পাহাড়ে পথদুর্ঘটনা

Accident: খাদে পড়ল গাড়ি! ১০ মাসের শিশু-সহ মৃত বাবা, আশঙ্কাজনক মা-মেয়ে, ভয়াবহ দুর্ঘটনা কালিম্পংয়ে

লাভা, কালিম্পং: পথ দুর্ঘটনা পাহাড়ে। মর্মান্তিক মৃত্যু ১০ মাসের শিশু ও বাবার। দুর্ঘটনাটি ঘটেছে লাভা বাজারের কাছে। গরুবাথানের পাথরঝোড়া থেকে কালিম্পংয়ে বাড়ি ফিরছিল একই পরিবারের চারজন। লাভা বাজারের কাছে পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ মিটার নীচে খাদে পড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে গতকাল মধ্যরাতে। এরপর আজ বুধবার স্থানীয় বাসিন্দারা এবং দমকল বিভাগের কর্মীরা মিলে হতাহতদের উদ্ধার করে। মা ও মেয়ে গুরুতর আহত। তাঁদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দম্পতির ১০ মাসের শিশু এবং বাবার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ বাংলায় সবুজ ঝড়ে কে কোথায় জিতলেন? কত ভোটে? দুরন্ত চমক! এক ক্লিকে খুঁটিনাটি

সূত্রের খবর, মৃত ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। তাঁরা সম্ভবত কোনও আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। তবে এখনও সব তথ্য স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, সম্প্রতি পাহাড়ে যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে লিকুভির কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে পড়ে যায় যাত্রী বোঝাই গাড়ি। রবিবার বিকেলে ঘটনাটি ঘটে। গাড়িতে তখন চালক ছাড়াও দু’জন যাত্রী ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রাম্বির গ্রামীণ হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত ওই গাড়ির দুই যাত্রী ছিলেন তেলঙ্গনার বাসিন্দা।