গঙ্গার ভাঙন

Malda Erosion: গঙ্গা গ্রাসে মানচিত্র থেকে মুছে যাওয়ার পথে গ্রাম! আতঙ্কে অন্যত্র পালাচ্ছেন বাসিন্দারা

মালদহ: গঙ্গার জল বৃদ্ধি পেতেই শুরু ভাঙন। গত বছর থেকে শুরু মালদহের মহানন্দাটোলা পঞ্চায়েতের কান্তটোলা এলাকায় ভাঙন। গত বছর গ্রামের অনেকটা অংশই গঙ্গা গ্রাসে বিলীন হয়েছে। এ বছরও ব্যাপক হারে শুরু হয়েছে ভাঙন। গত চার দিন ধরে লাগাতার ভাঙনের জেরে ইতিমধ্যে বাড়িঘর সরিয়ে নিয়ে যেতে শুরু করেছেন নদীর তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা।

এইভাবে ভাঙন হতে থাকলে হয়তো মানচিত্র থেকে মুছে যাবে মালদহের আরও একটি গ্রাম। গ্রামের বাসিন্দা বলরাম মন্ডল বলেন, গত কয়েকদিন ধরেই গঙ্গার ভাঙন হচ্ছে। একের পর এক বাড়ি মন্দির জলে তলিয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সুব্যবস্থা করা হচ্ছে না। আতঙ্কে আমরা বাড়ি ঘর নিয়ে অন্যত্র সরে যাচ্ছি।

আরও পড়ুন:কলার মতোই দেখতে, কিন্তু কলা নয়…! বাজার কাঁপাচ্ছে এই ফল, কোথায় গেলে পাবেন?

মালদহের রতুয়া-১ ব্লকে মহানন্দটোলা পঞ্চায়েতের কান্তটোলা গ্রাম। গত দশ বছর আগেও এই গ্রাম থেকে গঙ্গার দূরত্ব ছিল প্রায় ১০ কিলোমিটারের বেশি। কান্তটোলা গ্রামটি গত বছর থেকে গঙ্গা গ্রাসের মুখে পড়েছে৷ এবার ভাঙনের মাত্রা অনেক বেশি তীব্র৷
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

হরষিত সিংহ