গাজায় ফের আক্রমণ ইজরায়েলের. (Image: AFP)

Gaza Attack: ইরান ইজরায়েলে যুদ্ধ কি কেবলই সময়ের অপেক্ষা? গাজার স্কুল-প্রাঙ্গনে ইজরায়েলের হানায় উঠছে প্রশ্ন

গাজা: ইজরায়েল-ইরান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি আরও ঘনিয়ে আসছে৷ ইজরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতার মৃত্যুর পর থেকে ইরান সরাসরি ইজরায়েলের উপর হামলার হুঁশিয়ারি দিয়েছে৷

মার্কিন যুক্তরাষ্ট্রও ইরানের সম্ভাব্য আক্রমণ প্রতিরোধ করার উদ্দেশ্যে পশ্চিম এশিয়াতে আরও বেশি অস্ত্র মজুত করছে৷ কিন্তু এমন অবস্থাতেও গাজার উপর আক্রমণ অব্যাহত রয়েছে৷

আরও পড়ুন:পশ্চিম এশিয়ায় যুদ্ধ-পরিস্থিতি, সম্ভাব্য ইরানের আক্রমণের আশঙ্কায় প্রমাদ গুনছে ইজরালে বসবাসকারী ভারতীয়রা

গাজার সিভিল ডিফেন্সের তরফ থেকে জানানো হয়েছে, স্কুল প্রাঙ্গনে ইজরায়েল নতুন করে হামলা চালিয়েছে৷ এই ঘটনায় দশজন মানুষ নিহত হয়েছেন৷ আহত বেশ কয়েকজন৷

যুদ্ধের ফলে ঘরছাড়াদের আশ্রয় শিবির হিসেবে এই স্কুলটি ব্যবহার করা হত৷ সংস্থার মুখপাত্র মাহমুদ বাসলাল জানিয়েছেন, স্কুলে হামলার ফলে যুদ্ধের কারণে আশ্রয় নেওয়া নিরীহ মানুষের প্রাণ হানি হয়েছে৷

আরও পড়ুন:লেবাননকে চরম হুঁশিয়ারী নেতানিয়াহুর, ভারতীয় দূতাবাস থেকে জারি হল নির্দেশিকা

যদিও ইজরায়েলের তরফ থেকে জানানো হয়েছে, এই প্রাঙ্গনটিকে হামাসেরা তাঁদের নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে ব্যবহার করেছে৷ সেখানে হামাসের অনেকেই লুকিয়ে ছিল৷ তাই এই হামলা বলে অভিমত ইজরায়েলি সেনার৷

এমনিতেই গাজার উপর ইজরায়েলি আগ্রাসনকে অনেকেই ভাল চোখে দেখছেন না৷ কয়েকদিন আগে কমলা হ্যারিসও গাজায় শিশু মৃত্যুকে হৃদয়বিদারক বলেছেন৷ ইরান-ইজরায়েলের সমস্যার মধ্যেই ইজরায়েলের গাজার উপর আবার এই আঘাতের ফলে সমস্যা বাড়ল বই কমল না৷