ফাইল ছবি৷

Hilsa: খোকা নয়, একেবারে পেল্লায় সাইজের ইলিশ! দামোদরে জাল ফেলে চমকে গেলেন মৎস্যজীবী

জামালপুর: পুজোর আগে খুশির খবর। পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদরে মিলল ইলিশ। খোকা নয়, ইলিশটির ওজন এক কেজিরও বেশি। এক মৎস্যজীবীর জালে অন্যান্য মাছের সঙ্গে ধরা পড়ে ইলিশটি। দামোদরের টাটকা ইলিশ দেখতে জামালপুর বাজারে ভিড় করেন অনেকেই। সবার কৌতূহল ছিল দেখার মতো।

দামোদরের জামালপুরে মেলা এই ইলিশটি দু হাজার একশো টাকায় বিক্রি হয়েছে। আমাদের রাজ্যে গঙ্গা, রূপনারায়ণের মতো নদীতে ইলিশ মেলে। আগে মিললেও দামোদরে তার দেখা মিলল বহু বছর পর। সে কারণেই খুশি জামালপুরের বাসিন্দারা। আগামী দিনে এই নদীতে আরও ইলিশ মিলবে বলে আশা করছেন তাঁরা।

আরও পড়ুন: হরিয়ানায় পালাবদল হয়ে ফিরছে কংগ্রেস? বিজেপির চিন্তা বাড়াল বুথ ফেরত সমীক্ষা

হাওড়া জেলায় দামোদর মিশেছে গঙ্গায়। সেই গঙ্গা থেকে এই ইলিশ দামোদরে ঢুকেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবার দামোদরের শাখানদী মুন্ডেশ্বরী মিশেছে রূপনারায়ণে। সেই পথেও দামোদরে আসতে পারে ইলিশ।

এলাকার প্রবীণ বাসিন্দারা বলেন, দু তিন দশক আগে দামোদরে মাঝেমধ্যেই ইলিশের দেখা মিলত। ইদানিং বেশ কয়েক বছর এই নদীতে তার দেখা মেলেনি। হঠাৎ করে দামোদরে ইলিশ মেলায় উল্লসিত বাসিন্দারা। তবে মৎস্য দফতরের আধিকারিকদের বক্তব্য, এর মধ্যে অস্বাভাবিকত্ব কিছু নেই। ইলিশ নোনা জলের মাছ হলেও তারা ডিম পাড়তে মিষ্টি জলে আসে। সেভাবেই ইলিশ দামোদরে এসেছে। বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, দামোদরে ইলিশের উপযোগী পরিবেশ তৈরি করা গেলে ভবিষ্যতে আরও বেশি ইলিশ মিলতেই পারে। গঙ্গায় ইলিশের উৎপাদন বাড়ানোর উপরেও জোর দেওয়া হচ্ছে। তেমনই দামোদর, রূপনারায়ণ, দ্বারকেশ্বরেও ইলিশ সহ অন্যান্য মাছের জোগান বাড়ানোর উপর জোর দেওয়া যেতে পারে।

বাঙালির ইলিশ প্রীতির জবাব নেই। বর্ষার শেষের দিকে বছরে একবারের জন্য হলেও ইলিশের স্বাদ নেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকেন প্রায় সবাই। দিঘা মোহনায় এবার ভালই ইলিশ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশ থেকেও সড়ক পথে এসেছে ইলিশ। পুজোয় অনেকেই ইলিশের স্বাদ নেওয়ার দিন গুনছেন। তার মাঝেই দামোদরে দেখা মিলল রুপোলি শস্যের।