আগামী ২ অক্টোবর আশ্বিনের অমাবস্যা বা মহালয়া৷ সেদিনই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূত্রপাত৷ তার সঙ্গে এ বছর পড়েছে সূর্যগ্রহণ৷ ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে রাত ৯.১৩ মিনিটে৷ গ্রহণ সমাপ্তি কাকভোর ৩.১৭ মিনিটে৷

Suryagrahan on Mahalaya Rituals: আর্থিক ক্ষতি! সংসারে ভাঙন! ঘোর বিপর্যয় এড়াতে সূর্যগ্রহণের মহালয়ায় ভুলেও খাবেন না ৫ খাবার

আগামী ২ অক্টোবর আশ্বিনের অমাবস্যা বা মহালয়া৷ সেদিনই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূত্রপাত৷ তার সঙ্গে এ বছর পড়েছে সূর্যগ্রহণ৷ ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে রাত ৯.১৩ মিনিটে৷ গ্রহণ সমাপ্তি কাকভোর ৩.১৭ মিনিটে৷
আগামী ২ অক্টোবর আশ্বিনের অমাবস্যা বা মহালয়া৷ সেদিনই পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূত্রপাত৷ তার সঙ্গে এ বছর পড়েছে সূর্যগ্রহণ৷ ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে রাত ৯.১৩ মিনিটে৷ গ্রহণ সমাপ্তি কাকভোর ৩.১৭ মিনিটে৷

 

সূর্যের এই বলয়গ্রাস ভারত থেকে দৃশ্য নয়৷ তবে শুভাশুভ ফল নিয়ে সতর্ক থাকুন৷ নয়তো সংসারে নেমে আসতে পারে ঘোর বিপর্যয়৷ হতে পারে আর্থিক ক্ষতি৷ সংসারে আসতে পারে ভাঙন৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি৷
সূর্যের এই বলয়গ্রাস ভারত থেকে দৃশ্য নয়৷ তবে শুভাশুভ ফল নিয়ে সতর্ক থাকুন৷ নয়তো সংসারে নেমে আসতে পারে ঘোর বিপর্যয়৷ হতে পারে আর্থিক ক্ষতি৷ সংসারে আসতে পারে ভাঙন৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি৷

 

এই বিশেষ তিথিতে কোনও আমিষ আহার গ্রহণ করবেন না৷ পেঁয়াজ, রসুন খাওয়া থেকেও বিরত থাকুন৷
এই বিশেষ তিথিতে কোনও আমিষ আহার গ্রহণ করবেন না৷ পেঁয়াজ, রসুন খাওয়া থেকেও বিরত থাকুন৷

 

এই দিনে কোনও তিতো জিনিস খাবেন না এবং রান্নাও করবেন না৷ বলা ভাল, এই দিন মুখ তিক্ত না করে মুখ মিষ্টি করুন৷ এতে সংসারে তিক্ততা এড়ানো যায় না৷ তাই সংসারে সৌহার্দ বজায় থাকে৷
এই দিনে কোনও তিতো জিনিস খাবেন না এবং রান্নাও করবেন না৷ বলা ভাল, এই দিন মুখ তিক্ত না করে মুখ মিষ্টি করুন৷ এতে সংসারে তিক্ততা এড়ানো যায় না৷ তাই সংসারে সৌহার্দ বজায় থাকে৷

 

মহালয়ায় ভুলেও থোড় খাবেন না৷ যেহেতু কলাগাছ পূজনীয়, সেহেতু এই মাসে কলাগাছের কাণ্ড হিসেবে থোড় খাবেন না৷
মহালয়ায় ভুলেও থোড় খাবেন না৷ যেহেতু কলাগাছ পূজনীয়, সেহেতু এই মাসে কলাগাছের কাণ্ড হিসেবে থোড় খাবেন না৷

 

কোনও পোড়া জাতীয় জিনিস খাবেন না মহালয়ায়৷ কারণ পূর্ণিমা, অমাবস্যা তিথিতে পোড়া জিনিস যেমন রুটি, বেগুনপোড়া বা কোনও ভর্তা খাবেন না৷
কোনও পোড়া জাতীয় জিনিস খাবেন না মহালয়ায়৷ কারণ পূর্ণিমা, অমাবস্যা তিথিতে পোড়া জিনিস যেমন রুটি, বেগুনপোড়া বা কোনও ভর্তা খাবেন না৷

 

অমাবস্যার ব্রতপালন করলে ভাত এবং রুটি না খাওয়ার চেষ্টা করবেন৷ কালো তিল আছে এমন খাবার এড়িয়ে চলুন৷ নেশাজাতীয় যে কোনও খাবার থেকে দূরে থাকুন মহালয়ায়৷
অমাবস্যার ব্রতপালন করলে ভাত এবং রুটি না খাওয়ার চেষ্টা করবেন৷ কালো তিল আছে এমন খাবার এড়িয়ে চলুন৷ নেশাজাতীয় যে কোনও খাবার থেকে দূরে থাকুন মহালয়ায়৷