Tag Archives: Electric Vehicle

ইলেকট্রিক স্কুটার চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগে? অনেকেই জানেন না উত্তরটা

কলকাতা: এখন টু-হুইলার সাধারণ জীবনের একটি অংশ হয়ে উঠেছে। এতে গণপরিবহণ, অটো এবং ক্যাবের উপর নির্ভর করতে হয় না। নিজস্ব বাইক কিংবা স্কুটার থাকলে অর্থ এবং সময় দুইই বাঁচে।

যদিও অনেকেই আছেন, যাঁরা গাড়ি চালাতে চান, অথচ ড্রাইভিং লাইসেন্স নেই। এমন পরিস্থিতিতে তাঁদের হতাশ হওয়ার কোনও দরকার নেই।
আমরা আজ এমন কিছু সস্তা ইলেকট্রিক স্কুটারের সন্ধান দিচ্ছি, যা ড্রাইভিং লাইসেন্স ছাড়াও চালানো যায়।

আসলে ভারতে কম গতির দুই চাকার গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই। অর্থাৎ প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে দু-চাকার গাড়ি চালানোর জন্য লাইসেন্সের প্রয়োজন হয় না।

আরও পড়ুন- শুরু হচ্ছে মেগা সেল, কবে পাবেন জলের দরে ফোন-ঘর সাজানোর জিনিস? জানুন

বর্তমানে, ভারতের কিছু কোম্পানি এই ধরনের ইলেকট্রিক স্কুটার অফার করছে, যেগুলো লাইসেন্স ছাড়াই ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে চালানো যেতে পারে। নিচে রইল সেই তালিকা।

Hero Electric Flash:

Hero Electric Flash-এ একটি ২৮ Ah লেড-অ্যাসিটেট ব্যাটারি রয়েছে, যা একবার চার্জ দিলে ৫০ কিলোমিটার রেঞ্জ দেয়। হিরো ইলেকট্রিক ফ্ল্যাশ ভারতে ৫৯,৬৪০ টাকা (এক্স-শোরুম) দামে পাওয়া যাচ্ছে। এতে ২৫০ ওয়াটের একটি ছোট BLDC হাব মোটর ব্যবহার করা হয়েছে।

Kinetic Zing:

ভারতীয় বাজারে Kinetic Zing-এর দাম ৭১,৯৯০ টাকা থেকে শুরু করে ৮৪,৯৯০ টাকা (এক্স-শোরুম)। এটিতে একটি ২২ Ah ব্যাটারি রয়েছে। আর কোম্পানির দাবি একবার চার্জ দিলে ১০০ কিলোমিটার রেঞ্জ দেবে সেটি।

Komaki XGT KM:

কোম্পানির দাবি যে Komaki XGT KM স্কুটার সম্পূর্ণ চার্জে ৮৫ কিলোমিটারের রেঞ্জ প্রদান করে। এই ই-স্কুটারটির দাম ৫৬,৮৯০ টাকা থেকে শুরু করে ৯৩,০৪৫ টাকা (এক্স-শোরুম)।

আরও পড়ুন- অনলাইন শপিংয়ে AI-তে তথ্য দিচ্ছেন? জানেন কী বিপদ ডাকছেন! সতর্ক না হলেই…

Hero Eddy:

Hero Eddy ৮৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে এবং সম্পূর্ণ চার্জ হতে ৪-৫ ঘণ্টা সময় লাগে। ভারতে এর দাম ৭২,০০০ টাকা (এক্স-শোরুম)। এতে একটি ৩০Ah ব্যাটারি প্যাক রয়েছে এবং এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় মাত্র ২৫ কিলোমিটার।

Okinawa R30:

Okinawa R30 EV স্কুটার একবার চার্জে দিলে ৬০ কিমি রেঞ্জ অফার করে। সম্পূর্ণ চার্জ হতে ৪-৫ ঘণ্টা সময় লাগে। এর এক্স-শোরুম মূল্য ৬১,৯৯৮ টাকা। এতে ১.২৫ কিলোওয়াট লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Deltic Drixx:

