সমস্যায় কয়েক হাজার ফুল চাষী

Howrah News: পুজোর বাজার কড়া নাড়ছে, তার আগেই দারুণ সমস্যায় হাওড়ার ফুল চাষিরা

হাওড়া: পুজোর বাজার ধরার আগেই সমস্যায় বাগনানের কয়েক হাজার ফুল চাষী! সারা বছর অপেক্ষায় থাকা পুজোর বাজার ধরার। বিশ্বকর্মা পুজো থেকে একটানা কয়েক মাস একটু বাজারদর ভাল মেলে। যে কারণে একটু আরও বেশি আশাবাদী হয় ফুল চাষিরা। কয়েক বছর আগে পর্যন্ত এলাকায় চাষের জমিতে ধান পাট বা পান চাষ বেশি দেখা যেত। তবে বর্তমান সময়ে এই সমস্ত চাষ প্রায় নেই বললেই চলে।  কারণ এই সমস্ত চাষের পরিবর্তে ফুল চাষ অনেক বেশি লাভজনক। অন্যান্য চাষ ছেড়ে ফুলের চাষে ঝুঁকেছে। বিভিন্ন রকম ফুল চাষ করেই কারও স্বাচ্ছন্দে সংসার চলছে। আবার কেউ অন্যান্য কাজের ফাঁকে ফুল চাষ করছে। গত কুড়ি বছরের দারুণভাবে ফুলের চাষ বেড়েছে।

আরও পড়ুন: চরম অমানবিকতা, বিনা চিকিৎসায় মৃত্যু হল এক রেলযাত্রীর

তবে লাভজনক এই ফুল চাষ যে কারণে অলাভজনক হয়ে পড়ছে। প্রকৃতির খামখেয়ালিপনা অন্যদিকে নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণে সমস্যায় হাজার হাজার চাষী। অধিকাংশ কৃষকের কথায়, ঠিকমতো জমির জল নিকাশি হচ্ছে না। যে কারণে যত্ন সহকারে খরচ করে লাগানো গাছ বর্ষায় বাঁচিয়ে রাখা যাচ্ছে না। ফলের সমস্যায় চাষিরা। বিগত কয়েক বছরে ফুল চাষীদের সামনে যে সমস্যা খারাপ হয়েছে। তাতে দিন দিন কোন ঠাসা হয়ে পড়ছে হাজার হাজার ফুলচাষী। এবার আর মাত্র কয়েকটা দিন পরই পুজো। কিছুদিন আগে অতিবৃষ্টি গাছের গোড়ায় জল জমে সমস্যা। এই সমস্যা মূলত নিকাশি বহাল না থাকার কারণে।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয় কৃষকদের অভিযোগ, নদী ও খাল সংলগ্ন জমি মালিকদের কারণ ও ১০০ দিনের কাজ না হওয়ার কারণে নিকাশি সমস্যা।বিরামপুর বাঁকুড়দহ কাঁটাপুকুর হেলেদ্বীপ চাঁদগেড়িয়া বুলগেড়িয়া বিভিন্ন গ্রামের প্রায় ৬-৭ হাজার পরিবার ফুল চাষের সঙ্গে যুক্ত।

রাকেশ মাইতি