Tag Archives: Cold Drinks

Reliance Campa Cola: ঠান্ডা পানীয়র নতুন দিগন্ত খুলে যাচ্ছে গরমে, ‘ক্যাম্পা কোলা’র প্রচারাভিযান শুরু রিলায়েন্সের

মুম্বই: আইকনিক ঠান্ডা পানীয় ব্র্যান্ড ক্যাম্পা কোলার নয়া প্রচারাভিযান শুরু করল রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, এফএমসিজি শাখা এবং রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেড। প্রচারে প্রকৃত ভারতের ছবি এঁকেছে রিলায়েন্স, তুলে এনেছে তরুণ সমাজের আশা-আকাঙ্ক্ষা।

প্রকৃত ভারতীয়দের চিত্রিত করার এক ভিন্ন পদ্ধতি সামনে নিয়ে এসেছে রিলায়েন্স। ক্যাম্পা কোলা ব্র্যান্ডের প্রচারের এটাই ইউএসপি। শুধু তাই নয়, তরুণ ভারতের সাহসী চেতনার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি রয়েছে প্রকৃত ভারতীয়দের সংকল্পের উদযাপনও, যা এক নতুন দিগন্তের উন্মোচন করে।

রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের সিওও কেতন মোদি বলেন, “কঠোর পরিশ্রমী ভারতীয়দের সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য তুলে দেওয়ার যাত্রা শুরু করলাম আমরা। এর মাধ্যমে ভারতীয়দের উচ্চ আকাঙ্ক্ষার উদযাপন করা হচ্ছে”।

রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড সরবরাহ চেনের মাধ্যমে দেশের কোণে কোণে ছড়িয়ে দেবে ক্যাম্পা কোলা। বিক্রিও করবে তারা। অন্য দিকে বিজ্ঞাপন গুরু প্রসূন জোশীর মস্তিষ্কপপ্রসূত ব্র্যান্ড ফিল্ম টিভি, ডিজিটাল, আউটডোর এবং প্রিন্ট মিডিয়া জুড়ে প্রচার চালাবে ক্যাম্পা কোলার।

লেখক এবং ম্যাককান গ্রুপের চিফ ক্রিয়েটিভ অফিসার প্রসূন জোশী বলছেন, “নতুন সৃজনশীলতার সঙ্গে ক্যাম্পা ব্র্যান্ড উদীয়মান ভারতের প্রত্যেক ছন্দে আন্দোলিত হবে, যার আকাশছোঁয়া আত্মবিশ্বাস রয়েছে,যাঁরা নতুন দিগন্ত ছুঁতে ভয় পায় না। এটা ভারতীয়দের গর্ব। প্রতিভা ও নতুন আকাশের সংকল্প। এই নতুন ভারতের তৃষ্ণা রয়েছে। সেই তৃষ্ণা মেটাতে বিশেষ কিছু প্রয়োজন”।

আরও পড়ুন: ডান হাত না বাঁ হাত, শুয়ে না বসে, BP মাপার সঠিক পদ্ধতি জানেন কি? আপনার অবহেলায় ভুল রিডিং আসছে না তো!

চলচ্চিত্র নির্মাতা, অরুণ গোপালন এবং গায়ক-সুরকার শঙ্কর মহাদেবনের সহযোগিতায় নির্মিত এই ব্র্যান্ড ফিল্মটি লিখেছেন প্রসূন জোশী। পরিচালকও তিনি। এছাড়া ক্রিয়েটিভ টিমে রয়েছেন আশিস চক্রবর্তী (হেড অফ ক্রিয়েটভ), সম্বিত মোহান্তি (ক্রিয়েটিভ হেড, উত্তর এবং দক্ষিণ) এবং বরুণ পপলি (সিনিয়র ক্রিয়েটিভ ডিরেক্টর)। কৌশলগত পরিকল্পনা ও ব্যবস্থাপনায় রয়েছেন জিতেন্দ্র দাবাস (চিফ স্ট্র্যাটেজি অফিসার), বিশাল আহলুওয়ালিয়া (দক্ষিণ অপারেশনের প্রধান), ভার্গিস জন, নেহা শরবনকুমার এবং চেন্না সাই চন্দন রাজ। ব্র্যান্ড ফিল্মের চলচ্চিত্র প্রধান হিসেবে কাজ করেছেন জিৎ কালরা, রয়েছেন আরশনীত ভুমরা।

