রঙ্গোলি প্রদীপ

South Dinajpur News: পড়াশুনার পাশাপাশি ছাত্রীর দারুণ সৃষ্টি! দিওয়ালিতে রঙ্গোলি প্রদীপেই বাজিমাত উর্মির

দক্ষিণ দিনাজপুর: শুধুমাত্র পড়াশুনা নয়, পাশাপাশি রঙ্গোলি প্রদীপ তৈরি করে তাক লাগাচ্ছে বালুরঘাট কলেজের প্রথম বর্ষের ছাত্রী উর্মি পাল। ছোটবেলা থেকেই বাবা কাকাদের দেখে দেখেই তাঁর হাতে খড়ি। আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে দুর্গাপুজোর আগে থেকেই এই মাটির রঙ্গোলি প্রদীপ তৈরির কাজ শুরু হয়েছে।

তবে পুজোর মরসুম আশা মানেই সংসারে একটু বাড়তি অর্থের প্রয়োজন। তাই দীপাবলি উপলক্ষে বাড়তি লাভের আশায় উর্মি ও তাঁর বোন দুজনে নিখুঁতভাবে সাজিয়ে তুলছে রঙ্গোলি প্রদীপগুলি। যা একেবারেই নজর কাড়ছে সকলের। তবে, শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলাতে নয়, উর্মি পালের রঙ্গোলি প্রদীপ ভিন জেলাতেও পাড়ি দিচ্ছে। স্বাভাবিকভাবেই নিজের হাতের তৈরি প্রদীপ ভিন রাজ্যে যাওয়াতে খুশি উর্মি পাল।

আরও পড়ুনঃ Jalpaiguri News: কিশোরীকে ঘর থেকে টেনে জঙ্গলে নিয়ে গিয়ে কেড়েছিল প্রাণ! অবশেষে ফাদে চা বাগানের ত্রাস

প্রসঙ্গত, প্রদীপ যাতে শুধুই প্রদীপ না হয়ে একই সঙ্গে ঘর সাজানোর সামগ্রীও হয়ে ওঠে সেই দিকটা বিবেচনা করতে শুরু করেছেন প্রদীপের নির্মাতারা। সারা বছর মাটির বিভিন্ন সামগ্রী তৈরি করলেও, বড় বড় পুজো আসতে না আসতেই ঠিক এই সময় থেকে শুধু বিভিন্ন রকমের রং এর নকশিকাঁটা রঙ্গোলি প্রদীপ তৈরির উপরেই জোর দেওয়া হয়। এই সমস্ত নকশা কাঁটা প্রদীপের পাইকারি দাম ৮ টাকা থেকে শুরু হয়ে ১০-১২ টাকা পর্যন্ত রয়েছে। সাধারণ প্রদীপ ছাড়াও তিনমুখী, পাঁচমুখী প্রদীপও রয়েছে। রয়েছে আরও রকমারি নকশার প্রদীপ। যা বাইরের অনেক জেলার নজর কেড়েছে।

সুস্মিতা গোস্বামী