বাড়িতে আগুন 

Massive Fire Breaks Out: কালনা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত দমকলকর্মী নিজেই

পূর্ব বর্ধমান: সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল পূর্ব বর্ধমানের কালনায়। শনিবার আনুমানিক সকাল ৭:৩০ নাগাদ আগুন লাগে কালনা শহরের ১৪ নম্বর ওয়ার্ডের একটি বহুতল বাড়িতে। আর এই অগ্নিকাণ্ডের জেরেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে।  যে বাড়িতে আগুন লেগেছে সেই বাড়িতেই রয়েছে জুতোর গোডাউন। গোডাউন থেকে আগুন শুরু হয়ে ছড়িয়ে পরে সম্পূর্ণ বাড়িতে।

কিন্তু কীভাবে এই আগুন লাগল? চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে কী জানাচ্ছেন বাড়ির গৃহকর্ত্রী। তিনি বলেন , তিনি হঠাৎ দেখতে পান বাড়ির গোডাউন থেকে ধোঁয়া বেরোচ্ছে। তারপরই সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পরে গোডাউন জুড়ে। কীভাবে এই আগুন লেগেছে তাও তিনি বুঝতে পারছেন না ।

আরও পড়ুন – Ferry Service: ফের কি বন্ধ হয়ে যাবে বজবজ-বাউরিয়া রুটে ফেরি পরিষেবা, কারণ চমকপ্রদ

আগুন লাগার পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ৩ টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলতে থাকে আগুন নেভানোর কাজ। পরে আরও ৩ টি ইঞ্জিন এসে আগুন নিটন্ত্রণে আনার চেষ্টা করে। মোট ৬টি ইঞ্জিনের সাহায্যে চলতে থাকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা। তবে যখন বাড়িতে আগুন লাগে সেই মুহূর্তে বাড়ির তিনতলায় আটকে পড়েন বাড়ির গৃহকর্তা।

দমকলকর্মীদের সহায়তায় তাঁকে বাড়ি থেকে বের করা হয়, সঙ্গে সঙ্গে কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। দুই বর্ধমান জেলার ডিভিশনাল ফায়ার অফিসার শুভ্রাংশু মজুমদার বলেন , ‘‘বর্ধমান , কাটোয়া , পাণ্ডুয়া সহ আরও বেশ কিছু জায়গা থেকে ইঞ্জিন এসেছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। কীভাবে এই আগুন লেগেছে তা আগুন নিভে গেলে ফরেনসিক বিভাগের পর্যবেক্ষণের পরই বোঝা যাবে। স্থানীয়রাও আমাদের অনেক সাহায্য করছেন।’’

তবে শনিবারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত সেভাবে কারও কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে । সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান দমকল বিভাগের কর্মীরা। এই আগুন নেভানোর কাজ করতে করতেই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দমকল বিভাগেরই এক কর্মী। জানা গিয়েছে অসুস্থ ওই দমকল কর্মীর নাম ঝন্টু কুমার ঘোষ। তার বাড়ি মগরা এলাকায়।

বাঁশবেরিয়া ফায়ার স্টেশন থেকে এদিন আগুন লাগার ঘটনায় তারা দমকল নিয়ে কালনায় পৌঁছেছিলেন। সকাল থেকেই তীব্র গরমে কাজ করার সময় ধোঁয়ার মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি এদিন শনিবার দুপুর নাগাদ তাকে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই ভর্তি রয়েছেন তিনি।

Banowarilal Chowdhary