Summer Health Tips: গরমে ভুলেও ছোঁবেন না এই ৫ খাবার! নিমেষে হতে পারে চরম বিপদ! হৃদরোগ, এমনকী মৃত্যুও…জানুন বিশেষজ্ঞের মত

প্রচন্ড গরমে সকলের প্রাণ ওষ্ঠাগত। রোদের তাপ দিনের বেলা বাড়ি থেকে বের হওয়া খুবই কষ্টকর হয়ে গেছে। তাই, গরমে কিছু জিনিস খাওয়া উচিত নয়, এতে শরীরের ক্ষতি হয়।
প্রচন্ড গরমে সকলের প্রাণ ওষ্ঠাগত। রোদের তাপ দিনের বেলা বাড়ি থেকে বের হওয়া খুবই কষ্টকর হয়ে গেছে। তাই, গরমে কিছু জিনিস খাওয়া উচিত নয়, এতে শরীরের ক্ষতি হয়।
বিখ্যাত ডায়েটিশিয়ান আয়ুশি যাদব বলেছেন যে গরমে কফি বা চা খাওয়া উচিত নয়। গরমের সময় নিজেকে হাইড্রেটেড রাখা খুবই গুরুত্বপূর্ণ। কফি শরীরের তাপমাত্রা বাড়ায়।
বিখ্যাত ডায়েটিশিয়ান আয়ুশি যাদব বলেছেন যে গরমে কফি বা চা খাওয়া উচিত নয়। গরমের সময় নিজেকে হাইড্রেটেড রাখা খুবই গুরুত্বপূর্ণ। কফি শরীরের তাপমাত্রা বাড়ায়।
মশলাদার জিনিসও যতটা সম্ভব না খাওয়া উচিত এতে পেট সংক্রান্ত সমস্যা বাড়ে। গ্যাসের সমস্যাও এর চেয়ে গুরুতর হয়ে ওঠে। ত্বকের স্বাস্থ্য নষ্ট করে। তাই গরমে এসব থেকে দূরে থাকতে হবে। মশলাদার খাবার লিভারের জন্য বিষের চেয়ে কম নয়। এটিও দ্রুত ওজন বাড়ায়।
মশলাদার জিনিসও যতটা সম্ভব না খাওয়া উচিত এতে পেট সংক্রান্ত সমস্যা বাড়ে। গ্যাসের সমস্যাও এর চেয়ে গুরুতর হয়ে ওঠে। ত্বকের স্বাস্থ্য নষ্ট করে। তাই গরমে এসব থেকে দূরে থাকতে হবে। মশলাদার খাবার লিভারের জন্য বিষের চেয়ে কম নয়। এটিও দ্রুত ওজন বাড়ায়।
অতিরিক্ত চিনি সকলের শরীরের জন্যও ক্ষতিকর। এনার্জি ড্রিংকস, কোল্ড ড্রিংকস বা সোডা থেকে দূরে থাকতে হবে। এটি খেলে আপনার শরীরে জল কম হয়ে যায়। রক্তে শর্করার মাত্রাও বাড়ায়। এ কারণে ডায়াবেটিসের ঝুঁকিও বেড়ে যায়। এটি আপনার ওজন দ্রুত বৃদ্ধি করে, তাই আপনার এটি থেকে দূরে থাকা উচিত।
অতিরিক্ত চিনি সকলের শরীরের জন্যও ক্ষতিকর। এনার্জি ড্রিংকস, কোল্ড ড্রিংকস বা সোডা থেকে দূরে থাকতে হবে। এটি খেলে আপনার শরীরে জল কম হয়ে যায়। রক্তে শর্করার মাত্রাও বাড়ায়। এ কারণে ডায়াবেটিসের ঝুঁকিও বেড়ে যায়। এটি আপনার ওজন দ্রুত বৃদ্ধি করে, তাই আপনার এটি থেকে দূরে থাকা উচিত।
অ্যালকোহল থেকেও দূরে থাকতে হবে। এটি আপনার শরীরকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। এটি খেলে আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যায়। এটি শরীরের তাপমাত্রাও বাড়ায়।
অ্যালকোহল থেকেও দূরে থাকতে হবে। এটি আপনার শরীরকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। এটি খেলে আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যায়। এটি শরীরের তাপমাত্রাও বাড়ায়।
অনেকেই বাইরের খাবার খেতে খুব পছন্দ করেন। তবে, গরমে এর থেকে দূরে থাকতে হবে। এটি খেলে বেশি ঘাম হয়।  হজম সংক্রান্ত সমস্যাও দেখা দেয়।
অনেকেই বাইরের খাবার খেতে খুব পছন্দ করেন। তবে, গরমে এর থেকে দূরে থাকতে হবে। এটি খেলে বেশি ঘাম হয়। হজম সংক্রান্ত সমস্যাও দেখা দেয়।

