Fashion Tips: বর-কনে নয়! বিয়েবাড়ির মধ্যমণি হবেন আপনিই! মেনে চলুন এই ৫ বিষয়, সকলের নজর ঘুরে যাবে

বিয়ের মরশুম তো চলছেই! বন্ধুবান্ধব কিংবা আত্মীয়-পরিজনের বিয়ের অনুষ্ঠানে যেতেই হয়। খানাপিনা, নাচ-গান আনন্দ তো আছেই। তার সঙ্গে কেমন সাজ হবে, সেটা আগে থেকেই পরিকল্পনা করা আবশ্যক। যদি বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠান বাড়িতে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চান, তাহলে মেনে চলতে হবে কয়েকটি বিষয়। রইল সেই সংক্রান্ত কিছু টিপস।

লেহেঙ্গা চোলি:

বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা লেহেঙ্গা চোলি বেছে নেন। বিয়ের অনুষ্ঠানে জমকালো হয়, ফলে এই অনুষ্ঠানের জন্য নির্দ্বিধায় বেছে নেওয়া যেতে পারে ভারি কাজের লেহেঙ্গা। আর এমনিতে নানা ডিজাইনের নানা কাজের লেহেঙ্গা চোলি পাওয়া যায়। এমনকী নিজের পছন্দ অনুযায়ী কাজের মানানসই লেহেঙ্গাও বানিয়ে নেওয়া যেতে পারে।

গাউন:

অনেকেই বিয়ের অনুষ্ঠানে পরার জন্য গাউন বেছে নিয়ে থাকেন। এক্ষেত্রেও বিভিন্ন স্টাইলের গাউন বাজারে পাওয়া যায়। আর সবথেকে বড় কথা হল, ওয়েস্টার্ন এবং ভারতীয় উভয় ধরনের গাউনই বিয়েবাড়ির জন্য বেছে নেওয়া যায়। তবে কালো কিংবা লাল রঙের গাউন থাকলে বিষয়টা একেবারে জমে যাবে।

ক্লাচ অথবা পোটলি:

সাজের সঙ্গে মানানসই ক্লাচ অথবা পোটলি বেছে নিতে হবে। আজকাল তো বিভিন্ন মাপের, বিভিন্ন ডিজাইনের ক্লাচ কিংবা পোটলি পাওয়া যায়। এটা আসলে সাজ সম্পূর্ণ করতে সাহায্য করে।

আরও পড়ুন: সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না? সঙ্গীকেও সন্দেহ! কোন ভয়ঙ্কর রোগ বাসা বেঁধেছে

আরও পড়ুন: লিচুর মতোই দেখতে! লিচু নয় এই ফল! রয়েছে হাজারও উপকারিতা, কোথায় পাবেন জেনে নিন

ডিজাইনার ব্লাউজ:

যদি একটা সাধারণ শাড়ি পরে বিয়েবাড়ি যাওয়ার কথা ভাবেন, তাহলে একটা জমকালো ডিজাইনার ব্লাউজ কিন্তু পুরো লুকটাই বদলে দিতে পারে। তাই ডিজাইনার ব্লাউজ তৈরি করে রাখা যেতে পারে। এতে নিজের পছন্দের ডিজাইন দিয়ে ব্লাউজ বানানো যাবে। এছাড়া রেডিমেড ব্লাউজও বিক্রি হয়।

শারারা সেট:

সুফি নাইট হোক কিংবা বিয়ের সঙ্গীত, ওয়ার্ড্রোবে একটা স্টাইলিশ শারারা রাখতেই হবে। থ্রি-পিস শারারা দারুণ বিকল্প হতে পারে। কারণ একটা সুন্দর ব্লাউজ কিংবা ক্রপ টপের সঙ্গে পরা যেতে পারে শারারা সেটের প্যান্টের অংশটি। সঙ্গে দোপাট্টা ক্যারি করা যেতে পারে।