ডিজিটাল পদ্ধতি

North 24 Parganas News: সীমান্ত এলাকার খুদে পড়ুয়াদের নিরাপত্তায় এবার ডিজিটাল অ্যাটেনডেন্টস, আধুনিক পদ্ধতিতে মিলবে শিক্ষার সুযোগ

উত্তর ২৪ পরগনা: সীমান্ত এলাকার ছাত্রছাত্রীরাও এবার সুবিধা পাবে ডিজিটাল শিক্ষার। আর তারই প্রথম সূচনা হল ধর্মপুকুরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, অটোমেটিক ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেমের মাধ্যমে এবার আধুনিকতার ছোঁয়া লাগল সীমান্ত এলাকার এই স্কুলেও। অটোমেটিক ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেমের মধ্যে দিয়ে ছাত্র-ছাত্রীরা স্কুলে প্রবেশ করলেই অভিভাবক অভিভাবিকাদের কাছে মোবাইলে পৌঁছে যাবে এসএমএস।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার লিক করছে কিনা বুঝবেন কী করে? বিপদ থেকে বাঁচতে জানুন

ছাত্রছাত্রীরা কখন স্কুলে প্রবেশ করছে এবং কখন স্কুল ছুটি হল সেই বার্তায় পৌঁছাবে অভিভাবকদের মোবাইলে। এতে উপকৃত হবেন অভিভাবক অভিভাবিকারা, ছাত্র-ছাত্রীদের ডিজিটাল পরিচয় পত্র ও আধুনিক সিলেবাস ম্যানেজমেন্ট সিস্টেম এর মধ্যে দিয়ে উন্নতমানের ওয়ার্কশীট ব্যাংক সহ প্রশ্ন ব্যাঙ্ক এর সুবিধাও মিলবে এই ডিজিটালাইজেশনের মাধ্যমে। এদিন অটোমেটিক ডিজিটাল অ্যাটেন্ডস সিস্টেমের শুভ সূচনা করেন বনগাঁর এসআই স্কুল কালাম বিশ্বাস। আগামী দিনের সীমান্ত এলাকার আরও স্কুলগুলিতে উন্নত ডিজিটাল পরিষেবা চালু করার ভাবনাচিন্তা রয়েছে শিক্ষা দফতরের বলে জানা গিয়েছে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সীমান্ত এলাকায় শিশু পাচারও একটি সমস্যা, সেই জায়গা থেকে ছোট ছোট পড়ুয়াদের এই পদ্ধতি ব্যবহারে নিরাপত্তাও বাড়বে বলে মনে করা হচ্ছে।
Rudra Nrayan Roy