Side Effects Of Cold Drinks: গরমে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন? নাকি ঢক ঢক করে বিষ পান করছেন? জানুন

কোল্ড ড্রিংক খেলে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে। কোল্ড ড্রিংকেই প্রচুর পরিমানে চিনি থাকে। আর চিনি শরীরকে ভারী করে দেয়। এতে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে।তথ্য - সুস্মিতা গোস্বামী
কোল্ড ড্রিংক খেলে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে। কোল্ড ড্রিংকেই প্রচুর পরিমানে চিনি থাকে। আর চিনি শরীরকে ভারী করে দেয়। এতে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে।তথ্য – সুস্মিতা গোস্বামী
কোল্ড ড্রিংক অক্সিডেটিভ স্ট্রেস বাড়াতে পারে, ফলে ক্যানসারের মতো রোগের ফাঁদে পড়তে পারেন। এমনকি ডায়াবেটিসের মতো জটিল অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।তথ্য - সুস্মিতা গোস্বামী
কোল্ড ড্রিংক অক্সিডেটিভ স্ট্রেস বাড়াতে পারে, ফলে ক্যানসারের মতো রোগের ফাঁদে পড়তে পারেন। এমনকি ডায়াবেটিসের মতো জটিল অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।তথ্য – সুস্মিতা গোস্বামী
তৃষ্ণা মেটাতে অনেকেই কোল্ড ড্রিংক খেয়ে থাকে। তবে এতে রয়েছে ক্যালোরির ভাণ্ডার। সেখানে জল হল ক্যালোরি ফ্রি। জল সহজে তৃষ্ণা মিটিয়ে দিতে পারে। তাই জল তৃষ্ণা পেলে কখনওই কোল্ড ড্রিংক খাওয়া উচিৎ নয়।তথ্য - সুস্মিতা গোস্বামী
তৃষ্ণা মেটাতে অনেকেই কোল্ড ড্রিংক খেয়ে থাকে। তবে এতে রয়েছে ক্যালোরির ভাণ্ডার। সেখানে জল হল ক্যালোরি ফ্রি। জল সহজে তৃষ্ণা মিটিয়ে দিতে পারে। তাই জল তৃষ্ণা পেলে কখনওই কোল্ড ড্রিংক খাওয়া উচিৎ নয়।তথ্য – সুস্মিতা গোস্বামী
কোল্ড ড্রিংকের মধ্যে কোনও রকম পুষ্টি নেই। কোনও ভিটামিন, খনিজ থাকে না। যার ফলে শিশুর বৃদ্ধি এবং বিকাশে কোল্ড ড্রিংকের কোনও ভূমিকা নেই।তথ্য - সুস্মিতা গোস্বামী
কোল্ড ড্রিংকের মধ্যে কোনও রকম পুষ্টি নেই। কোনও ভিটামিন, খনিজ থাকে না। যার ফলে শিশুর বৃদ্ধি এবং বিকাশে কোল্ড ড্রিংকের কোনও ভূমিকা নেই।তথ্য – সুস্মিতা গোস্বামী
কোল্ড ড্রিংকে থাকে ক্যাফিন। এই ক্যাফিন পেটের জন্য ক্ষতিকর। তাই বেশি পরিমাণে খেলে তা শরীরে সমস্যা তৈরি করে। এমনকি পাকস্থলীর ক্ষতি হয়। তাই এই পানীয় বেশি খাওয়া ভাল নয়।তথ্য - সুস্মিতা গোস্বামী
কোল্ড ড্রিংকে থাকে ক্যাফিন। এই ক্যাফিন পেটের জন্য ক্ষতিকর। তাই বেশি পরিমাণে খেলে তা শরীরে সমস্যা তৈরি করে। এমনকি পাকস্থলীর ক্ষতি হয়। তাই এই পানীয় বেশি খাওয়া ভাল নয়।তথ্য – সুস্মিতা গোস্বামী

Side Effects: ভিতর থেকে ঝাঁঝরা করে দেয় শরীরকে…‘এই’ সব খাবার খেয়েই কি ঢকঢক করে খেয়ে ফেলেন কোল্ড ড্রিঙ্কস? খুব সাবধান!

