নদীগর্ভে প্রচুর গাছ

River Erosion: ভাঙনে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে গাছ! বনভূমি বাঁচানোই এখন বড় চ্যালেঞ্জ জেলায়

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গি এলাকায় পঞ্চায়েতের পক্ষ থেকে সবুজায়নের লক্ষ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে গাছ লাগান হয়। বর্তমানে এটি ডাঙ্গি ফরেস্ট নামেই পরিচিত। আর এই ডাঙ্গি ফরেস্ট এর ধার ঘেঁষেই বর্তমানে বয়ে চলেছে আত্রেয়ী নদী। বিগত কয়েক বছর যাবৎ মূলত বর্ষাকালে নদী ভাঙ্গনের ফলে নদীগর্ভে কয়েক হাজার গাছ তলিয়ে গেছে ইতি মধ্যেই। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ না করলে বিস্তীর্ণ এই বনভূমিকে বাঁচান মুশকিল।

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগুয়া ডাঙ্গি এলাকায় প্রায় ১১ একর জমির উপর কয়েক লক্ষ গাছ লাগানো হয়েছিল। ফরেস্ট থেকে কয়েকশো মিটার দূরেই একটা সময়ে আত্রেয়ী নদী বয়ে ‌যেত। প্রতিবছর নদী ভাঙ্গনের ফলে বর্তমানে ডাঙ্গি ফরেস্ট এর অনেক অংশই গ্রাস করে ফেলেছে আত্রেয়ী নদী। এবিষয়ে স্থানীয় ভাটপাড়া পঞ্চায়েতের প্রধান নীলিমা বর্মনের দাবি,”এই ফরেস্টটি তাদের অধীনেই রয়েছে। প্রতি বছর নদীর পাড় ভেঙে যাচ্ছে। এতবড় কাজ পঞ্চায়েতের তরফে করা সম্ভব নয়। এই কাজের জন্য ব্লক ও পঞ্চায়েত সমিতিকে জানানো হয়েছে।”

আরও পড়ুন: পেঁপে কমায় ওজন- ব্লাড সুগার-প্রেশার, হজমের সব সমস্যার মহৌষধ, কিন্তু কাঁচা না পাকা? কোন পেঁপেতে পুষ্টি বেশি? পড়ুন

একটা সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ফরেস্টটিকে ইকো টুরিজম পার্ক করার উদ্যোগ নেয়। কিন্তু সেই প্রকল্প অজানা কারণে থমকে গেছে। অবিলম্বে এই এলাকা জুড়ে নদীর ভাঙ্গন রোধ করতে গেলে ব্যবস্থা গ্রহণ না করলে এই বনভূমিকে রক্ষা করা দায় হয়ে পড়বে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুস্মিতা গোস্বামী