Thankuni Leaves

Health Tips: অযত্নে বেড়ে ওঠা এই গাছকে অবহেলা করবেন না… কয়েকটা পাতাতেই হজম শক্তি বাড়বে, পেটের আলসার দূর হবে, কমবে যে-কোন-ও ব্যথা

বাড়ির পাশে জলা জায়গায় অযত্নে বেড়ে ওঠে এই সব গাছ। কিন্তু নানান রোগের অব্যর্থ ওষুধ এই লতানো গাছ ও পাতা।
বাড়ির পাশে জলা জায়গায় অযত্নে বেড়ে ওঠে এইসব গাছ। কিন্তু নানা রোগের অব্যর্থ ওষুধ এই লতানো গাছ ও পাতা।
পেটের নানা সমস্যার সমাধানে পুকুর ধারে কিংবা জলাশয়ে জন্মানো এই গাছের পাতার রস দুর্দান্ত কাজ করে।
পেটে নানা সমস্যার সমাধানে পুকুর ধারে কিংবা জলাশয় জন্মানো এই গাছের পাতার রস দুর্দান্ত কাজ করে।
পেটের সমস্যা কিংবা শরীরে নানান রোগ-অসুখে ভুগছেন? বিনামূল্যে পেতে পারেন এই ওষুধ। বাড়ির পাশে থাকা থানকুনির গুণ জানলে অবাক হবেন।
পেটের সমস্যা কিংবা শরীরে নানান রোগ-অসুখে ভুগছেন? বিনামূল্যে পেতে পারেন এই ওষুধ। বাড়ির পাশে থাকা থানকুনির গুণ জানলে অবাক হবেন।
 থানকুনি পাতায় রয়েছে বিশেষ উপাদান যা হজম ক্ষমতার উন্নতি ঘটায়। সেই সঙ্গে স্টমাক আলসারের মত রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, পেট খারাপ বা ডায়রিয়ার চিকিৎসাতেও এই পাতার গুরুত্ব অপরিসীম।
থানকুনি পাতায় রয়েছে বিশেষ উপাদান যা হজম ক্ষমতার উন্নতি ঘটায়। সেই সঙ্গে স্টমাক আলসারের মত রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, পেট খারাপ বা ডায়রিয়ার চিকিৎসাতেও এই পাতার গুরুত্ব অপরিসীম।
কোনও জায়গায় কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ করতে কিংবা ব্যথা কমাতে থানকুনি পাতা ব্যবহার করা হয়।
কোন জায়গায় কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ করতে কিংবা ব্যথা কমাতে থানকুনি পাতা ব্যবহার করা হয়।
চিকিৎসক যোগেন্দ্র নাথ বেরা বলেন, মানসিক স্বাস্থ্য ঠিক রাখা, ত্বকের জেল্লা বাড়ানো, হাঁপানি-সহ নানান রোগে থানকুনি পাতা রস খেলে উপকার মেলে।
চিকিৎসক যোগেন্দ্র নাথ বেরা বলেন, মানসিক স্বাস্থ্য ঠিক রাখা, ত্বকের জেল্লা বাড়ানো, হাঁপানি-সহ নানান রোগে থানকুনি পাতা রস খেলে উপকার মেলে।