লাখ লাখ টোটোচালকদের জন্য বড় খবর! আর চিন্তা নেই, এবার দু’হাত ভরে হবে কামাই

কলকাতা: ভারতে বৈদ্যুতিক যানবাহনের (EV) চাহিদা বাড়ছে দিন দিন। দ্রুত চার্জিং বিকল্পের সাথে বাজারে আসা ইভি সবচেয়ে বেশি পছন্দ করছে মানুষ। সেই সিরিজে শুক্রবার একটি যাত্রীবাহী বৈদ্যুতিক থ্রি-হুইলার লঞ্চ করল।

এই তিন চাকার গাড়ি বা টোটো মাত্র ১৫ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। কোম্পানির দাবি, এটি বিশ্বের সবচেয়ে দ্রুত চার্জিং ইভি। ওমেগা সেকি মোবিলিটি একটি দ্রুত চার্জিং ইলেকট্রিক থ্রি-হুইলারের জন্য এক্সপোনেন্ট এনার্জির সাথে অংশীদারিত্ব করেছে।

আরও পড়ুন- এসির সঙ্গে পাখা চালালে ঠিক কী হয়? বিল বাড়ে নাকি কমে? নিয়ম জানলেই বাঁচবে পকেট

৩,২৪,৯৯৯ টাকা মূল্যের  ‘OSM স্ট্রিম সিটি কিক’ EV ভারতের ৬টি শহরে আসছে। দ্রুত চার্জিং এই টোটোর বিশেষত্ব। মাত্র ১৫ মিনিটে শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করার ক্ষমতা রাখে এটি। ফলে এখন টোটোচালকদের চার্জিংয়ের জন্য খরচ হবে কম। ফলে উপার্জন হবে বেশি।

ওমেগা সেকি মোবিলিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উদয় নারাং বলেন, “দ্রুত চার্জি সময় ও টাকা দুটোই বাঁচাবে। ফলে আরও বেশি উপার্জন করতে পারবেন চালকরা।”

গাড়িটির ওয়ারেন্টি রয়েছে ২ লাখ কিলোমিটার বা ৫ বছর পর্যন্ত। এক্সপোনেন্ট এনার্জি একটি বিবৃতিতে বলেছে, আপাতত এটি চেন্নাই, আহমেদাবাদ, কলকাতা এবং হায়দরাবাদে পাওয়া যাবে। চলতি বছর দিল্লি-এনসিআর এবং বেঙ্গালুরুতে ১০০টি চার্জিং স্টেশন চালু করবে তারা।

আরও পড়ুন- নতুন সংস্করণ নিয়ে এল DigiYatra অ্যাপ! নতুন ভার্সন ইনস্টল না করলে সমস্যা হবে!

Omega Seiki Mobility- সিঙ্গল চার্জে চলবে ১২৬ কিমি।
Omega Seiki Mobility- সিঙ্গল চার্জে চলবে ১২৬ কিমি।

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, এই প্যাসেঞ্জার EV-তে একটি 8.8 kWh ব্যাটারি প্যাক করা থাকবে। একবার চার্জে এটি ১২৬ কিলোমিটারের সিটি ড্রাইভ রেঞ্জ অফার করবে৷ উল্লেখ্য জানুয়ারিতে দেশে যাত্রীবাহী থ্রি-হুইলার বিক্রি ৫৩,৫৩৭ ইউনিট অতিক্রম করেছে। যা কি না রেকর্ড।