মেলোনির নমস্কার

‘নমস্কারে’ মজে ইতালির প্রধানমন্ত্রী, G7 শীর্ষ সম্মেলনে আমন্ত্রিতদের হাতজোড় করে অভ্যর্থনা জানালেন মেলোনি

রোম: প্রাশ্চাত্যে অতিথির সঙ্গে হ্যান্ডশেক করাই দস্তুর। ইতালি তার বাইরে নয়। কিন্তু G7 শীর্ষ সম্মেলনে দেখা গেল উল্টো ছবি। আমন্ত্রিত রাষ্ট্রনেতাদের নমস্কার করে বরণ করে নিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। একেবারে ভারতীয় কায়দায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মেলোনির নমস্কারের ছবি। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ থেকে শুরু করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনের সামনে হাসিমুখে হাতজোড় করে দাঁড়িয়ে ইতালির প্রধানমন্ত্রী। অনেকেই বলাবলি করছেন, এভাবেই ভারতীয় সংস্কৃতির ডঙ্কা বাজবে গোটা বিশ্বে।

মাইক্রোব্লগিং সাইট এক্সে এখন ট্রেন্ড করছে মেলোনির ‘নমস্কার’। হাজার হাজার ভিউ। ইউজাররা ইতালির প্রধানমন্ত্রীর প্রশংসা করছেন। একজন ইউজার লিখেছেন, “নমস্কার এখন গ্লোবাল ট্রেন্ড। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি G7 শীর্ষ সম্মেলনে আগত অতিথিদের অভ্যর্থনা জানিয়েছেন নমস্কার করে”।

ভারতে এই ধরনের আচরণকে ‘সংস্কার’ বলা হয়। আরেক ইউজারের কমেন্টে সেটাই ফুটে উঠেছে। তিনি লিখেছেন, “সংস্কারি কন্যা। স্বাগত জানাতে নমস্কার করছেন”। অন্য এক ইউজার মেলোনির এই আচরণে বিশ্বব্যাপী ভারতীয় সংস্কৃতির জয়রথ দেখছেন। তাঁর কথায়, “অত্যন্ত সুন্দর আচরণ। বোঝা যাচ্ছে, আমাদের সংস্কৃতি গোটা বিশ্বে উদযাপিত হচ্ছে”।

শুধু ভারতীয় সংস্কৃতির উদযাপন বা প্রশংসা নয়, নমস্কারের বৈজ্ঞানিক সুফলও ব্যাখ্যা করেছেন কেউ কেউ। তিনি লিখেছেন, “অভিবাদন করার বৈজ্ঞানিক পদ্ধতি এটাই। নমস্কার মানে, সামনের জনের মধ্যে থাকা ঈশ্বরকে প্রণাম জানানো। এতে হ্যান্ডশেকের মতো এক হাত থেকে অন্য হাতে ব্যাকটেরিয়া ছড়ায় না”।

G7 দেশগুলি অর্থাৎ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনেতারা বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে ১৩ থেকে ১৫ জুন দক্ষিণ ইতালির পুগুলিয়ায় আয়োজিত তিন দিনের শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

মোদি বলেছেন, “ইতালির G7 শীর্ষ সম্মেলনে যোগ দেব। সহকর্মী রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং পৃথিবীকে আরও উন্নত করে তোলা ও মানুষের জীবনের উন্নয়নের লক্ষ্যে বিস্তৃত আলোচনা করার জন্য আমি উন্মুখ”। ফাসানোর বোরগো এগনাজিয়ার বিলাসবহুল রিসর্টে অনুষ্ঠিত হচ্ছে G7 শীর্ষ সম্মেলন। টানা তৃতীয় মেয়াদে জেতার পর এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বিদেশ সফর।