এই গাছের উপকারিতার কথা গুনে গুনেও শেষ করা যাবে না

বাত আর অর্শের শত্রু, দূর হবে রুক্ষ-শুষ্ক চুলের সমস্যাও! এই গাছের উপকারিতার কথা গুনে গুনেও শেষ করা যাবে না

সত্যম কুমার, ভাগলপুর: প্রাচীনকাল থেকেই ভারতে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি প্রচলিত রয়েছে। অর্থাৎ বিভিন্ন ঔষধির মাধ্যমে যে চিকিৎসা করা হয়, তা বহু আগে থেকেই হয়ে আসছে। এতে আসলে চিকিৎসকরা নানা ধরনের ঔষধি গাছপালার পাতা-সহ বিভিন্ন অংশ থেকে ভেষজ তৈরি করতেন। তা দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসাও করা হত। কিন্তু আজকের আধুনিক যুগে সেই সমস্ত উপায় ধীরে ধীরে জনপ্রিয়তা হারাচ্ছে। তবে এখনও আমাদের আশপাশে এমন অনেক গাছপালা রয়েছে, যার মাধ্যমে নানা রোগের চিকিৎসা করা সম্ভব।

আরও পড়ুন– এপ্রিলে রাশি পরিবর্তন করছে ৪ গ্রহ, এই ৫ রাশির জাতক জাতিকারা বাম্পার সুবিধা পাবেন

এর মধ্যে অন্যতম হল ক্যাস্টর বা রেড়ি গাছ। অনেকেই হয়তো জানেন যে, রেড়ি বীজ থেকে নিষ্কাশিত তেলের একাধিক উপকারিতা রয়েছে। যা আমাদের নানা রোগ থেকে মুক্তি দিতে পারে। আয়ুর্বেদাচার্যের কাছ থেকে জেনে নেওয়া যাক ক্যাস্টর বা রেড়ির গুণাগুণের কথা। আয়ুর্বেদাচার্য গণেশ শর্মা জানান, বিহারে প্রচুর রেড়ি গাছের চাষ হয়। রাস্তার ধারে হয়ে থাকে গাছ। প্রায় সমস্ত জায়গায় গেলেই দেখা মিলবে এই গাছের।

আরও পড়ুন– কয়েক হাত দূর থেকে চাটুতে এসে পড়ছে পরোটা! ঠিক যেন উড়ন্ত, ভাইরাল ভিডিও দেখলেও বিশ্বাস হতে চায় না

আয়ুর্বেদাচার্যের মতে, ক্যাস্টর বা রেড়ি গাছের বীজ থেকে শুরু করে পাতা- প্রায় সমস্ত উপাদানই উপকারী। কিন্তু বেশিরভাগ মানুষের কাছেই এই সংক্রান্ত বিষয়ে সঠিক ধারণা নেই। তাই বলে রাখা ভাল যে, রেড়ি বীজ থেকে তেল নিষ্কাশন করে তা বাজারে ভাল দামে বিক্রি করা হয়। আর এই তেলের অনেক উপকারিতা রয়েছে। আয়ুর্বেদাচার্য গণেশ শর্মার কথায়, ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল চোখের জন্য দারুণ উপকারী। এর পাশাপাশি কাশি, বাত, কিডনির রোগ, সায়াটিকা, পাইলস বা অর্শের মতো রোগের উপশমও করে এই তেল। বডি ম্যাসাজেও তা ব্যবহার করা হয়। আর সবথেকে বড় কথা হল, রেড়ির তেল চুলের জন্যও খুবই স্বাস্থ্যকর।

এ তো না-হয় গেল রেড়ি তেলের উপকারিতার কথা। এবার আসা যাক রেড়ি গাছের পাতার প্রসঙ্গে। গণেশ শর্মার বক্তব্য, বীজের পাশাপাশি পাতার উপকারিতাও অনস্বীকার্য। কারণ রেড়ি গাছের পাতা ডায়েরিয়ার রোগীদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। যাঁরা ডায়েরিয়ায় ভুগছেন, তাঁরা যদি নিম পাতার সঙ্গে রেড়ি পাতার রস মিশিয়ে তাতে দুই ফোঁটা লেবুর রস মিশিয়ে পান করেন, তাহলে দারুণ উপকার পেতে পারেন। শুধু তা-ই নয়, পেটের সমস্যা কমানোর ক্ষেত্রেও দারুণ উপকারী ক্যাস্টর গাছের পাতা।