মিডিয়ায় প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, গুগলের প্রতি মিনিটে আয় প্রায় ২ কোটি টাকা। সম্পূর্ণ ‘বিনামূল‍্যে সার্ভিস’ দিচ্ছে এই সার্চ ইঞ্জিন। তাহলে এই বিপুল পরিমাণ টাকা কীভাবে আয় করছে গুগল।

Google Service Shut Down: এক ধাক্কায় বন্ধ একাধিক পরিষেবা! জুনেই বদলে যেতে পারে ইন্টারনেট ব্যবহারের নানা দিক, Google-এর বড় ঘোষণা, তালিকা এক নজরে

ভারত-সহ দুনিয়ার অনেক দেশই রয়েছে, যারা Google-এর বিভিন্ন পরিষেবা ব্যবহার করে থাকে। এর মধ্যে একটি জনপ্রিয় পরিষেবা হল Google সার্চ ইঞ্জিন। যার অনেক সংখ্যায় ইউজার রয়েছে।
ভারত-সহ দুনিয়ার অনেক দেশই রয়েছে, যারা Google-এর বিভিন্ন পরিষেবা ব্যবহার করে থাকে। এর মধ্যে একটি জনপ্রিয় পরিষেবা হল Google সার্চ ইঞ্জিন। যার অনেক সংখ্যায় ইউজার রয়েছে।
বন্ধ হতে চলেছে এই সার্ভিস- অনেকেই জানেন না যে, ২০২৪ সালের জুন মাসেই Google-এর বেশ কিছু পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।
বন্ধ হতে চলেছে এই সার্ভিস- অনেকেই জানেন না যে, ২০২৪ সালের জুন মাসেই Google-এর বেশ কিছু পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।
এর মধ্যে Google-এর অনেক জনপ্রিয় পরিষেবাও রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক জুন মাসে বন্ধ হতে চলেছে Google-এর কোন কোন পরিষেবা।
এর মধ্যে Google-এর অনেক জনপ্রিয় পরিষেবাও রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক জুন মাসে বন্ধ হতে চলেছে Google-এর কোন কোন পরিষেবা।
ভারতে নেই এই সার্ভিস- Google অনেক আগেই জানিয়ে দিয়েছিল যে, তারা তাদের VPN Service বন্ধ করতে চলেছে। কিন্তু, ভারতে Google-এর এই VPN Service কখনও লঞ্চই করা হয়নি।
ভারতে নেই এই সার্ভিস- Google অনেক আগেই জানিয়ে দিয়েছিল যে, তারা তাদের VPN Service বন্ধ করতে চলেছে। কিন্তু, ভারতে Google-এর এই VPN Service কখনও লঞ্চই করা হয়নি।
PXL VPN Service চালু থাকবে- ভারতীয় ইউজারদের মধ্যে Google VPN Service বন্ধ হওয়ার খুব বেশি প্রভাব পড়বে না। কিন্তু, Google Pixel 7 সিরিজের ইউজারদের জন্য এই PXL VPN Service চালু থাকবে।
PXL VPN Service চালু থাকবে- ভারতীয় ইউজারদের মধ্যে Google VPN Service বন্ধ হওয়ার খুব বেশি প্রভাব পড়বে না। কিন্তু, Google Pixel 7 সিরিজের ইউজারদের জন্য এই PXL VPN Service চালু থাকবে।
কবে লঞ্চ করা হয় Google VPN Service- ২০২০ সালের অক্টোবর মাসে এই Google VPN Service লঞ্চ করা হয়। এরপর থেকে সাধারণ ইউজাররা এটি ব্যবহার করতে শুরু করে। এখন Google এই VPN Service বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
কবে লঞ্চ করা হয় Google VPN Service- ২০২০ সালের অক্টোবর মাসে এই Google VPN Service লঞ্চ করা হয়। এরপর থেকে সাধারণ ইউজাররা এটি ব্যবহার করতে শুরু করে। এখন Google এই VPN Service বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
Google Pay- ৪ জুন থেকে Google Pay বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু, Google Pay-এর এই শাটডাউন শুধুমাত্র আমেরিকাতে হবে। অর্থাৎ ভারতে এখনও চালু থাকবে Google Pay পরিষেবা।
Google Pay- ৪ জুন থেকে Google Pay বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু, Google Pay-এর এই শাটডাউন শুধুমাত্র আমেরিকাতে হবে। অর্থাৎ ভারতে এখনও চালু থাকবে Google Pay পরিষেবা।
Google Pay হল পেমেন্ট অ্যাপ- Google Pay হল একটি জনপ্রিয় পেমেন্ট অ্যাপ। যার মাধ্যমে ইউজাররা ডিজিটালি পেমেন্ট করতে পারে, আবার টাকা রিসিভ করতেও পারে। ডিজিটাল ভাবে টাকা লেনদেন করার জন্য ভারতে এই Google Pay খুবই জনপ্রিয়।
Google Pay হল পেমেন্ট অ্যাপ- Google Pay হল একটি জনপ্রিয় পেমেন্ট অ্যাপ। যার মাধ্যমে ইউজাররা ডিজিটালি পেমেন্ট করতে পারে, আবার টাকা রিসিভ করতেও পারে। ডিজিটাল ভাবে টাকা লেনদেন করার জন্য ভারতে এই Google Pay খুবই জনপ্রিয়।
Google Wallet লঞ্চ- Google সম্প্রতি ভারতে লঞ্চ করেছে এই Google Wallet। এটি পেমেন্ট করার সুবিধা দেয় না। অর্থাৎ ভারতে এখন Google Pay এবং Google Wallet দু’টি অ্যাপই কাজ করছে।
Google Wallet লঞ্চ- Google সম্প্রতি ভারতে লঞ্চ করেছে এই Google Wallet। এটি পেমেন্ট করার সুবিধা দেয় না। অর্থাৎ ভারতে এখন Google Pay এবং Google Wallet দু’টি অ্যাপই কাজ করছে।
VPN আসলে কী- VPN অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হল একটি টেকনোলজি। যা ইন্টারনেটের সঙ্গে ইউজারদের কানেকশন সিকিওর এবং প্রাইভেট করে দেয়। VPN-এ এনক্রিপশন ব্যবহার করা হয়।
VPN আসলে কী- VPN অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হল একটি টেকনোলজি। যা ইন্টারনেটের সঙ্গে ইউজারদের কানেকশন সিকিওর এবং প্রাইভেট করে দেয়। VPN-এ এনক্রিপশন ব্যবহার করা হয়।