প্রতিদিন হাওড়া শিয়ালদহ থেকে কতগুলি ট্রেন চলছে জানুন

General Knowledge: উঠেন তো সকলেই! তবে বলুন তো হাওড়া ও শিয়ালদহ থেকে সারাদিনে ঠিক কতগুলো লোকাল ট্রেন চলাচল করে?

হাওড়া ও শিয়ালদহ থেকে শহরতলীর ট্রেন সংখ্যা জেনে আপনি অবাক হবেন! হাওড়া ও কলকাতার শহরতলীর বিভিন্ন জায়গায় যোগাযোগের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায় হল পূর্ব রেলের সাব-আরবান ট্রেন রুট অর্থাৎ ‌যাকে আমারা বলি লোকাল ট্রেন।
হাওড়া ও শিয়ালদহ থেকে শহরতলীর ট্রেন সংখ্যা জেনে আপনি অবাক হবেন! হাওড়া ও কলকাতার শহরতলীর বিভিন্ন জায়গায় যোগাযোগের সবচেয়ে সহজ ও সাশ্রয়ী উপায় হল পূর্ব রেলের সাব-আরবান ট্রেন রুট অর্থাৎ ‌যাকে আমারা বলি লোকাল ট্রেন।
প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ট্রেনগুলির উপর নির্ভর করে তাদের দৈনন্দিন যাতায়াত। প্রতিনিয়ত মানুষের চাহিদা মত গন্তব্যে এই লোকাল ট্রেনে যাতায়াত করছে। স্টেশনে কয়েক মিনিট ট্রেনের অপেক্ষায় ছেড়ে ‌যাচ্ছে এই ট্রেন ।
প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ট্রেনগুলির উপর নির্ভর করে তাদের দৈনন্দিন যাতায়াত। প্রতিনিয়ত মানুষের চাহিদা মত গন্তব্যে এই লোকাল ট্রেনে যাতায়াত করছে। স্টেশনে কয়েক মিনিট ট্রেনের অপেক্ষায় ছেড়ে ‌যাচ্ছে এই ট্রেন ।
কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন? হাওড়া বা শিয়ালদহ থেকে সারাদিনে ঠিক কতগুলো ট্রেন চলাচল করে? এর পরিসংখ্যান জানলে আপনি অবাক হবেন। পূর্ব রেলের পরিসংখ্যান অনুযায়ী, সারাদিনে অর্থাৎ ভোর থেকে মধ্যরাত্রি পর্যন্ত হাওড়া ও শিয়ালদহ থেকে প্রতিদিন ১২৬৫ টি সাব-আরবান ট্রেন যাতায়াত করে।
কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন? হাওড়া বা শিয়ালদহ থেকে সারাদিনে ঠিক কতগুলো ট্রেন চলাচল করে? এর পরিসংখ্যান জানলে আপনি অবাক হবেন। পূর্ব রেলের পরিসংখ্যান অনুযায়ী, সারাদিনে অর্থাৎ ভোর থেকে মধ্যরাত্রি পর্যন্ত হাওড়া ও শিয়ালদহ থেকে প্রতিদিন ১২৬৫ টি সাব-আরবান ট্রেন যাতায়াত করে।
হাওড়া থেকে ৩৮০ এবং শিয়ালদহ থেকে ৮৮৫ টি ট্রেন প্রতিদিন যাত্রীদের নিয়ে গন্তব্যের পথে রওনা দেয়। শিয়ালদহ ডিভিশনের কিছু উল্লেখযোগ্য রুটের সাব-আরবান ট্রেন চলাচলের সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।
হাওড়া থেকে ৩৮০ এবং শিয়ালদহ থেকে ৮৮৫ টি ট্রেন প্রতিদিন যাত্রীদের নিয়ে গন্তব্যের পথে রওনা দেয়। শিয়ালদহ ডিভিশনের কিছু উল্লেখযোগ্য রুটের সাব-আরবান ট্রেন চলাচলের সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।

