Tag Archives: Malda Medical College

Malda Medical College: চিকিৎসকদের পর কর্মবিরতিতে অস্থায়ী কর্মীরা, চরম অচলাবস্থা মালদহ মেডিকেলে

মালদহ: গত প্রায় দেড় মাস ধরে হচ্ছে না বেতন।‌ এদিকে ঠিকা সংস্থা পরিবর্তন হতেই কাজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিষয়টি বহুবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও সুরাহা মেলেনি। শেষে একপ্রকার বাধ্য হয়ে কর্ম বিরতি পথে হাঁটলেন মালদহ মেডিকেল কলেজের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। ফলে চিকিৎসা পরিষেবা নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে।

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টার ভবনের চুক্তিভিত্তিক অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা কর্মবিরতির মধ্য দিয়ে বেতনের দাবিতে আন্দোলন শুরু করেছেন। এমনিতেই আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। তার ওপর অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের এই কর্মবিরতি জেরে চিকিৎসা পরিষেবা কার্যত লাটে ওঠার যোগাড়।

আরও পড়ুন: স্বাস্থ্য ক্ষেত্রের এই টালমাটাল পরিস্থিতিতে টোটোপাড়ার ভরসা বিজ্ঞান সুব্বা

মালদহ মেডিকেল কলেজের আন্দোলনকারী অস্থায়ী কর্মী সুমন দাস বলেন, প্রায় দেড় মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। পুরনো ঠিকা সংস্থা টেন্ডার ছেড়ে দিয়েছে। নতুন ঠিকা সংস্থা কাজ দেওয়ার জন্য টাকা চাইছে। বিষয়টি আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি। তারপরও সমস্যার সমাধান না হওয়ায় আমরা আন্দোলন শুরু করেছি।

মালদহ মেডিকেল কলেজের ট্রমা কেয়ার ইউনিটে প্রায় ১৪৮ জন চুক্তি ভিত্তিক অস্থায়ী কর্মী রয়েছেন। সাফাই কর্মী থেকে শুরু করে নিরাপত্তারক্ষী ও ওয়ার্ড বয় হিসাবে তাঁরা কর্মরত। প্রায় দেড় মাস আগে পূর্ববর্তী ঠিক সংস্থার চুক্তি শেষ হয়। এরপর নতুন একটি সংস্থা টেন্ডার পায়। নতুন ঠিকা সংস্থার পক্ষ থেকে পুরাতন কর্তব্যরত কর্মীদের কাছ থেকে কাজ দেওয়ার জন্য অতিরিক্ত টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ।

হরষিত সিংহ

Malda News: আরজি কর কাণ্ডের পর টনক নড়েছে…! নিরাপত্তা বাড়াতে তড়িঘড়ি সিসিটিভি বসছে ‘এই’ মেডিক্যাল কলেজে

মালদহ: আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আরজি কর হাসপাতালের ঘটনার পর থেকেই মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে মেডিক্যাল কলেজ ও পড়ুয়াদের হোস্টেলগুলির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে মেডিক্যাল কলেজের কর্তারা।

এছাড়াও বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কোন খামতি রয়েছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়াও নতুন করে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এমএসভিপি প্রসেনজিৎ বর বলেন, জেলা প্রশাসন জেলা পুলিশের সঙ্গে বৈঠক করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নতুন করে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। পুরনো সিসিটিভি ক্যামেরার সংস্কার স্টোরেজ বাড়ানো হবে। ইতিমধ্যে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন-     মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে রয়েছে নিরাপত্তারক্ষী, গোটা হাসপাতাল চত্বর সিসিটিভি ক্যামেরায় মোরা রয়েছে। এছাড়াও মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে একটি পুলিশ ফাঁড়ি। তারপরও কোথাও কোনও খামতি রয়েছে কিনা সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার জন্য আরও সিসিটিভি ক্যামেরা লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা সংস্কার ও নতুন করে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য পাঁচ লক্ষ টাকা ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে। যে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলি ইতিমধ্যে লাগানো রয়েছে সেগুলি অকেজো হয়ে পড়লে মেরামতি করার পাশাপাশি নতুন করে আরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হবে বরাদ্দ টাকায়‌।

