পিছিয়ে পড়া সুন্দরবনের হস্ত শিল্পী দের পরিচয় পত্র, প্রদান 

South 24 Parganas News: জঙ্গলে গিয়ে নয় হস্তশিল্পেই হবে উপার্জন! আর্টিজেন কার্ড পেল সুন্দরবনের শিল্পীরা

দক্ষিণ ২৪ পরগনা: পিছিয়ে পড়া সুন্দরবনের হস্ত শিল্পীদের পরিচয় পত্র, প্রশিক্ষণ ও মার্কেটিং-এর ব্যবস্থা করে দিতে এবার এগিয়ে এল কেন্দ্রীয় সরকারের বস্ত্র-মন্ত্রকের অধীনস্থ ডেভলপমেন্ট কমিশন হ্যান্ডিক্রাফটের পূর্বাঞ্চলের বরিষ্ঠ আধিকারিকরা। সুন্দরবন বিশ্বের ঐতিহ্যমন্ডিত স্থান,পৃথিবীর সেরা বাদাবন। কম বেশি ৫০ লক্ষ মানুষের বাসভূমি।

এখানকার মানুষের একমাত্র জীবিকা ধান চাষ, তাঁর পাশাপাশি একাংশের মানুষ মাছ চাষ ও হস্ত শিল্পের সঙ্গে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ সমগ্র সুন্দরবনে কোথাও শিল্প কলকারখানা গড়ে ওঠেনি,বিকল্প কর্মসংস্থান নেই। গ্রামের মহিলারা জরি শিল্পের মাধ্যমে নিজেদের রুটি রুজির পথ বেছে নিয়েছে। কারণ আজ সুন্দরবনের বহু গ্রামে পুরুষদের কোনকাজ নেই। কাজের সন্ধানে বহু পুরুষ ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে।

সংসার চালাতে এক প্রকার বাধ্য হয়ে মহিলারা একদিকে জীবনের ঝুঁকি নিয়ে বাগদার মিন ধরা, অন্য দিকে জরি শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে বেশির ভাগ হস্তশিল্পীরা কারণ কিছু মধ্যসত্ত্ব ভোগী দালালরা মাঝখান থেকে শ্রমিকের মজুরিতে ভাগ বসাচ্ছে।আর তাই সুন্দরবনের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কুলতলি মিলন তীর্থ সোসাইটির উদ্যোগে ও কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনস্থ ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডি ক্রাফট এর পূর্বাঞ্চল শাখার অধিকর্তা সঞ্জীব কুমার এর সঙ্গে যোগাযোগ করে,তাদেরকে পরিচয় পত্র সহ বিভিন্ন প্রকার প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে।

আরও পড়ুনঃ Birbhum News: এমন চুরির ঘটনা আগে কখনও শোনেননি! হাসবেন না কাঁদবেন বোঝা মুশকিল, জানুন বিস্তারিত

কুলতলির মিলন তীর্থ সোসাইটির ট্রেনিং হলে সুন্দরবন এলাকার পাঁচ শতাধিক হস্তশিল্পীকে নিয়ে তাই বিশেষ সচেতনতা শিবির , পরিচয় পত্র প্রদান, প্রশিক্ষণ, ও মার্কেটিং সংক্রান্ত বিশেষ শিবির হয়ে গেল। প্রবল বর্ষন উপেক্ষা করে সুন্দরবনের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা তাদের নিজস্ব প্রোডাক্ট সহ উপস্থিত ছিলেন এখানে। এদিন দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা জেলার ৫০০ জনের পরিচয় পত্র তুলে দেওয়া হয়।

সুমন সাহা