ঘাটবকুলতলা অ:প্রা: বিদ্যালয়ের ক্লাসরুম 

South 24 Parganas News: সরকারি স্কুলে মিলবে বিরাট সুযোগ, বিশেষভাবে সক্ষম শিশুরা পাবে সমস্ত সুবিধা, জানুন কোথায়?

মথুরাপুর: এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত সুবিধা পাবে বিশেষভাবে সক্ষম শিশুরা। মথুরাপুরের ঘাটবকুলতলা অ: প্রা বিদ্যালয়ে সেজন্য তৈরি হয়েছে রিসোর্স রুম। স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইতের উদ্যোগে তৈরি হয়েছে এই রিসোর্স রুম।

কী এই রিসোর্স রুম, এটি একটি স্পেশ্যাল কক্ষ, এই রিসোর্স রুমে বিশেষভাবে সক্ষম শিশুদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। অন‍্যান‍্য ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের সমকক্ষ করে তুলতে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন- ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন‍্য এই রিসোর্স রুমে সব ধরণের ব‍্যবস্থা থাকছে। স্কুলের দেওয়ালে আঁকা থাকছে শিক্ষন সহায়ক একাধিক চিত্র। ছাত্রছাত্রীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেজন‍্য তাদের হাতের কাছে থাকছে সমস্ত শিক্ষা সামগ্রী। রয়েছে ব্রেইল পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থা।

আরও পড়ুন-  মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

এছাড়াও স্কুলে তৈরি হয়েছে ডিজিটাল অডিও ভিস্যুয়াল ক্লাসরুম। রয়েছে নাচ-সহ অন্যান্য সৃজনশীলতার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। এই সমস্ত কিছু সম্পূর্ণ বিনামূল‍্যে দেওয়া হচ্ছে বলে খবর।

এ নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত জানিয়েছেন স্কুলের এই ধরণের প্রয়াস এলাকার মানুষজনের মধ‍্যে ব‍্যাপক সাড়া ফেলেছে। এই রিসোর্স রুম ও ডিজিটাল ক্লাসরুম আগামীদিনে অন‍্যান‍্য স্কুলগুলিকে পথ দেখাবে। আগামীদিনে সম্পূর্ণ স্কুলকে শিশুবান্ধব হিসাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের স্কুলের সঙ্গে সহযোগিতা করার অনুরোধও করেছেন তিনি।

নবাব মল্লিক