মুখে গুটখা, কানে মোবাইল! কানপুর টেস্টের আগে আবার খবরে ‘গুটখা ম্যান’!

কানপুর: ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের ২ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩ বছর পর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আবারও টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল।

ভারত শেষবার কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালে টেস্ট ম্যাচ খেলেছিল। ওই টেস্ট ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে বসে গুটখা চেবানোর জন্য এক ব্যক্তি খবরের শিরোনামে চলে আসেন। ওই ঘটনার ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন- আইপিএল নিলামের আগেই চমকে দেওয়া সিদ্ধান্ত আন্দ্রে রাসেলের,কী জানালেন কেকেআর তারকা

কানপুর টেস্ট ম্যাচে ভারতের প্রথম ইনিংসের ৭১তম ওভারের শুরুতে ক্যামেরার ফোকাস স্টেডিয়ামে বসে থাকা এক ব্যক্তির দিকে যায়। তিনি তখন গুটখা চিবোচ্ছিলেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, ওই ব্যক্তি ফোনে কথা বলছেন এবং গুটখা চিবোচ্ছেন।

সেই ব্যক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাঁকে অনেকে ‘গুটকা ম্যান’ নাম দেন। ওই ব্যক্তির নাম শোভিত পান্ডে। তবে ওই ব্যক্তি পরে জানান, তিনি মিষ্টি সুপারি খাচ্ছিলেন। শোভিত পান্ডে জানান, সিকিউরিটি চেকআপ-এর সময় তাঁর কাছ থেকে গুটখা ফেরত নেওয়া হয়েছিল।

২০২১ সালের কানপুর টেস্টে শোরগোল ফেলেছিলেন ওই ব্যক্তি। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুন- বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা হবে না ভারতের? আশঙ্কায় টিম ইন্ডিয়া! কারণটা কী

ওই ব্যক্তির ছবির সাথে একটি মজার মেম শেয়ার করেন৷ ওই মেমের একপাশে একজন ব্যক্তির ফোনে কথা বলার ছবি এবং অন্য পাশে হিন্দি ছবি হেরা ফেরি-এর অভিনেতা রাজু ভাইয়া-র ছবি দেওয়া হয়।

কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ এগিয়ে। চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত।

২ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারানোর পর ভারত এখন কানপুরে দ্বিতীয় টেস্টেও জিততে চাইবে। ভারত এর পর ১৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এই তিনটি টেস্ট ম্যাচ হবে বেঙ্গালুরু, পুনে এবং মুম্বাইয়ে।