গঙ্গাসাগর সেতু 

South 24 Parganas News: গঙ্গাসাগরে সেতুবন্ধন! শুরু হল মুড়িগঙ্গায় সেতু তৈরির প্রক্রিয়া 

দক্ষিণ ২৪ পরগনা: এবার আর অপেক্ষা নয়, গঙ্গাসাগরে সেতু তৈরির প্রাথমিক পর্যায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গিয়েছে, গঙ্গাসাগর সেতুর দৈর্ঘ্য হবে প্রায় ৪.৭৬ কিলোমিটার। শুধুমাত্র নদীর উপর লট ৮ থেকে কচুড়িয়া পর্যন্ত ব্রিজের দৈঘ্য হবে ৩.১ কিলোমিটার। আগে অনেককেই বলতে শোনা যেত সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। মূলত সাগরযাত্রার কঠিন যাত্রাপথকে মাথায় রেখে এই কথা বলা হত। তবে, এবার ব্রিজ তৈরি হলে সেই প্রবাদ বাক্যটাই উঠে যাবে।

আরও পড়ুনঃ পাগল হারেজকে জঙ্গি মানতে নারাজ পরিবার-সহ গোটা গ্রাম!

গঙ্গাসাগর হল পূণ্যভূমি এখানে সাগরমেলার সময় গোটা দেশ থেকে লোক এসে একত্রিত হয়। ব্রিজ তৈরি হলে সেই সমস্যা মিটবে। গঙ্গাসাগর মেলার সময়ে কচুবেড়িয়ায় অস্থায়ী ৪ নম্বর জেটি ঘাট তৈরি করা হয়। ওই জেটি ঘাটের উপর দিয়ে ব্রিজের ঢাল নেমে সোজা যাবে আশ্রম মোড় পর্যন্ত। অন্য দিকে, লট ৮ এর ৪ নম্বর স্থায়ী ভেসেল ঘাট দিয়ে ব্রিজের ঢাল গিয়ে পৌঁছবে গোলপার্ক পর্যন্ত।

গঙ্গাসাগর সেতুর জন্য কাকদ্বীপ এবং সাগরের মোট ১২ একর জমি লাগবে‌। এর মধ্যে সরকারি মালিকানাধীন জমি ও ব্যক্তিগত মালিকানাধীন জমি রয়েছে। এই সেতু নির্মাণে জমি অধিগ্রহণের জন্য স্থানীয়দের সঙ্গে কথা বলেছে রাজ্য সরকার। ইতিমধ্যে ১০০ জনের মত স্থানীয় বাসিন্দা জমি দিতে রাজি হয়েছেন। এই সমস্ত বাসিন্দাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। যার জন্য খরচ পড়বে প্রায় ২০ কোটি টাকা। প্রশাসন সূত্রে খবর কচুবেড়িয়া এবং কালীনগরে সাড়ে ৪ একর জমির প্রয়োজন হবে। সেই জমির অধিকাংশই ফাঁকা রয়েছে। জমির মালিকরা এনওসি দিলেই জমি অধিগ্রহণ শুরু হবে। সাগরে ৪ একর জমির দাম পড়বে ১০ কোটি টাকা।

অন্যদিকে, কাকদ্বীপ লট ৮ আশ্রম মোড়ে ৭.৭৫ একর জমির দাম পড়বে প্রায় সাড়ে ৯ কোটি টাকা। যেহেতু মুড়িগঙ্গা দিয়ে অনেক জাহাজ চলাচল করে তাই নদীর জলস্তর থেকে ১২ থেকে ১৩ ফুট উচ্চতায় সেতুটি নির্মাণ করা হবে। আগে এই সেতুর নির্মাণ খরচ ধরা হয়েছিল ১২০০ কোটি টাকা। তবে বর্তমান হিসেব অনুযায়ী, এর খরচ হবে প্রায় ১৫০০ কোটি টাকা। সেতু নিয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। সেতুর কাজ একবার শুরু হলে ২ থেকে ৩ বছরের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। এরপর থেকে সাগরে যাতায়াত আরও সুবিধাজনক হয়ে উঠবে।

নবাব মল্লিক