দক্ষিণ ২৪ পরগনা: ‘সুশ্রী কায়কল্প’ প্রজেক্টের মাধ্যমে বাগান তৈরি নজর কাড়ছে সকলের। এই বাগান হাসপাতাল চত্বরে তৈরি হচ্ছে। মূলত ঔষধি গাছের বাগান হচ্ছে এখানে। আসলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে ‘ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার’ হাসপাতাল গুলির বিভিন্ন পরিষেবা সম্পর্কে পর্যবেক্ষণ করে। সেই প্রকল্পের নাম ‘সুশ্রী কায়াকল্প’।
এই প্রকল্পের অনেকগুলি বিভাগ আছে। সে সম্পর্কে জানিয়েছেন মেডিক্যাল অফিসার রনজিৎ মন্ডল। হাসপাতালের আউটডোর, ইন্ডোর, পরিচ্ছন্নতা এবং সংক্রমণ নিয়ন্ত্রণের বায়ো মেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, গার্ডেনিং সহ একাধিক জিনিসের উপর মূল্যায়ন হয়। এই সবগুলির ভিত্তিতেই স্বাস্থ্য দফতর প্রাথমিক, গ্রামীণ, মহকুমা ও জেলা স্তরের সমস্ত হাসপাতালের মূল্যায়ন করে।
আরও পড়ুনঃ IND vs NZ: ভারতের ইনফর্ম তারকা ব্যাটারের চোট! বড় সুযোগ পেতে পারেন তরুণ ব্যাটার
যদিও এত কিছুর মধ্যে সাধারণ রোগীএবং তাদের পরিবারের লোকজনের নজর কাড়ছে বাগানটি।এ নিয়ে বাপ্পা দেবনাথ নামের এক ব্যক্তি জানিয়েছেন, হাসপাতালে এসে তুলসি, অ্যালোভেরা এই সমস্ত গাছ দেখতে পাচ্ছি যা দেখে খুব ভাল লাগছে। এগুলি সত্যি নতুন রকমের একটি জিনিস হয়েছে।এই প্রকল্পের মধ্যে অনেক কিছু থাকলেও মানুষজনের চোখে লাগছে বাগান। হাসপাতাল চত্বরে হওয়া বাগান দেখে খুশি অনেকেই।
নবাব মল্লিক