প্রতি বৃহস্পতিবার গৃহস্থবাড়িতে লক্ষ্মীপুজো করেন বাঙালি বধূরা৷ মনে করা হয়, এর ফলে সংসারে শ্রী ও ধনসম্পদের যোগান অটুট থাকে সব সময়৷

Thursday Lakshmipuja Rules: বৃহস্পতিবার পাঁচালি পড়ে এই নিয়মে লক্ষ্মীপুজো করলে মা লক্ষ্মী কোনওদিন আপনার সংসার ছেড়ে যাবেন না

প্রতি বৃহস্পতিবার গৃহস্থবাড়িতে লক্ষ্মীপুজো করেন বাঙালি বধূরা৷ মনে করা হয়, এর ফলে সংসারে শ্রী ও ধনসম্পদের যোগান অটুট থাকে সব সময়৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
প্রতি বৃহস্পতিবার গৃহস্থবাড়িতে লক্ষ্মীপুজো করেন বাঙালি বধূরা৷ মনে করা হয়, এর ফলে সংসারে শ্রী ও ধনসম্পদের যোগান অটুট থাকে সব সময়৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
বৃহস্পতিবারকে লক্ষ্মীবারও বলা হয়৷ এই ব্রত পালনের জন্য লাগবে একটি ঘট, আমের পল্লব, ধান, দূর্বা, মাটি, তুলসিপাতা, শ্বেতচন্দন, আতপচাল, কলা, পান, সুপুরি, হরিতকি, বাতাসা, ফুল, সিঁদুর, ধূপ, প্রদীপ৷
বৃহস্পতিবারকে লক্ষ্মীবারও বলা হয়৷ এই ব্রত পালনের জন্য লাগবে একটি ঘট, আমের পল্লব, ধান, দূর্বা, মাটি, তুলসিপাতা, শ্বেতচন্দন, আতপচাল, কলা, পান, সুপুরি, হরিতকি, বাতাসা, ফুল, সিঁদুর, ধূপ, প্রদীপ৷

 

স্নান সেরে শুদ্ধ বসনে মা লক্ষ্মীর আসনের সামনে বসুন৷ স্বস্তিকচিহ্ন এঁকে ঘটস্থাপন করুন৷ ঘটে আম্রপল্লব দিন৷ পল্লবে যেন বিজোড় সংখ্যক পাতা থাকে৷ ঘটে যে কোনও একটি ফল, পানপাতা ও হরিতকি দিন৷ সেগুলিতে সিঁদুরের ফোঁটা দিন৷
স্নান সেরে শুদ্ধ বসনে মা লক্ষ্মীর আসনের সামনে বসুন৷ স্বস্তিকচিহ্ন এঁকে ঘটস্থাপন করুন৷ ঘটে আম্রপল্লব দিন৷ পল্লবে যেন বিজোড় সংখ্যক পাতা থাকে৷ ঘটে যে কোনও একটি ফল, পানপাতা ও হরিতকি দিন৷ সেগুলিতে সিঁদুরের ফোঁটা দিন৷

 

পুজোর শুরুতে প্রথমে ভগবান নারায়ণের পুজো করুন৷ লক্ষ্মীনারায়ণ না থাকলেও প্রথমে নারায়ণের পুজোই করবেন৷ তার পর মা লক্ষ্মীর পুজো করুন৷
পুজোর শুরুতে প্রথমে ভগবান নারায়ণের পুজো করুন৷ লক্ষ্মীনারায়ণ না থাকলেও প্রথমে নারায়ণের পুজোই করবেন৷ তার পর মা লক্ষ্মীর পুজো করুন৷

 

নারায়ণকে তুলসিপাতা নিবেদন করলেও মা লক্ষ্মীকে তুলসিপাতা দেবেন না৷ তাঁকে পুষ্প ও বিল্বপত্র দিন৷ নৈবেদ্য ও ভোগপ্রসাদ নিবেদন করুন৷
নারায়ণকে তুলসিপাতা নিবেদন করলেও মা লক্ষ্মীকে তুলসিপাতা দেবেন না৷ তাঁকে পুষ্প ও বিল্বপত্র দিন৷ নৈবেদ্য ও ভোগপ্রসাদ নিবেদন করুন৷