কোলড্রিঙ্কস বা কার্বোনেটেড ওয়াটার আমাদের কার না প্রিয়৷ বিশেষ করে ভরপেট খাওয়ার পরে আমাদের আজকাল কোল্ড ড্রিঙ্কস কার্যত চাই-ই চাই৷ সেই তন্দুর, কাবাব, বিরিয়ানির মতো মুঘলাই খাবার হোক, কী মিক্সড ফ্রায়েড রাইসের সঙ্গে সেজুয়ান চিকেনের মতো চাইনিজ৷ আমাদের এক অদ্ভুত প্রচলিত ধারণা রয়েছে, কোল্ড ড্রিঙ্কস বা কার্বোনেটেড ওয়াটার, অর্থাৎ, সোডা খেলেই আমাদের খাবার দাবার সব হজম হয়ে যায়৷ কিন্তু, কথাটা কতটা সত্যি?
কোলড্রিঙ্কস বা কার্বোনেটেড ওয়াটার আমাদের কার না প্রিয়৷ বিশেষ করে ভরপেট খাওয়ার পরে আমাদের আজকাল কোল্ড ড্রিঙ্কস কার্যত চাই-ই চাই৷ সেই তন্দুর, কাবাব, বিরিয়ানির মতো মুঘলাই খাবার হোক, কী মিক্সড ফ্রায়েড রাইসের সঙ্গে সেজুয়ান চিকেনের মতো চাইনিজ৷ আমাদের এক অদ্ভুত প্রচলিত ধারণা রয়েছে, কোল্ড ড্রিঙ্কস বা কার্বোনেটেড ওয়াটার, অর্থাৎ, সোডা খেলেই আমাদের খাবার দাবার সব হজম হয়ে যায়৷ কিন্তু, কথাটা কতটা সত্যি?
খাবার খাওয়ার পরেই ঢক ঢক করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলে আদৌ কি আমাদের কোনও উপকার হয় নাকি উল্টে ক্ষতি৷ সেক্ষেত্রে, ভাল-খারাপের লাভ-ক্ষতিই বা কীরকম?
খাবার খাওয়ার পরেই ঢক ঢক করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলে আদৌ কি আমাদের কোনও উপকার হয় নাকি উল্টে ক্ষতি৷ সেক্ষেত্রে, ভাল-খারাপের লাভ-ক্ষতিই বা কীরকম?
হাড় মজবুত রাখতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া দেন চিকিৎসক কিংবা ডায়েটেশিয়ানরা। তবে, আজকাল আমরা এমন কিছু খাবার অতিরিক্ত মাত্রায় খেয়ে থাকি, যা খুব অল্প বয়সেই আমাদের হাড় ভিতর থেকে ফাঁপা, দুর্বল করে দেয়। এই প্রতিবেদনে এমন কিছু খাদ্য ও পানীয়ের কথা বলা হচ্ছে, যেগুলি বেশি পরিমাণে খেলে হাড় দুর্বল হয়ে যেতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা৷ শুধু তাই নয়, হতে পারে মারাত্মক হাড়ের রোগও।
হাড় মজবুত রাখতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেওয়া দেন চিকিৎসক কিংবা ডায়েটেশিয়ানরা। তবে, আজকাল আমরা এমন কিছু খাবার অতিরিক্ত মাত্রায় খেয়ে থাকি, যা খুব অল্প বয়সেই আমাদের হাড় ভিতর থেকে ফাঁপা, দুর্বল করে দেয়। এই প্রতিবেদনে এমন কিছু খাদ্য ও পানীয়ের কথা বলা হচ্ছে, যেগুলি বেশি পরিমাণে খেলে হাড় দুর্বল হয়ে যেতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা৷ শুধু তাই নয়, হতে পারে মারাত্মক হাড়ের রোগও।
খুব বেশি সোডা জাতীয় পানীয় পান করাও হাড়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বেশি সোডা এবং চিনিযুক্ত পানীয় পান করলে হাড়ের ঘনত্ব কমে যায় এবং ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ে। সোডা হাড়ের জন্য ক্ষতিকর। সেপ্টেম্বর ২০১৪-র একটি গবেষণায় দেখা গেছে, যাঁরা বেশি সোডা বা চিনিযুক্ত পানীয় পান করেন তাঁদের হাড় ক্ষয়ের ঝুঁকি বেশি থাকে।
খুব বেশি সোডা জাতীয় পানীয় পান করাও হাড়ের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বেশি সোডা এবং চিনিযুক্ত পানীয় পান করলে হাড়ের ঘনত্ব কমে যায় এবং ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ে। সোডা হাড়ের জন্য ক্ষতিকর। সেপ্টেম্বর ২০১৪-র একটি গবেষণায় দেখা গেছে, যাঁরা বেশি সোডা বা চিনিযুক্ত পানীয় পান করেন তাঁদের হাড় ক্ষয়ের ঝুঁকি বেশি থাকে।
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, আজকাল কম বয়সে বহু মানুষই আক্রান্ত হচ্ছে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারে। এর অন্য়তম কারণ হিসেবে অবশ্যই অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়াকে দায়ী করছেন চিকিৎসক তথা নিউট্রিশানিস্টরা। এর মধ্যে অন্যতম হল কোল্ড ড্রিংক্স। বিরিয়ানি, রোল বা বার্গারের মতো ফাস্টফুড খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাওয়া আমাদের লিভারের ভয়ঙ্কর ক্ষতি করে৷
