দেহ ফিরতেই গ্রামে কান্নার রোল 

Garden Reach Building Collapse: গার্ডেনরিচের রেশ পড়ল মুর্শিদাবাদেও! ইদে আর বাড়ি ফেরা হলনা নাসিমের! এক লহমায় সব শেষ

মুর্শিদাবাদ: কথা ছিল ইদে বাড়ি ফিরবে। কিন্তু তা আর হল না। ২১দিন আগে কলকাতায় কাজে গিয়ে সব শেষ। বাড়ি ফিরল নিথর দেহ নাসিম উদ্দিনের। মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থেকে কাজে রওনা দিয়েছিলেন গার্ডেনরিচে। কাজ করছিলেন রাজমিস্ত্রির। আর সেই কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটল মুর্শিদাবাদের যুবকের। নির্মীয়মাণ ভবন ভেঙে মৃত্যু হয়েছে নাসিম উদ্দিন সেখের (২৪)। মঙ্গলবার সকালে গ্রামের বাড়িতে দেহ ফিরে আসতেই কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।

ভগবানগোলা থানার অন্তর্গত চাক্কানগর গ্রামের বাসিন্দা ছিলেন নাসিমউদ্দিন সেখ। আর্থিক রোজগারের জন্য গত ২১দিন আগে গিয়েছিলেন কলকাতায় রাজমিস্ত্রির কাজে। মৃতের পরিবারের সদস্য জাকির জানিয়েছেন, ভবনের তলায় পড়েছিল। দেহ নীচে থেকে বের করা হয়। আমাদের কে জানান হলে আমরা দেহ উদ্ধার করি প্রশাসনের সঙ্গে হাত লাগিয়ে।

আরও পড়ুন:হার্টের রোগের ঝুঁকি কমায়, নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল-বাড়তি ওজন, রোজ সকালে এই বীজ মাস্ট

মৃতের বাবা আঞ্জিল সেখ জানান, গত ২১দিন আগে কাজে গিয়েছিলেন। আর মুহূর্তেই সব শেষ। আগামী দিনে কিভাবে সংসার চালাব বুঝে উঠতে পারছি না। মৃতের স্ত্রী নাসিমা খাতুন জানান, তিনতলায় কাজ করে শুয়েছিলেন। আমার তিনটে ছেলে মেয়ে নিয়ে সংসার ছিল। সকালে ফোনে কথা হয়। বলে ৫০০ টাকা তুলে নিও। কিন্তু মুহূর্তেই সব শেষ। এই ঘটনায় যে ঠিকাদারের গাফিলতি আছে তার শাস্তির দাবি করেছেন মৃতের স্ত্রী। গ্রামের সন্তানের এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী