পত্রিকা হাতে কলেজ ছাত্র

Handwritten Newspaper: ধন্যি ছেলের অধ্যাবসায়, শিল্পের প্রতি টান, খবরের প্রতি দায়বদ্ধতা, হাতে লেখা খবরের কাগজ বার করেন এই পড়ুয়া

পশ্চিম মেদিনীপুর: প্রত্যন্ত গ্রাম এলাকায় থাকে দ্বিতীয় বর্ষের এই কলেজ ছাত্র। ছোট থেকেই ছবি আঁকার প্রতি ভালোবাসা তাঁর। ছবি আঁকার পাশাপাশি করেছেন একাধিক কোর্সও। তবে পড়ার অবসরে প্রতিমাসে যা করেন এই যুবক, জানলে অবাক হবেন। নিজের শিল্পীসত্ত্বাকে কাজে লাগিয়ে প্রায় দু ‘বছর ধরে প্রতিমাসে তিনি প্রকাশ করেন হাতে লেখা খবরের কাগজ। যেখানে কোনও রাজনৈতিক কচকচানি নয়, থাকে নানা সচেতনতামূলক এবং অনুপ্রেরণামূলক আর্টিকেল। প্রাথমিকভাবে তিনি এই সংবাদপত্র লিখে সামাজিক মাধ্যমে পোস্ট করেন। তাঁর ইচ্ছে হাতে লেখা এই সংবাদপত্রকে পৌঁছে দিতে চান জাতীয় স্তরে।

ছোট থেকেই বিভিন্ন শিল্পকর্ম ছবি আঁকার প্রতি ভালোবাসা দ্বিতীয় বর্ষের এই কলেজ ছাত্রের।বাংলাদেশের একটিহাতে লেখা খবর কাগজ দেখে তিনি শুরু করেন বাংলায় হাতে লেখা খবরের কাগজ। বেশ কয়েকদিন ধরে নানান খবর সংগ্রহ করে, প্রতি মাসে প্রায় দুদিনের প্রচেষ্টায় তিনি প্রকাশ করেন হাতে লেখা সংবাদপত্র। নাম রেখেছেন অধিকার পত্রিকা। পত্রিকায় বিভিন্ন খবর হাতে যেমন লেখেন, তেমনই খবরের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ছবিও তিনি রং তুলি দিয়ে আঁকেন। এরপর প্রতি ইংরেজি মাসের ৩ তারিখ তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন এই খবরের কাগজ। আর্ট পেপারের উপর রং, তুলি, পেন দিয়ে নানা খবর ফুটিয়ে তোলেন তিনি।

আরও পড়ুন – Weather Update: বঙ্গোপসাগরে ফের তৈরি ঘূর্ণাবর্ত, নিম্নচাপ হয়ে হানা জমাবে ওড়িশা উপকূলে, বাংলার কপালে কী

এমনই এক প্রতিভাবান যুবক আব্দুল্লাহ খান। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নং ব্লকের দাঁড়কা এলাকায়। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চা করে সে। আব্দুল্লাহ চন্দ্রকোনা রোডের গৌরব গুইন মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাংলাদেশী হাতে লেখা একটি খবরের কাগজে দেখে তার খবর কাগজ প্রকাশের নেশা জাগে। সেইমতবিভিন্ন জায়গা থেকে নানান সচেতনতামূলক খবর জোগাড় করে তিনি আর্ট পেপারের ওপর রং তুলি পেন দিয়ে হাতে লিখে তৈরি করেন একটি খবরের কাগজ। প্রতিমাসে নিয়ম করে তিনি তা প্রকাশ করেন।

নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে আব্দুল্লাহ। বাবার ছোট ব্যবসা রয়েছে, মা গৃহবধূ। পড়াশোনার পাশাপাশি প্রতি মাসে চলে তার এই কাজ। তবে প্রতিমাসে তার এই খবরের কাগজের জন্য অপেক্ষায় থাকেন অনেকেই। প্রতিভাবান এই ছাত্রের মতে, তার খবরের কাগজ মানুষের মধ্যে সচেতনতার বার্তা দেবে, ছড়িয়ে দেবে অনুপ্রেরণামূলক নানা কাহিনী। আগামীতে জাতীয় স্তরে এই খবরের কাগজকে উন্নীত করতে চায় সে।

পড়াশোনা, ছবি আঁকা, নানান শিল্পকর্মের পাশাপাশি তার এই নিয়মিত খবরের কাগজ প্রকাশকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

Ranjan Chanda