Garchumuk Mini Zoo: বড়দিনে বড় খবর! খুলে ‌যাচ্ছে গড়চুমুক মিনি জু

খুলছে গড়চুমুক মিনি জু। পর্যটকদের অন্যতম আকর্ষণ এই মিনি জু। বড়দিনের আগেই মিনি জু খুলতে চলেছে।
খুলতে চলেছে গড়চুমুক মিনি জু। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ এই মিনি জু। বড়দিনের আগেই মিনি জু খুলতে চলেছে।
শনিবার গড়চুমুকে একটি বৈঠকের পর মিনি জু খোলার খবর জানা যায়। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য মন্ত্রী পুলক রায়।
শনিবার গড়চুমুকে একটি বৈঠকের পর মিনি জু খোলার খবর জানা যায়। বৈঠকে হাজির ছিলেন রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য মন্ত্রী পুলক রায়।
মিনি জু খোলার খবর পেয়ে খুশি স্থানীয় মানুষ। বিশেষ করে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। মিনি জু খুললে ব্যবসা আরও চাঙ্গা হবে বলেই মনে করছেন তারা।
মিনি জু খোলার খবর পেয়ে খুশি স্থানীয় মানুষ। বিশেষ করে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। মিনি জু খুললে ব্যবসা আরও চাঙ্গা হবে বলে মনে করেছেন তারা।
এই চিড়িয়াখানায় রয়েছে কুমির, ইন্ডিয়ান রক পাইথন, বদ্রি, সিলভার ফ্রেজেন্ট, জাভা, এমু, রাজহাঁস, সরাল, টিয়া, কাকাতুয়া, ময়ূর সহ বিভিন্ন পাখি। এছাড়াও রয়েছে রাজ্য প্রাণী বাঘরোল, সজারু, হরিণ, কচ্ছপের মত প্রাণী।
এই চিড়িয়াখানায় রয়েছে কুমির, ইন্ডিয়ান রক পাইথন, বদ্রি, সিলভার ফেজেন্ট, জাভা, এমু, রাজহাঁস, সরাল, পিয়া, কাকাতুয়া, ময়ূর সহ বিভিন্ন পাখি। এছাড়াও রয়েছে রাজ্য প্রাণী বাঘরোল, সজারু, হরিণ, কচ্ছপের মত প্রাণী।
বন দফতর সূত্রে জানা যায়, আগামী ২১ শে ডিসেম্বর খুলতে চলেছে মিনি জু। মিনি জু প্রবেশ মূল্য ২৫ টাকা।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ ডিসেম্বর খুলতে চলেছে মিনি জু। মিনি জু ‘র প্রবেশ মূল্য ২৫ টাকা।
প্রতিবছর শীতের মরশুমে হাওড়ার পর্যটন কেন্দ্র গুলিতে দারুণ ভাবে মানুষের ভিড় দেখা যায়। এখানে ৫৮ টি সুইস গেট। দামোদর ও হুগলি নদীর মিলনস্থল। নদী লাগোয়া পার্ক এবং আরো বেশি করে মানুষের আকর্ষণ বাড়াবে এই মিনি জু।
প্রতিবছর শীতে হাওড়ার পর্যটন কেন্দ্রগুলিতে দারুণভাবে মানুষের ভিড় দেখা যায়। গড়চুমুক এই স্থানে রয়েছে ৫৮ টি সুইস গেট। পাশাপাশি দামোদর ও হুগলি নদীর মিলন স্থল। নদী লাগোয়া পার্ক আকর্ষণ বাড়বে এই মিনি জু’র।