চৈতী পূর্ণিমায় প্রতি বছর পালিত হয় হনুমান জয়ন্তী। এ বছর বৈশাখের পূর্ণিমায় পালন করা হবে বজরঙ্গবলীর আবির্ভাবতিথি।

Hanuman Jayanti Rituals: হনুমান জয়ন্তীর পুজোয় দিন বিশেষ ফুল ও পাতা! হনুমান চালিশা পাঠ করুন দিনের এই সময়ে! বজরঙ্গবলীর আশীর্বাদে পাল্টাবে জীবন

চৈতী পূর্ণিমায় প্রতি বছর পালিত হয় হনুমান জয়ন্তী। এ বছর বৈশাখের পূর্ণিমায় পালন করা হবে বজরঙ্গবলীর আবির্ভাবতিথি।
চৈতী পূর্ণিমায় প্রতি বছর পালিত হয় হনুমান জয়ন্তী। এ বছর বৈশাখের পূর্ণিমায় পালন করা হবে বজরঙ্গবলীর আবির্ভাবতিথি।

 

মঙ্গলবার জন্মতিথি পড়ায় এই পার্বণের গুরুত্ব বেড়ে যায় অনেকটাই। জানুন কোন কোন গাছের পাতা দরকার তাঁর পুজোয়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি।
মঙ্গলবার জন্মতিথি পড়ায় এই পার্বণের গুরুত্ব বেড়ে যায় অনেকটাই। জানুন কোন কোন গাছের পাতা দরকার তাঁর পুজোয়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ মৃত্যুঞ্জয় তিওয়ারি।

 

১০৮ টি বটপাতা দিয়ে মালা তৈরি করে নিবেদন করুন হনুমানজীকে। লালসুতো দিয়ে মালা গাঁথুন সব সময়। বলা হয়, হনুমানজীকে বটপাতা নিবেদন করলে অধরা মনস্কামনা পূর্ণ হয়।
১০৮ টি বটপাতা দিয়ে মালা তৈরি করে নিবেদন করুন হনুমানজীকে। লালসুতো দিয়ে মালা গাঁথুন সব সময়। বলা হয়, হনুমানজীকে বটপাতা নিবেদন করলে অধরা মনস্কামনা পূর্ণ হয়।

 

শনিেদবতার কুদৃষ্টি থেকে রক্ষা পেতে ৩, ৭, ১১ বা ২১ বা যে কোনও বিজোড় সংখ্যক অশ্বত্থপাতা নিবেদন করুন হনুমানজীকে।
শনিেদবতার কুদৃষ্টি থেকে রক্ষা পেতে ৩, ৭, ১১ বা ২১ বা যে কোনও বিজোড় সংখ্যক অশ্বত্থপাতা নিবেদন করুন হনুমানজীকে।

 

আকন্দগাছের পাতাও হনুমানজীর পুজোয় খুবই গুরুত্বপূর্ণ। এই গাছের পাতা নিবেদন করুন হনুমানজীর আরাধনায়। নিবেদন করতে পারেন মালা তৈরি করেও।
আকন্দগাছের পাতাও হনুমানজীর পুজোয় খুবই গুরুত্বপূর্ণ। এই গাছের পাতা নিবেদন করুন হনুমানজীর আরাধনায়। নিবেদন করতে পারেন মালা তৈরি করেও।

 

পানপাতাও হনুমানজীর পুজোয় প্রয়োজনীয়। নিবেদন করুন পানসুপুরি।
পানপাতাও হনুমানজীর পুজোয় প্রয়োজনীয়। নিবেদন করুন পানসুপুরি।

 

তুলসিপাতা অবশ্যই দিতে হবে হনুমানজীর পুজোয়।
তুলসিপাতা অবশ্যই দিতে হবে হনুমানজীর পুজোয়।

 

হনুমানজী প্রসন্ন হন বিশেষ কিছু ফুল নিবেদনে। সেগুলির মধ্যে অন্যতম পদ্মফুল। সনাতনী বিশ্বাস মতে পদ্ম অত্যন্ত পবিত্র।
হনুমানজী প্রসন্ন হন বিশেষ কিছু ফুল নিবেদনে। সেগুলির মধ্যে অন্যতম পদ্মফুল। সনাতনী বিশ্বাস মতে পদ্ম অত্যন্ত পবিত্র।

 

জবা, গোলাপ-সহ লাল রঙের ফুলের মালা তাঁকে নিবেদন করতে পারেন।
জবা, গোলাপ-সহ লাল রঙের ফুলের মালা তাঁকে নিবেদন করতে পারেন।

 

অর্পণ করতে পারেন হলুদ গাঁদার মালাও।
অর্পণ করতে পারেন হলুদ গাঁদার মালাও।

 

হনুমানজয়ন্তীতে বজরঙ্গবলীকে নিবেদন করুন জুঁইফুল বা জুঁইফুলের মালা। প্রজ্বলন করুন জুঁইতেলের প্রদীপ।
হনুমানজয়ন্তীতে বজরঙ্গবলীকে নিবেদন করুন জুঁইফুল বা জুঁইফুলের মালা। প্রজ্বলন করুন জুঁইতেলের প্রদীপ।

 

নীল অপরাজিতাও গুরুত্বপূর্ণ হনুমানজীর পুজোয়। ১০৮ নীল অপরাজিতার মালা নিবেদন করুন সঙ্কটমোচনকে।
নীল অপরাজিতাও গুরুত্বপূর্ণ হনুমানজীর পুজোয়। ১০৮ নীল অপরাজিতার মালা নিবেদন করুন সঙ্কটমোচনকে।

 

আকন্দফুলও হনুমানজীর পুজোয় প্রয়োজনীয়। আকন্দফুল বা আকন্দপাতার মালা তৈরি করে তাঁকে নিবেদন করুন।
আকন্দফুলও হনুমানজীর পুজোয় প্রয়োজনীয়। আকন্দফুল বা আকন্দপাতার মালা তৈরি করে তাঁকে নিবেদন করুন।

 

সব সময় তাজা ফুল নিবেদন করুন আরাধ্য দেবতাকে। পোকায় কাটা, বাসি ফুল কখনওই দেবেন না পুজোয়।
সব সময় তাজা ফুল নিবেদন করুন আরাধ্য দেবতাকে। পোকায় কাটা, বাসি ফুল কখনওই দেবেন না পুজোয়।

 

হনুমানজয়ন্তীতে পাঠ করতে হবে হনুমান চালিশা। বলা হয়, এই তিথিতে হনুমান চালিশা পাঠে বা শ্রবণে সঙ্কট কাটে। তবে দিনের পরিবর্তে রাতে হনুমান চালিশা পাঠ ও শ্রবণ করলে বেশি পুণ্যলাভ করা যায় বলে বিশ্বাস।
হনুমানজয়ন্তীতে পাঠ করতে হবে হনুমান চালিশা। বলা হয়, এই তিথিতে হনুমান চালিশা পাঠে বা শ্রবণে সঙ্কট কাটে। তবে দিনের পরিবর্তে রাতে হনুমান চালিশা পাঠ
ও শ্রবণ করলে বেশি পুণ্যলাভ করা যায় বলে বিশ্বাস।