চলছে প্রতিস্থাপন

West Medinipur News: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইতিহাসে নজির, হল সফল চক্ষু প্রতিস্থাপন

পশ্চিম মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজের ইতিহাসে প্রথমবার হল এই কাজ। দুজন দৃষ্টি শক্তিহীন ব্যক্তির চক্ষু প্রতিস্থাপন করা হল মেদিনীপুর মেডিকেল কলেজে। নজির সৃষ্টি করলেন হাসপাতালে চিকিৎসকেরা। প্রথমবার মেদিনীপুর শহরে চক্ষু প্রতিস্থাপনের কাজ। মৃত এক ব্যক্তির পরিবারের তরফে সিদ্ধান্ত নেওয়ার পর ওই ব্যক্তির দুটি চোখের মনি দুই ব্যক্তির চোখে প্রতিস্থাপিত করা হয়।

প্রসঙ্গত, প্রায় দু বছর আগে থেকেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আই ব্যাঙ্ক গঠন করা হয়। চক্ষু বিভাগের তরফে চোখ প্রতিস্থাপনের জন্য দু’বছর আগে থেকে সমস্ত প্রক্রিয়া ঠিক থাকলেও প্রতিস্থাপন হল এই প্রথমবার। কয়েকদিন আগে এক ব্যক্তির মৃত্যু হলে তার পরিবার চক্ষুদানের সিদ্ধান্ত নেয়। সেই মত তড়িঘড়ি চোখ সংগ্রহ করে রাখা হয় মেদিনীপুর মেডিকেল কলেজের আই ব্যাঙ্কে। অবশেষে চিকিৎসা বিজ্ঞানের সমস্ত কিছু নিয়ম মেনে প্রতিস্থাপিত হল দুটি চোখ। দিন শেষে হিরো ডাক্তাররাই।

চক্ষু প্রতিস্থাপনের জন্য বা চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য আর যেতে হবে না কলকাতা কিংবা বাইরের কোনও রাজ্যে। এবার মেদিনীপুর মেডিকেল কলেজে এই আয়োজন। সিনিয়র ডাক্তারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চক্ষু প্রতিস্থাপন অপারেশনে অংশ নিল জুনিয়র ডাক্তাররা। রেটিনার প্রয়োজন এমন কিছু রোগীর তালিকা প্রস্তুত করেছিল মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগ।

আরও পড়ুনঃ Durga Puja 2024: তাঁদের হাতেই তৈরি হবে দেবীর অলঙ্কার! শোলা গ্রামে এখন শুধুই ব্যস্ততা

সম্প্রতি, এক ব্যক্তির মৃত্যুর পর তার দুই চোখের রেটিনা সংরক্ষণ করার পর তালিকা ধরে ডেকে পাঠানো হয় দুই রোগীকে। পরীক্ষা-নিরীক্ষার পর সফল কেরাটোপ্লাস্টি অর্থাৎ চক্ষু প্রতিস্থাপন।হাসপাতাল সূত্রে খবর চক্ষু বিভাগের ১৬ জনের বিশেষজ্ঞ দল এই অপারেশনে করে।

রঞ্জন চন্দ