সবুজ বাহিনী

South 24 Parganas News: সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এবার পরিবেশ রক্ষা করবে সবুজ বাহিনী!

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এবার পরিবেশ রক্ষা করবে সবুজ বাহিনী। এই সবুজ বাহিনী তৈরি হয়েছে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে। সম্প্রতি সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের সুকান্ত ভট্টাচার্য মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এই বাহিনী তৈরি করা হয়েছে। তাদেরকে প্রথমে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে বিভিন্ন সামগ্রিক তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  মাত্র কয়েক টাকা দামে, গুণে ঠাসা ডিম, ফ্রিজে যদি ‘এভাবে’ ডিম রাখেন, তাহলে দফারফা

প্লাস্টিক বোতল দিয়ে বসার টুল, ঘর সাজানোর জিনিস তৈরি করা শেখানো হয়েছে। এই প্রশিক্ষণ পাওয়ার পর সবুজ বাহিনীর সদস্যরা বাড়িতে বাড়িতে গিয়ে প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্বন্ধে বোঝাবে। সেই সঙ্গে সুন্দরবনের সামগ্রিক পরিস্থিতি। বিশ্ব উষ্ণায়ন সহ একাধিক বিষয় নিয়ে তারা গ্রামবাসীদের অবগত করবে। সবুজ বাহিনী পরিবেশকে প্লাস্টিক মুক্ত করা ছাড়াও ম্যানগ্রোভ রক্ষায় কাজ করবে। ফলে সুন্দর হয়ে উঠবে পরিবেশ। সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব সকলের এই বিষয়টিকেই তুলে ধরবে তারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই সবুজ বাহিনীর কাজ ফলপ্রসূ হলে আগামীদিনে সুন্দরবনের একাধিক স্কুলে গড়ে তোলা হবে এই সবুজ বাহিনী।

নবাব মল্লিক