মালদহে গঙ্গা ভাঙন, প্রতিবাদে ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট ঘেরাওয়ের ডাক তৃণমূলের

মালদহ: মালদহে ভাঙন প্রতিরোধের দাবিতে এবার ফরাক্কা ব্যারেজ  ঘেরাওয়ের পরিকল্পনা তৃণমূলের। হাজার হাজার ভাঙন উদ্বাস্তু ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট অফিস ঘেরাও আগাস্টেই।

কেন্দ্রীয় সরকার গঙ্গা নদীর ভাঙন প্রতিরোধে কোনওরকম সাহায্য করছে না, তাই এবার ফারাক্কা ব্যারেজ ঘেরাও করে প্রতিবাদ তীব্রতর করা হবে। এমনই হুঁশিয়ারি দিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী।

আরও পড়ুন- জন্মাষ্টমীতে মাত্র ৪৫ টাকায় সোজা দিঘা! এমন মোক্ষম সুযোগ আগে হয়নি, কীভাবে জানুন

ইতিমধ্যেই জেলা তৃণমূলের বৈঠকে এবিষয়ে প্রস্তাব নেওয়া হয়েছে। প্রস্তাব অনুমোদনের জন্য বুধবার পাঠানো হয়েছে তৃণমূল রাজ্য নেতৃত্বকে।
বন্যা ভাঙন নিয়ে উদ্বেগ বাড়ছে মালদহ জেলায়।

কেন্দ্র ও রাজ্য একে অপরের বিরুদ্ধে দোষ চাপিয়ে কার্যত সাধারনের সমস্যা এড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভুক্তভোগী হচ্ছেন সাধারন মানুষ।
মালদহ জেলা তৃণমূলের মাসিক বৈঠকে ভাঙন সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

যে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তৃণমূল জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাধিপতি, একাধিক বিধায়ক ও নেতৃত্ব। আর যাতে মানুষ বন্যা ভাঙনে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে আলোচনা করা হয়।

আরও পড়ুন- জন্মাষ্টমীতে মাত্র ৪৫ টাকায় সোজা দিঘা! এমন মোক্ষম সুযোগ আগে হয়নি, কীভাবে জানুন

এদিন বৈঠকের পর জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, আমরা প্রতি মাসে তৃণমূল কংগ্রেসের একটা আলোচনা সভা করি। এবারের সভায় ভাঙন সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। গঙ্গা নদীর ভাঙন মালদহ জেলার ক্ষেত্রে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। হরিশ্চন্দ্রপুর, বৈষ্ণবনগর, রতুয়া, মানিকচক, কালিয়াচক প্রভৃতি অসংখ্য মানুষ ভাঙনে ক্ষতিগ্রস্ত।

ভাঙনের ফলে শয়ে শয়ে বাড়ি জলের তলায় তলিয়ে যাচ্ছে। স্কুল তলিয়ে যাচ্ছে। মন্দির, মসজিদ তলিয়ে যাচ্ছে। মানুষ দিশেহারা। নিঃস্ব হয়ে ভিখারিতে পরিণত হচ্ছে। ভূমিহীন হয়ে যাচ্ছে একেবারে। এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত অসহযোগিতা করছে।

তাই, প্রতিবাদ জানাতে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট ঘেরাও এর পরিকল্পনা ও প্রস্তাব নেওয়া হয়েছে। ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট কর্তৃপক্ষের কাছেও সময় চাওয়া হয়েছে। রাজ্য কমিটির অনুমোদন পেলেই ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট ঘেরাও করা হবে বিপুল সংখ্যক মানুষ যোগ দেবেন কর্মসূচিতে।

একইসঙ্গে ভাঙন রোধে মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপির নেতৃত্বকে ফের কাঠগড়ায় দাঁড় করান তৃণমূল জেলা সভাপতি। ভাঙন প্রতিরোধের দাবি জানিয়ে রাজ্য সরকার বিভিন্ন সময় যেসব চিঠিপত্র কেন্দ্রীয় সরকারকে দিয়েছে তাও ফারাক্কা ব্যারেজ ঘেরাও কর্মসূচিতে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তৃণমূল সভাপতি।