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, আজকাল কম বয়সে বহু মানুষই আক্রান্ত হচ্ছে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারে। এর অন্য়তম কারণ হিসেবে অবশ্যই অস্বাস্থ্যকর খাওয়া-দাওয়াকে দায়ী করছেন চিকিৎসক তথা নিউট্রিশানিস্টরা। এর মধ্যে অন্যতম হল কোল্ড ড্রিংক্স। বিরিয়ানি, রোল বা বার্গারের মতো ফাস্টফুড খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাওয়া আমাদের লিভারের ভয়ঙ্কর ক্ষতি করে৷
তাছাড়া, বিশেষজ্ঞেরা বলছেন, সোডাযুক্ত পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এই ধরনের পানীয়তে প্রচুর পরিমাণে চিনি থাকে। চিনি শরীরকে ভারী করে দেয়। এখান থেকেই বাড়ে ফ্যাটি লিভারের ঝুঁকি। অতিরিক্ত চিনি আর বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ দিয়ে তৈরি হয় পানীয়গুলো। ক্যালোরির পরিমাণও বেশি থাকে। দিনের পর দিন কোল্ড ড্রিংক্স খেতে থাকলে ওজন বাড়তে বাধ্য।
তাছাড়া, বিশেষজ্ঞেরা বলছেন, সোডাযুক্ত পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়িয়ে দেয়। এই ধরনের পানীয়তে প্রচুর পরিমাণে চিনি থাকে। চিনি শরীরকে ভারী করে দেয়। এখান থেকেই বাড়ে ফ্যাটি লিভারের ঝুঁকি। অতিরিক্ত চিনি আর বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ দিয়ে তৈরি হয় পানীয়গুলো। ক্যালোরির পরিমাণও বেশি থাকে। দিনের পর দিন কোল্ড ড্রিংক্স খেতে থাকলে ওজন বাড়তে বাধ্য।
পুষ্টিবিদেরা আরও জানাচ্ছেন, এই ধরনের পানীয়গুলো হজমজনিত সমস্যাও ডেকে আনে। এমনকি রক্তচাপ বেড়ে যাওয়া, টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পাওয়া এবং ওবেসিটিতে আক্রান্ত হওয়ার মতো সমস্যা দেখা দেয় এতে। এছাড়াও দাঁতের ক্ষয় বাড়িয়ে তোলে এই ধরনের পানীয়গুলো।
পুষ্টিবিদেরা আরও জানাচ্ছেন, এই ধরনের পানীয়গুলো হজমজনিত সমস্যাও ডেকে আনে। এমনকি রক্তচাপ বেড়ে যাওয়া, টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি পাওয়া এবং ওবেসিটিতে আক্রান্ত হওয়ার মতো সমস্যা দেখা দেয় এতে। এছাড়াও দাঁতের ক্ষয় বাড়িয়ে তোলে এই ধরনের পানীয়গুলো।
এছাড়া, অতিরিক্ত সুগার ইনটেক করলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। অতিরিক্ত চিনি খেলে হাড়ের ক্ষতি হতে পারে। আপনি যদি স্বাস্থ্যকর খাবার গ্রহণ না করেন এবং খাবারে চিনির পরিমাণ বেশি থাকে, তাহলে আপনার হাড়ের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে এবং হাড়ের মধ্যে দুর্বলতা আসতে শুরু করবে।
এছাড়া, অতিরিক্ত সুগার ইনটেক করলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। অতিরিক্ত চিনি খেলে হাড়ের ক্ষতি হতে পারে। আপনি যদি স্বাস্থ্যকর খাবার গ্রহণ না করেন এবং খাবারে চিনির পরিমাণ বেশি থাকে, তাহলে আপনার হাড়ের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে এবং হাড়ের মধ্যে দুর্বলতা আসতে শুরু করবে।
এছাড়া, বহু পানীয়ে ব্যবহৃত কৃত্রিম স্যুইটনার ‘অ্যাসপার্টেম’বহু গবেষণাতেই ক্ষতিকারক বলে প্রমাণিত হয়েছে৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের মতো, এই অ্যাসপার্টেম মানুষের মধ্যে ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে৷
এছাড়া, বহু পানীয়ে ব্যবহৃত কৃত্রিম স্যুইটনার ‘অ্যাসপার্টেম’বহু গবেষণাতেই ক্ষতিকারক বলে প্রমাণিত হয়েছে৷ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের মতো, এই অ্যাসপার্টেম মানুষের মধ্যে ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে তোলে৷

