ভয়ঙ্কর বিপদ থেকে প্রাণে বাঁচলেন মেসিরা, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

#বুয়েনস আইরেস: বিশ্বজয় করে দেশে ফিরেছে আর্জেন্টিনা দল। মঙ্গলবার ভোররাতে বুয়েনস আইরেস বিমানবন্দরের বাইরে লাখো মানুষের ভিড়। ট্রফি হাতে প্লেন থেকেই মেসি বেরিয়ে আসতেই যেন উচ্ছ্বাসের বাঁধ ভাঙে ফ্যানেদের। প্রিয় তারকাদের একবার ছুঁয়ে দেখার জন্য হুলস্থুল কাণ্ড। সেই আনন্দে গা ভাসিয়ে দেন মেসিরাও। কিন্তু সেই আনন্দের মাঝেই ঘটে যেতে পারত ভয়ঙ্কর বিপদ। যা থেকে একটুর জন্য রক্ষা পায় মেসিরা।

বিমান বন্দর থেকে বেরোনোর পর শহর পরিক্রমা করার জন্য মেসিদের জন্য হুড খোলা বাসের ব্যবস্থা করা হয়েছিল। সেই বাসে চেপেই জনজোয়ারে ভেসে যায় নীল-সাদা ব্রিগেড। ট্রফি হাতে বাসের একেবারে উপরে বসেছিলেন মেসি, দি মারিয়া, দি পল, ওটামেন্ডিরা। অনেক উচ্চতায় থাকার কারণে গল্প করতে করতে সামনেই যে বিদ্যুতের তার রয়েছে তা খেয়াল করেননি মেসিরা। একাবের মাথার সামনে আসার পর চোখে পড়ে সকলের। কোনওক্রম নীচু হয়ে প্রাণ বাঁচেন মেসি সহ ৫ ফুটবলার। যেই ভিডিও ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল।

প্রসঙ্গত, মেসিরা বিশ্বকাপ জয়ের পর থেকেই আর্জেন্টিনায় উৎসব শুরু হয়ে যায়। গোটা দেশ অপেক্ষা করছিল বিশ্ব চ্যাম্পিয়নদের। মঙ্গলবার ভোররাতে দেশের মাটিতে পা রাখলেন লিওনেল মেসি-স্কালোনিরা। দিনটিকে ইতিমধ্যেই জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করেছে সরকার। হুড খোলা বাসে করে ট্রফি হাতে করে গোটা শহর পরিক্রমা করেন মেসিরা। জনজোয়ারে ভেসে আর্জেন্টিনা দল পৌছায় রাজধানীর বিখ্যাত ওবেলিক্স মনুমেন্টের নিচে। বিশ্ব চ্যাম্পিয়নদের বরণ করা হয় সেখানে। সংবর্ধনাও জানানো হয়।

 

 

আরও পড়ুনঃ বিশ্ব সেরা হয়েও সোনার ট্রফি পেলেন না মেসিরা, তাহলে বিশ্বকাপ গেল কোথায়

 

প্রসঙ্গত,প্রসঙ্গত, বিশ্বকাপ ফাইনালে ম্যাচের প্রথমার্ধে মেসি ও দি মারিয়ার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া গোলে সমতায় ফেরে ফ্রান্স। নির্ধারিচ সময়ে খেলার স্কোর ছিল ২-২। অতিরিক্ত সময়ে মেসির গোলে ফের লিড পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করে ফের ফ্রান্সকে সমতায় ফেরান এমবাপে। নিজের হ্যাটট্রিকও পূরণ করেন। তারপর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা।