আম উৎসব 

Mango Festival: আম চিনতে পড়ুয়াদের জন্য আমের মেলা! উপভোগ করল কচিকাঁচারা

উত্তর দিনাজপুর: আম খেতে তো ছোট বড় সকলেই ভালবাসে। কিন্তু কোন আমের কি নাম? আমাদের রাজ্যের কোন আমগুলো জিআই ট্যাগ যুক্ত? অথবা আমকে ফলের রাজা কোন কবি আখ্যা দিয়েছেন? এই প্রশ্নের উত্তরগুলো জানা আছে আপনার?

অনেকেই হয়ত এই প্রশ্নের উত্তরগুলো জানেন না। তবে এবার আম নিয়ে বাচ্চাদের বিভিন্ন বিষয়ে ছোট ছোট তথ্য দিতে কালিয়াগঞ্জের তরঙ্গপুরে অবস্থিত বড়াল প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হল আম উৎসব। সরকারি বিদ্যালয়ে বিভিন্ন আম ও আমের গুনাগুন সম্পর্কে বাচ্চাদের অবগত করাতে অভিনব উপায় বসেছিল আমের আসর। যেখানে আম্রপালি, লক্ষণভোগ, হিমসাগর, দৌসরি, ল্যাংড়া সহ বিভিন্ন ধরনের আম নিয়ে এসে ছাত্র-ছাত্রীদের সেই আমগুলো চেনানো হয় এবং আম নিয়ে কুইজ প্রতিযোগিতাও রাখা হয়। 

আরও পড়ুন: গোটা দেশ ব্যর্থ, মধ্যপ্রদেশ থেকে হাতি তাড়িয়ে ছত্তিশগড়ে পৌঁছে দিল বাংলার ছেলেরা

এদিন স্কুলের একটি ক্লাসরুমকে আমের বিভিন্ন ধরনের ছবি দিয়ে সাজানো হয়। এই আম উৎসবে অংশগ্রহণ করেছিল স্কুলের প্রায় দেড়শো থেকে দুশোজন বাচ্চা। বড়াল প্রাথমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ সন্দীপ ভট্টাচার্য জানান, বিদেশে সাধারণত এই আম উৎসব পালন হয়। তা অনুসরন করে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু বাচ্চারাই নয়, অনেকেই আছেন যারা আমের নাম জানেন না। তাই আম নিয়ে এদিন এই উৎসবে বিভিন্ন ধরনের আমের বিষয়ে আলোচনা করা হয়েছিল। আগামী দিনে যদি কেউ এই সমস্ত কিছু নিয়ে পড়াশোনা করতে চায় বা হর্টিকালচার লাইনে যেতে চায় তাহলে তারা কিভাবে পড়াশোনা করবে সে বিষয়গুলো ছাত্র-ছাত্রীদের জানানো হয়। 

পিয়া গুপ্তা