ফলের দোকান

Fruit Price: কালীপুজোয় কি বাড়বে ফলের দাম? যা বলছেন বিক্রেতারা

কোচবিহার: দু’দিন বাদেই কালীপুজো। মা কালীর আরাধনায় প্রচুর ফলের প্রয়োজন পড়বে।কাজেই বাজারে ফলের দাম নিয়ে চিন্তা শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত ফলের বাজারে দামের কোনও তারতম্য হয়নি। গত কয়েকদিন ফলের দাম যা ছিল, তাই-ই রয়েছে। ফলের দাম বাড়েনি।

বাজারের এক ফল বিক্রেতা প্রদীপ রায় জানান, “বাজারে ফলের দাম এখনও বাড়েনি। তবে কালী পুজোর দিন ফলের দাম সামান্য বাড়তে পারে। বর্তমানে আপেল বিক্রি করা হচ্ছে ১২০ টাকা কেজি দরে। মুসম্বি বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এছাড়া বারুইপুরের পেয়ারা বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এখনও পর্যন্ত ফলের দাম না বাড়ায় নিশ্চিন্তে রয়েছেন  ক্রেতারা। তবে ফলের দাম বাড়লেও কেজি প্রতি দশ টাকার বেশি বাড়বে  না।”

বাজারের আরও দুই বিক্রেতা তপন দে এবং শন্তিগোপাল সাহা জানান, ” দানা-র প্রভাব খুব একটা বেশি ক্ষতি হয়নি উত্তরের ফল বাগানগুলিতে। এছাড়া এখন বাগানের ফল খুব একটা আসছে না। সব মজুত করা ফল-ই  আসছে। তাই দাম খুব একটা বাড়বে না। কালী পুজোর দিন কিছুটা বাড়তে পারে দাম। ” বাজারের এক ক্রেতা মৌসুমী রায় জানান, “ফলের দাম নাগালের মধ্যে থাকায় কিছুটা স্বস্তিতে রয়েছি।”

প্রতিবছর কালী পুজোর সময় ফলের দামে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যায়। তবে এই বছর এখনওপর্যন্ত সেই অস্বাভাবিক দাম বৃদ্ধি হয়নি। এখন দেখার, কালীপুজোর দিনে ফলের বাজার দর কেমন থাকে।

Sarthak Pandit