আরও পড়ুন-    ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যে সমস্ত এলাকায় সিসিটিভি লাগানো নেই নতুন করে সেগুলিতে সিসিটিভি বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য হাসপাতাল চত্বরের কোনও কোনও জায়গায় আরো বেশি সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রয়োজন রয়েছে ইতিমধ্যে সেই জায়গাগুলি ঘুরে দেখে চিহ্নিত করেছেন মেডিক্যাল কলেজের কর্তারা। সিসিটিভি ক্যামেরা লাগানোর পাশাপাশি মেডিক্যাল কলেজের নিরাপত্তা রক্ষীদের ও বিভিন্ন জায়গায় ডিউটি দেওয়া হয়েছে। কারণ নতুন করে নিরাপত্তা রক্ষী বর্তমানে নিয়োগ হচ্ছে না। সব মিলিয়ে মেডিক্যাল কলেজের নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হচ্ছে সকলের নিরাপত্তার জন্য।

হরষিত সিংহ

Eye Bank: মালদহের দৃষ্টিহীনরা এবার জেলাতেই ফিরে পাবেন দৃষ্টি শক্তি

মালদহ: অন্ধত্ব দূরীকরণে জন্য আর যেতে হবে না জেলার বাইরে। এবার থেকে জেলাতেই সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ফিরি পাবেন দৃষ্টিশক্তি। এখন থেকে কর্নিয়া পরিবর্তন করা যাবে মালদহ মেডিকেল কলেজে।

এতদিন মালদহ মেডিকেল কলেজে ছিল না আই ব্যাঙ্ক। ফলে চোখের কর্নিয়ার অপারেশন সম্ভব হচ্ছিল না। তাই জেলার রোগীদের এই চিকিৎসার জন্য বাইরে যেতে হত। দীর্ঘদিন ধরেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে আই ব্যাঙ্ক খোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল কতৃপক্ষ। অবশেষে সরকারি সিলমোহর পেল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের আই ব্যাঙ্ক। আনুষ্ঠানিকভাবে এদিন উদ্বোধন করা হল আই ব্যাঙ্কের। মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরেই আমরা প্রচেষ্টা চালাচ্ছিলাম। অবশেষে মালদহ মেডিকেল কলেজে আই ব্যাঙ্ক চালু হল। এতে উপকৃত হবেন জেলার বহু রোগী।

আরও পড়ুন: ভাগ্নের জন্মদিনে স্কুলকে বিরাট উপহার মামার! জানলে এই গরমেও আপনি ঠান্ডা হয়ে যাবেন

মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা পরিষেবার আরও একধাপ উন্নতি হল আই ব্যাঙ্ক খোলায়। উত্তরবঙ্গে দ্বিতীয় ও গৌড়বঙ্গে একমাত্র আই ব্যাঙ্ক এটি। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে আই ব্যাঙ্ক চালু হওয়ায় উপকৃত হবেন গৌড়বঙ্গের তিন জেলার রোগীরা। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে আই ব্যাঙ্কটি রাজ্যে পঞ্চম। এর আগে রাজ্যের চারটি জেলায় আই ব্যাঙ্ক তৈরি হয়েছে। আই ব্যাঙ্ক থাকার ফলে মৃত ব্যক্তির কর্নিয়া সংরক্ষণ করে রাখা যাবে। যে সমস্ত রোগীরা কর্নিয়া সমস্যার জন্য দেখতে পান না, তাঁদের এই সংরক্ষণ করে রাখা কর্নিয়া দেওয়া যাবে। ফলে দৃষ্টিশক্তি ফিরে পাবেন রোগীরা।

রাজ্য স্বাস্থ্য দফতরের নোডাল অফিসার অনিল কুমার ঘাটা বলেন, এটি রাজ্যের জেলাগুলির মধ্যে পঞ্চম আই ব্যাঙ্ক। এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল। চক্ষুদান নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। একজন মৃত মানুষের কর্নিয়া প্রায় দুই সপ্তাহ সংরক্ষণ করে রাখা যায়। সাধারণ মানুষ যেন মৃত্যুর পর চক্ষুদানে আগ্রহ প্রকাশ করে। সেই বিষয়ে ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে শুরু হয়েছে সচেতনতা প্রচারের কাজ। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলেই চক্ষুদান অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের কর্তারা।

হরষিত সিংহ