Malda News: দাম বেশি নিচ্ছে দোকানদার! ক্রেতা সুরক্ষা দফতরে জানালেই মিলবে সুরাহা

মালদহ: ফ্রিজে ঠান্ডা করা হচ্ছে। তাই ঠান্ডা পানীয় বা জলের বোতলের প্রিন্ট রেট থেকে বেশি দাম নিচ্ছেন? তাহলে সাবধান! মোটা টাকা জরিমানা হতে পারে বিক্রেতার। কঠোর হচ্ছে ক্রেতা সুরক্ষা দফতর। এবার সাধারণ ক্রেতাদের সুরক্ষা দিতে এই সমস্ত বিষয়ের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে দফতরের পক্ষ থেকে। শুধু তাই নয়, ওজন যন্ত্রের কারচুপি করলে মিলবে না রেহাই। এবার নিয়মিত শহর ও গ্রাম অঞ্চলের বাজারগুলিতে নজরদারি হানা দিতে শুরু করেছে ক্রেতা সুরক্ষা দফতর। মালদহ শহরের ঝলঝলিয়া মার্কেট ও মালঞ্চ পল্লী সবজি মার্কেটের একই দিনে হানা ক্রেতা সুরক্ষা দফতরে।

মালদহ ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক, অপরেশ হালদার বলেন, আমাদের মূল উদ্দেশ্য সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। যদি কোন অসাধু ব্যবসায়ী বেআইনি কার্যকলাপ করেন সামগ্রীর দাম বেসনের বা ওজনের কারচুপি করেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন বাজারে আমরা হানা দিয়ে কিছু বেআইনি ওজন যন্ত্র বাজেয়াপ্ত করেছি। সাধারণ মানুষকে নিয়মিত সচেতন করা হবে। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে।

আরও পড়ুন: ছিঃ! দিঘার ঝাঁ চকচকে হোটেলের আড়ালে এ কী চলছিল! ফল ভুগছিলেন পর্যটকরা

সবজি বাজারে হানা দিয়ে চক্ষু চরক গাছ কর্তাদের। কারণ একাধিক সবজি দোকানে কাঠের ওজন যন্ত্র দিয়ে সামগ্রী পরিমাপ করা হচ্ছিল। যা একেবারে আইনত নিষিদ্ধ। দফতরের কর্তারা শেষ সমস্ত দাঁড়িপাল্লা নষ্ট করেন। এছাড়াও বাজারে দেখা যায় একাধিক বিক্রেতা ওজনের কারচুপি ও সঠিক সময়ে ওজন যন্ত্রের রেনুয়াল না করেই ওজন করছেন। এই সমস্ত ওজন যন্ত্র গুলি বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুন: রূপম ইসলামের হুঁশিয়ারি না মানায় কালনা হাসপাতালে ভর্তি দুজন

ওজনে কারচুপি বা যারা ওজন যন্ত্রের রেনুয়াল করেন নি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করছে দফতর। আইন অনুযায়ী তাদের জরিমানা করা হবে। এছাড়াও এদিন ক্রেতা সুরক্ষা দফতরের পক্ষ থেকে দুটি বাজারেই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়। কোন ব্যবসায়ীর কাছে সাধারণ ক্রেতারা ঠকে গেলে কি করবেন কোথায় গেলে সুরাহা মিলবে এই সমস্ত বিষয় নিয়ে সচেতন করা হয়।

—- হরষিত সিংহ