওতেই রক্ষা।’ Photo- Representative  Input- Anirban Roy