Deltic Drixx-এর একটি ১.৫৮ kWh ব্যাটারি প্যাক রয়েছে, যা একবার চার্জ দিলে ৭০ কিমি থেকে ১০০ কিমি রেঞ্জ প্রদান করতে পারে। এটি ভারতে ৫৮,৪৯০ টাকা থেকে ৮৪,৯৯০ টাকা (এক্স-শোরুম) মূল্যে পাওয়া যায়।

Okinawa Lite:

ভারতীয় বাজারে Okinawa Lite-এর দাম ৭৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে ১.২৫ kWh রিমুভেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক। এর রাইডিং রেঞ্জ ৬০ কিলোমিটার। যা সম্পূর্ণ চার্জ হতে ৪-৫ ঘণ্টা সময় লাগে।

লাখ লাখ টোটোচালকদের জন্য বড় খবর! আর চিন্তা নেই, এবার দু’হাত ভরে হবে কামাই

কলকাতা: ভারতে বৈদ্যুতিক যানবাহনের (EV) চাহিদা বাড়ছে দিন দিন। দ্রুত চার্জিং বিকল্পের সাথে বাজারে আসা ইভি সবচেয়ে বেশি পছন্দ করছে মানুষ। সেই সিরিজে শুক্রবার একটি যাত্রীবাহী বৈদ্যুতিক থ্রি-হুইলার লঞ্চ করল।

এই তিন চাকার গাড়ি বা টোটো মাত্র ১৫ মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। কোম্পানির দাবি, এটি বিশ্বের সবচেয়ে দ্রুত চার্জিং ইভি। ওমেগা সেকি মোবিলিটি একটি দ্রুত চার্জিং ইলেকট্রিক থ্রি-হুইলারের জন্য এক্সপোনেন্ট এনার্জির সাথে অংশীদারিত্ব করেছে।

আরও পড়ুন- এসির সঙ্গে পাখা চালালে ঠিক কী হয়? বিল বাড়ে নাকি কমে? নিয়ম জানলেই বাঁচবে পকেট

৩,২৪,৯৯৯ টাকা মূল্যের  ‘OSM স্ট্রিম সিটি কিক’ EV ভারতের ৬টি শহরে আসছে। দ্রুত চার্জিং এই টোটোর বিশেষত্ব। মাত্র ১৫ মিনিটে শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করার ক্ষমতা রাখে এটি। ফলে এখন টোটোচালকদের চার্জিংয়ের জন্য খরচ হবে কম। ফলে উপার্জন হবে বেশি।

ওমেগা সেকি মোবিলিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উদয় নারাং বলেন, “দ্রুত চার্জি সময় ও টাকা দুটোই বাঁচাবে। ফলে আরও বেশি উপার্জন করতে পারবেন চালকরা।”

গাড়িটির ওয়ারেন্টি রয়েছে ২ লাখ কিলোমিটার বা ৫ বছর পর্যন্ত। এক্সপোনেন্ট এনার্জি একটি বিবৃতিতে বলেছে, আপাতত এটি চেন্নাই, আহমেদাবাদ, কলকাতা এবং হায়দরাবাদে পাওয়া যাবে। চলতি বছর দিল্লি-এনসিআর এবং বেঙ্গালুরুতে ১০০টি চার্জিং স্টেশন চালু করবে তারা।

আরও পড়ুন- নতুন সংস্করণ নিয়ে এল DigiYatra অ্যাপ! নতুন ভার্সন ইনস্টল না করলে সমস্যা হবে!

Omega Seiki Mobility- সিঙ্গল চার্জে চলবে ১২৬ কিমি।
Omega Seiki Mobility- সিঙ্গল চার্জে চলবে ১২৬ কিমি।

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, এই প্যাসেঞ্জার EV-তে একটি 8.8 kWh ব্যাটারি প্যাক করা থাকবে। একবার চার্জে এটি ১২৬ কিলোমিটারের সিটি ড্রাইভ রেঞ্জ অফার করবে৷ উল্লেখ্য জানুয়ারিতে দেশে যাত্রীবাহী থ্রি-হুইলার বিক্রি ৫৩,৫৩৭ ইউনিট অতিক্রম করেছে। যা কি না রেকর্ড।