চালু আই ব্যাঙ্ক 

Eye Bank: মালদহের দৃষ্টিহীনরা এবার জেলাতেই ফিরে পাবেন দৃষ্টি শক্তি

মালদহ: অন্ধত্ব দূরীকরণে জন্য আর যেতে হবে না জেলার বাইরে। এবার থেকে জেলাতেই সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ফিরি পাবেন দৃষ্টিশক্তি। এখন থেকে কর্নিয়া পরিবর্তন করা যাবে মালদহ মেডিকেল কলেজে।

এতদিন মালদহ মেডিকেল কলেজে ছিল না আই ব্যাঙ্ক। ফলে চোখের কর্নিয়ার অপারেশন সম্ভব হচ্ছিল না। তাই জেলার রোগীদের এই চিকিৎসার জন্য বাইরে যেতে হত। দীর্ঘদিন ধরেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে আই ব্যাঙ্ক খোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল কতৃপক্ষ। অবশেষে সরকারি সিলমোহর পেল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের আই ব্যাঙ্ক। আনুষ্ঠানিকভাবে এদিন উদ্বোধন করা হল আই ব্যাঙ্কের। মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরেই আমরা প্রচেষ্টা চালাচ্ছিলাম। অবশেষে মালদহ মেডিকেল কলেজে আই ব্যাঙ্ক চালু হল। এতে উপকৃত হবেন জেলার বহু রোগী।

আরও পড়ুন: ভাগ্নের জন্মদিনে স্কুলকে বিরাট উপহার মামার! জানলে এই গরমেও আপনি ঠান্ডা হয়ে যাবেন

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা পরিষেবার আরও একধাপ উন্নতি হল আই ব্যাঙ্ক খোলায়। উত্তরবঙ্গে দ্বিতীয় ও গৌড়বঙ্গে একমাত্র আই ব্যাঙ্ক এটি। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে আই ব্যাঙ্ক চালু হওয়ায় উপকৃত হবেন গৌড়বঙ্গের তিন জেলার রোগীরা। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে আই ব্যাঙ্কটি রাজ্যে পঞ্চম। এর আগে রাজ্যের চারটি জেলায় আই ব্যাঙ্ক তৈরি হয়েছে। আই ব্যাঙ্ক থাকার ফলে মৃত ব্যক্তির কর্নিয়া সংরক্ষণ করে রাখা যাবে। যে সমস্ত রোগীরা কর্নিয়া সমস্যার জন্য দেখতে পান না, তাঁদের এই সংরক্ষণ করে রাখা কর্নিয়া দেওয়া যাবে। ফলে দৃষ্টিশক্তি ফিরে পাবেন রোগীরা।

রাজ্য স্বাস্থ্য দফতরের নোডাল অফিসার অনিল কুমার ঘাটা বলেন, এটি রাজ্যের জেলাগুলির মধ্যে পঞ্চম আই ব্যাঙ্ক। এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল। চক্ষুদান নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। একজন মৃত মানুষের কর্নিয়া প্রায় দুই সপ্তাহ সংরক্ষণ করে রাখা যায়। সাধারণ মানুষ যেন মৃত্যুর পর চক্ষুদানে আগ্রহ প্রকাশ করে। সেই বিষয়ে ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে শুরু হয়েছে সচেতনতা প্রচারের কাজ। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলেই চক্ষুদান অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের কর্তারা।

হরষিত সিংহ