শিয়ালদহ ডিভিশনে শিয়ালদহ এবং ব্যারাকপুর এর মধ্যে ১৩ টি আপ এবং ১৪টি ডাউন, শিয়ালদহ থেকে নৈহাটির মধ্যে ১৭ টি আপ ১৮ টি ডাউন, শিয়ালদহ থেকে বনগাঁও এর মধ্যে ২৬ টি আপ ২৪ টি ডাউন এবং উভয় দিকে একটি করে মাতৃভূমি লোকাল, শিয়ালদহ থেকে ডানকুনির মধ্যে আপ এবং ডাউন এ ২০ টি করে।
শিয়ালদহ ডিভিশনে শিয়ালদহ এবং ব্যারাকপুর এর মধ্যে ১৩ টি আপ এবং ১৪টি ডাউন, শিয়ালদহ থেকে নৈহাটির মধ্যে ১৭ টি আপ ১৮ টি ডাউন, শিয়ালদহ থেকে বনগাঁও এর মধ্যে ২৬ টি আপ ২৪ টি ডাউন এবং উভয় দিকে একটি করে মাতৃভূমি লোকাল, শিয়ালদহ থেকে ডানকুনির মধ্যে আপ এবং ডাউন এ ২০ টি করে।
শিয়ালদহ থেকে গেদের মধ্যে ১০ আপ এবং ৯ টি ডাউন, শিয়ালদহ থেকে ক্যানিং এর মধ্যে ২৪ টি আপ এবং ২২ টি ডাউন এবং উভয় দিকে একটি করে মাতৃভূমি লোকাল, শিয়ালদহ থেকে বারুইপুরের মধ্যে ১৯ আপ এবং ১৯ টি ডাউন ও উভয় দিকে একটি করে মাতৃভূমি লোকাল।
শিয়ালদহ থেকে গেদের মধ্যে ১০ আপ এবং ৯ টি ডাউন, শিয়ালদহ থেকে ক্যানিং এর মধ্যে ২৪ টি আপ এবং ২২ টি ডাউন এবং উভয় দিকে একটি করে মাতৃভূমি লোকাল, শিয়ালদহ থেকে বারুইপুরের মধ্যে ১৯ আপ এবং ১৯ টি ডাউন ও উভয় দিকে একটি করে মাতৃভূমি লোকাল।
শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার এর মধ্যে ২৬ টি আপ এবং ২৫ টি ডাউন, শিয়ালদহ থেকে বজবজের মধ্যে উভয় দিকেই ২৫ টি, শিয়ালদহ থেকে লক্ষীকান্তপুর এর মধ্যে ২৪ টি আপ এবং ২৩ টি ডাউন, শিয়ালদহ থেকে হাসনাবাদ এর মধ্যে ১২ টি আপ ১৪ টি ডাউন এছাড়াও রানাঘাট থেকে বনগাঁও এর মধ্যে ১৭ টি আপ এবং ২৬ টি ডাউন ট্রেন যাতায়াত করে।
শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার এর মধ্যে ২৬ টি আপ এবং ২৫ টি ডাউন, শিয়ালদহ থেকে বজবজের মধ্যে উভয় দিকেই ২৫ টি, শিয়ালদহ থেকে লক্ষীকান্তপুর এর মধ্যে ২৪ টি আপ এবং ২৩ টি ডাউন, শিয়ালদহ থেকে হাসনাবাদ এর মধ্যে ১২ টি আপ ১৪ টি ডাউন এছাড়াও রানাঘাট থেকে বনগাঁও এর মধ্যে ১৭ টি আপ এবং ২৬ টি ডাউন ট্রেন যাতায়াত করে।

হাওড়া ডিভিশনের কিছু উল্লেখযোগ্য সাব-আরবান ট্রেন রুটের পরিসংখ্যান , হাওড়া - বর্ধমান ভায়া কর্ড রুটে ২৩ টি আপ এবং ২০ টি ডাউন, হাওড়া - বর্ধমান মেন রুটে ২৪ টি আপ ২২ টি ডাউন, হাওড়া - ব্যান্ডেল রুটে ৪২ টি আপ এবং ৪১ টি ডাউন এবং উভয় দিকে একটি করে মাতৃভূমি লোকাল।
হাওড়া ডিভিশনের কিছু উল্লেখযোগ্য সাব-আরবান ট্রেন রুটের পরিসংখ্যান , হাওড়া – বর্ধমান ভায়া কর্ড রুটে ২৩ টি আপ এবং ২০ টি ডাউন, হাওড়া – বর্ধমান মেন রুটে ২৪ টি আপ ২২ টি ডাউন, হাওড়া – ব্যান্ডেল রুটে ৪২ টি আপ এবং ৪১ টি ডাউন এবং উভয় দিকে একটি করে মাতৃভূমি লোকাল।
হাওড়া থেকে শেওড়াফুলির মধ্যে ১১ টি আপ ১১ টি ডাউন, হাওড়া থেকে কাটোয়ার মধ্যে উভয়দিকেই ৯ টি করে, হাওড়া থেকে তারকেশ্বরের মধ্যে ২০ আপ এবং ২৩ টি ডাউন, এছাড়াও বর্ধমান কাটোয়া রুটে উভয়দিকেই ৬ টি করে এবং ব্যান্ডেল নৈহাটি রুটে উভয় দিকে ১৯ টি করে ট্রেন যাতায়াত করে।
হাওড়া থেকে শেওড়াফুলির মধ্যে ১১ টি আপ ১১ টি ডাউন, হাওড়া থেকে কাটোয়ার মধ্যে উভয়দিকেই ৯ টি করে, হাওড়া থেকে তারকেশ্বরের মধ্যে ২০ আপ এবং ২৩ টি ডাউন, এছাড়াও বর্ধমান কাটোয়া রুটে উভয়দিকেই ৬ টি করে এবং ব্যান্ডেল নৈহাটি রুটে উভয় দিকে ১৯ টি করে ট্রেন যাতায়াত করে।

হাওড়া ও শিয়ালদহ থেকে এই বিপুল সংখ্যক ট্রেনের চলাচল শহরের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করে তুলেছে। পূর্ব রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা ও আরামের কথা মাথায় রেখে প্রতিনিয়ত ট্রেন পরিষেবা উন্নত করার চেষ্টা করে যাচ্ছে।
হাওড়া ও শিয়ালদহ থেকে এই বিপুল সংখ্যক ট্রেনের চলাচল শহরের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করে তুলেছে। পূর্ব রেল কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা ও আরামের কথা মাথায় রেখে প্রতিনিয়ত ট্রেন পরিষেবা উন্নত করার চেষ্টা করে যাচ্ছে।

রাকেশ মাইতি