এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দেব

Exclusive Interview Dev: রাজনীতি ছাড়ার কথা বলেও ফের প্রার্থীপদে কেন…? ‘কামব্যাক’-এর আসল রহস্য ফাঁস করে দিলেন দেব

কলকাতা: “কুকথার রাজনীতিতে বিশ্বাসী নই।” সোচ্চার গলায় ‘বাংলার রাজনীতিকদের’ সৌজন্যের পাঠ পড়াতে চান তারকা অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর বার্তা দিয়েও আজ কেন তিনি ফের লড়াইয়ের ময়দানে? নিউজ 18 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে স্পষ্ট করলেন দেব। জানিয়ে দিলেন আসল কারণ।

রাজনীতির ময়দানের ভাল-মন্দ, ওঠা-পড়া অকপট শেয়ার করা লোকসভা প্রার্থী এদিন সাফ জানালেন, দলের মধ্যেও শত্রুতার সম্মুখীন হতে হয়। কী ভাবে? তাও স্পষ্ট বুঝিয়ে দিলেন ব্যাখ্যা করে।

লোকসভা ভোটের প্রচারে বারবারই জনসাধারণের সঙ্গে মিশে গিয়ে নজর কেড়েছেন তারকা-সাংসদ দেব। ভোট প্রচারের অবসরে ক্লান্ত শরীরে সুপারস্টার অভিনেতাকে কখনও দেখা গিয়েছে দলীয় কর্মীর বাড়িতে কাগজের কাপ হাতে চায়ে চুমুক দিতে। আবার কখনও উঠে এসেছেন নেটপাড়ার চর্চার শিরোনামে। কোনওরকম তারকাসুলভ হাবভাব নেই, বরং একেবারে সাদামাটাভাবেই ঘাটালে প্রচার চালাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গুড বয়’ দেব অর্থাৎ দীপক অধিকারী।

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও জুটেছে। এবার জিতলে তিনি যে ঘাটালের সাংসদ হিসেবে হ্যাটট্রিক করবেন, সেই আশাতেই বুক বাঁধছেন দেব অনুরাগীরা। এহেন দেব এবার নিউজ 18 বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে দলীয় কেমিস্ট্রি একের পর এক চোখা চোখা প্রশ্নের সোজা সাপ্টা দিলেন উত্তর।

চব্বিশের লোকসভা ভোটের ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসী দেব। ঘাটালের দু’ বারের তারকা সাংসদ আমজনতার নাড়ির জড়িপ মেপে আগেভাগেই জানিয়ে দিয়েছেন যে, “গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব।” আর প্রচারের ময়দানেও পদে পদে টলিউড সুপারস্টারের সেই আত্মবিশ্বাসের ঝলক চোখে পড়ছে একান্ত সাক্ষাৎকারেও। কোনওরকম চাপ বা উত্তেজনা নেই, বরং ঘাটালের পিচে স্টেডি ব্যাটিং-এই ভরসা রাখছেন রাজনীতির তারকা প্রার্থী।