 

ধূপ ও প্রদীপ দিয়ে আরতি করুন৷ মন্ত্রপাঠে পুজো সমাপনে অবশ্যই হাতে ধানদূর্বা নিয়ে মা লক্ষ্মীর ব্রতকথা ও পাঁচালি পাঠ করুন৷ অনেকে সন্ধ্যাবেলাও পাঁচালি পাঠ করেন৷ তাহলে কিন্তু সন্ধ্যা পর্যন্ত উপবাস রাখতে হবে৷ তার পর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারবেন৷
ধূপ ও প্রদীপ দিয়ে আরতি করুন৷ মন্ত্রপাঠে পুজো সমাপনে অবশ্যই হাতে ধানদূর্বা নিয়ে মা লক্ষ্মীর ব্রতকথা ও পাঁচালি পাঠ করুন৷ অনেকে সন্ধ্যাবেলাও পাঁচালি পাঠ করেন৷ তাহলে কিন্তু সন্ধ্যা পর্যন্ত উপবাস রাখতে হবে৷ তার পর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে পারবেন৷

 

পটের ছবি হোক বা বিগ্রহ৷ মা লক্ষ্মী যেন সেখানে আসীন অবস্থায় থাকেন৷ লক্ষ্মীপুজোর ঘট প্রতি সপ্তাহে অবশ্যই পরিবর্তন করবেন৷ সব সময় ডানহাতের অনামিকা দিয়ে মাঙ্গলিক চিহ্ন আঁকুন ঘটে৷ ঘটের নীচে মাটি, ধান, দূর্বা দিতে পারেন৷
পটের ছবি হোক বা বিগ্রহ৷ মা লক্ষ্মী যেন সেখানে আসীন অবস্থায় থাকেন৷ লক্ষ্মীপুজোর ঘট প্রতি সপ্তাহে অবশ্যই পরিবর্তন করবেন৷ সব সময় ডানহাতের অনামিকা দিয়ে মাঙ্গলিক চিহ্ন আঁকুন ঘটে৷ ঘটের নীচে মাটি, ধান, দূর্বা দিতে পারেন৷

 

চঞ্চলা লক্ষ্মীকে গৃহে চিরস্থায়ী ভাবে রাখতে তাঁর কাছে নিবেদন করতে পারেন কড়ি৷ উলু ও শঙ্খধ্বনি দেওয়া যায়৷ তবে কখনওই কাঁসর ঘণ্টা বাজাবেন না৷ তাতে চঞ্চলা লক্ষ্মী অপ্রসন্ন হন৷
চঞ্চলা লক্ষ্মীকে গৃহে চিরস্থায়ী ভাবে রাখতে তাঁর কাছে নিবেদন করতে পারেন কড়ি৷ উলু ও শঙ্খধ্বনি দেওয়া যায়৷ তবে কখনওই কাঁসর ঘণ্টা বাজাবেন না৷ তাতে চঞ্চলা লক্ষ্মী অপ্রসন্ন হন৷

 

মা লক্ষ্মীকে সাদা ফুল নিবেদন করবেন না৷ সব সময় লাল বা গোলাপি ফুল নিবেদন করুন৷ তাঁর আসনে কালো কাপড় পাতবেন না৷ লাল বা হলুদ কাপড় পাতুন৷
মা লক্ষ্মীকে সাদা ফুল নিবেদন করবেন না৷ সব সময় লাল বা গোলাপি ফুল নিবেদন করুন৷ তাঁর আসনে কালো কাপড় পাতবেন না৷ লাল বা হলুদ কাপড় পাতুন৷

 

মা লক্ষ্মীর পুজোয় লোহার বাসন কোনওমতেই ব্যবহার করবেন না৷ তাঁর পুজোয় স্টিলের ঘটও স্থাপন করবেন না৷ সব সময় পিতলের ঘট ব্যবহার করুন৷
মা লক্ষ্মীর পুজোয় লোহার বাসন কোনওমতেই ব্যবহার করবেন না৷ তাঁর পুজোয় স্টিলের ঘটও স্থাপন করবেন না৷ সব সময় পিতলের ঘট ব্যবহার করুন৷